ইশিখন.কম ব্লগ

আধুনিক যুগের কবি-সাহিত্যিক

→ ব্রাহ্মসমাজের মুখপত্র – তত্ত্ববোধিনী পত্রিকা
→ তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক (১৮৪৩) – অক্ষয়কুমার দত্ত।
→ ‘বিদ্যাদর্শন’ হচ্ছে – অক্ষয়কুমার দত্ত প্রকাশিত পত্রিকা (বাঙালিদের মননে বিজ্ঞান চেতনার উদ্রেক করাই ছিল এ পত্রিকার উদ্দেশ্য।
→ অক্ষয়কুমার দত্তের প্রথম কাব্য – অনঙ্গমোহন (মাত্র ১৪ বছর বয়সে প্রকাশিত হয়)।

………­…….
→ অক্ষয়কুমার বড়ালের শ্রেষ্ঠ কাব্য – এষা (স্ত্রীর মৃত্যুশোকে এটি রচনা করেন)।
→ বিহারীলালের সাক্ষাৎ ভাবশিষ্য বলে খ্যাত – অক্ষয়কুমার বড়াল।

………­…….
→ অচিন্তকুমার সেনগুপ্তের প্রথম কবিতা ছাপা হয় – নীহারিকা দেবী ছদ্মনামে (প্রবাসী পত্রিকায়)।
→ তার উপন্যাস – বেদে, বিবাহের চেয়ে বড়, ঊর্ণনাভ।
→ তার কাব্যগ্রন্থ – অমাবস্যা, প্রিয়া ও পৃথিবী।

………­….
→ অতুলপ্রসাদ সেন পেশায় একজন – ব্যারিস্টার।
→ তিনি বাংলা গানে – ঠুংরি ধারার প্রবর্তক।
→ ‘কাকলি, কয়েকটি গান, গীতিগুঞ্জ – তার কয়েকটি গানের সংকলন। (তার গানের সংখ্যা প্রায় ২০৬ টি)।

………­…….
→ ‘তিতাস একটি নদীর নাম’ (১৯৫৬) উপন্যাসের লেখক – অদ্বৈত মল্লবর্মণ। (তার অন্য উপন্যাস ‘সাদা হাওয়া’।
→ ‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাসটি প্রথম প্রকাশিত হয়- মাসিক মোহাম্মদী পত্রিকায়।

………­………
সূত্র : শীকর বাংলা সাহিত্য ।

আরো পড়ুন:

বাংলা ভাষা ও সাহিত্য – প্রথম

বাংলা ভাষা ও সাহিত্য – জন্ম-মৃত্যু

বাংলা ভাষা ও সাহিত্য – প্রবাদ ও প্রবচন

 

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline