ইশিখন.কম ব্লগ

BCS+Bank + Non cadre

শহীদ জননী জাহানারা ইমাম…

—-
* 1971 সালে মুক্তিযুদ্ধের শেষ দিকে তার প্রথম সন্তান গেরিলাযোদ্ধা রুমী পাক বাহিনীর হাতে ধরা পড়ে এবং নির্মম অত্যাচারে শহীদ হয়। এ জন্য জাহানারা ইমাম “”শহীদ জননী”” নামে পরিচিত। পুত্রশোকে তার স্বামী শরিফুল ইমাম হার্টফেল করে মারা যান।
* 1991 সালের 29 ডিসেম্বর গোলাম আজমকে জামাতে ইসলামী বাংলাদেশের আমীর ঘোষণার প্রেক্ষিতে 1992 সালের 19 জানুয়ারি 101 সদস্যবিশিষ্ট “”একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি”” গঠন করা হয় । তিনি ছিলেন এই কমিটির আহবায়ক।
* তার সভাপতিত্বে এই কমিটি সরকারি বাঁধা উপেক্ষা করে 1992 সালের 26 মার্চ স্বাধীনতা দিবসে সোহরাওয়ার্দী উদ্যানে গণ-আদালতের মাধ্যমে গোলাম আজমের প্রতীকী বিচার অনুষ্ঠান করে।
* 1994 সালের 26 জুন ক্যান্সারে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মারা যান। মুক্তিযুদ্ধের আট জন সেক্টর কমান্ডার তাকে ‘গার্ড অফ অনার’ প্রদান করেন ।
* ‘একাত্তরের দিনগুলি’ (1986) তার মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক গ্রন্থ।
সূত্র : শীকর বাংলা সাহিত্য, পৃষ্ঠা-153

=
.
উইলিয়াম রোদেনস্টাইন…

———-
* ইংরেজ বুদ্ধিজীবী। রবীন্দ্রনাথ ঠাকুর
ও কবি ইয়েটস-এর বন্ধু।
* 1911 সালে ভারতবর্ষে আগমন করেন । এ
সময় রবীন্দ্রনাথের সাথে সখ্য হয়।
* 1912 সালে রবীন্দ্রনাথ ঠাকুর
ইংল্যান্ডে (রোদেনস্টাইনের বাড়িতে)
কয়েকজন ইংরেজ কবির উপস্থিতিতে
‘গীতাঞ্জলি’র ইংরেজী অনুবাদ পাঠ
করেন। এদেরই কয়েক জনের প্রচেষ্টায়
রবীন্দ্রনাথের নাম নোবেল পুরস্কার
কমিটিতে উত্থাপিত হয় ।
সূত্র : শীকর বাংলা সাহিত্য, পৃষ্ঠা-122

;
কবি দিলওয়ার (1937-2013)

———–
* সুরমা পারের কবি হিসেবে খ্যাত দিলওয়ার 1937 সালের 1 জানুয়ারি সিলেটের সুরমা নদীর দক্ষিণ তীরবর্তী ভার্থখলা গ্রামে জন্মগ্রহণ করেন । কবি জীবনের শুরুতে পারিবারিক উপাধি খান বর্জন করেন ।
* পঞ্চাশের দশকের এই কবি “”গণমানুষের কবি”” হিসেবে পরিচিত।
* কাব্য
→ ঐকতান
→ উদ্ভিন্ন উল্লাস
→ স্বনিষ্ঠ সনেট
→ রক্তে আমার অনাদি অস্থি
→ দুই মেরু দুই ডানা
* প্রবন্ধ গ্রন্থ
→বাংলাদেশ জন্ম না নিলে।
* বিখ্যাত গান- তুমি রহমতের নদীয়া, দয়া কর মোরে শাহজালাল আউলিয়া।
সূত্র : শীকর বাংলা সাহিত্য, পৃষ্ঠা-162

.


শহীদ কাদরী…
————-
* ষাটের দশকের অন্যতম প্রধান কবি।
* প্রথম কবিতা ‘এই শীতে’ বুদ্ধদেব বসুর
কবিতা পত্রিকায় প্রকাশিত হয়।
* দীর্ঘদিন যাবৎ মার্কিন মুলুকে স্বেচ্ছায়
নির্বাসনে রয়েছেন।
* রচিত কাব্য –
→ উত্তরাধিকার
→ তোমাকে অভিবাদন প্রিয়া
→ কোথাও কোন ক্রন্দন নেই।
* বিখ্যাত কবিতা -“”ভয় নেই, আমি এমন
ব্যবস্থা করবো যাতে সেনাবাহিনী
গোলাপের গুচ্ছ কাঁধে নিয়ে…””
সূত্র : শীকর বাংলা সাহিত্য, পৃষ্ঠা-251
.
.
লোকসংগীত…..
————–
লোকসাহিত্যের সবচেয়ে জনপ্রিয় ও বহুল
প্রচলিত শাখা হলো ‘লোকসংগীত’।
কয়েকটি লোকসংগীত হল :-
* আলকাপ : আলকাপ আরবী শব্দ। এর অর্থ
মস্করা বা কৌতুক। পশ্চিমবঙ্গের
মুর্শিদাবাদ, বীরভূম, মালদহ ও
বাংলাদেশের রাজশাহী অঞ্চলে এ গানের
প্রচলন অনেক বেশি।
* কবিগান : কবিগান হলো একাধিক দলের
মধ্যে গানের মাধ্যমে প্রতিযোগিতা।
একদল সুরে সুরে প্রশ্ন করবে, তাদের বলা হয়
‘চাপান’। অন্যদল উত্তর দিবে তাদের বলে
‘উতোর’। প্রত্যেক দলের নেতৃত্বদানকারীক
ে বলা হয় ‘কবিয়াল বা সরকার’। কবিয়ালের
সহকারী গায়কদের বলা হয় ‘দোহার’।
ঈশ্বরচন্দ্র গুপ্তের মতে- এ গানের
উৎপত্তিস্থল নদীয়ার শান্তিপুর।
* গম্ভীরা : শিবের অন্য নাম গম্ভীর।চৈত্র
মাসে চড়ক উৎসবে শিবের বন্দনা করে যে
গান গাওয়া হয় তা ই গম্ভীরা। এ গানের
উৎপত্তি পশ্চিমবঙ্গের মালদহ জেলায়।
বর্তমানে এটি রাজশাহী অঞ্চলের
লোকসঙ্গীত। চাপাইনবাবগঞ্জ অঞ্চলে এ
গানের জনপ্রিয় চরিত্র নানা-নাতি।
* ঘাটুগান: ঘাটে ঘাটে নৌকা ভিড়িয়ে এ
গান গাওয়া হয় বলে এর নাম ঘাটের গান বা
ঘাটুগান। ঘাটুগানের মূল আকর্ষণ ‘ছুকরি’।
অল্প বয়সী ছেলেদের মেয়ে সাজিয়ে ছুকরি
বানানো হয়। ষোড়শ শতকে হবিগঞ্জ
জেলার আজমেরিগঞ্জে এ গানের উদ্ভব।
বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে এ গান বেশ
জনপ্রিয়।
সূত্র : শীকর বাংলা সাহিত্য

আরো পড়ুন:

৩৮ তম বিসিএস সাজেশন- বাংলা সাহিত্য

বিশ্বসাহিত্য কেন্দ্রের বই পড়ে পুরস্কার পাচ্ছে ৬ হাজার শিক্ষার্থী

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য পড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline