
বিসিএস রিটেন +প্রিলি সহ সকল সরকারি চাকরির পরীক্ষার বাংলা সাহিত্যের জন্য গুরুত্বপূর্ণ
::বাংলা সাহিত্যের দ্বিতীয় সারির গুরুত্বপূর্ণ কয়েকজন সম্পর্কে কিছু জানা দরকার ::
১. হেমচন্দ্রঃ (১৮৩৮ – ১৯০৩)
♪ তিনি ছিলেন মহাকাব্যের কবি |
♪অবদানঃ তিনি কাব্যের মধ্য দিয়ে তৎকালীন ইংরেজ শাসিত ভারতীয়দের, বিশেষত বাঙ্গালি শিক্ষিত মহলে স্বদেশপ্রেমের উত্তেজনা সৃষ্টি করেন |
♪ মধুসূদনের পরবর্তীকালে সর্বাধিক খ্যাতিমান কবি ছিলেন |
♪ রচিত মহাকাব্য – বৃত্রসংহার |
♪ বৃত্রসংহারঃ হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের রচিত জনপ্রিয় অাখ্যান কাব্য | দুই খন্ডে এবং ১৫ সর্গের মহাকাব্য | বৃত্রাসুরের স্বর্গজয় এবং দধীচির অস্থিনির্মিত বজ্র দ্বারা ইন্দ্রের বৃত্র বধ ও স্বর্গ রাজ্য পুনরুদ্ধার এই কাব্যের অাখ্যান ভাগ | অমিত্রাক্ষর ছন্দের ব্যবহার, পৌরাণিক কাব্যের নতুন ব্যাখ্যা এবং উনবিংশ শতাব্দীর জীবন জিজ্ঞাসা ইত্যাদি মাইকেল মধুসূদন দত্তকে অনুসরণ করে | বঙ্কিম ও রবীন্দ্রনাথ এ কাব্যের উচ্ছ্বসিত প্রশংসা করেন |
কাব্যগ্রন্থঃ
:: চিন্তাতরঙ্গিণী (১৮৬১) – প্রথম কাব্যগ্রন্থ | এক বন্ধুর অাত্মহত্যার ঘটনা অবলম্বনে রচিত |
:: বীরবাহু
:: অাশাকানন
:: ছায়াময়ী
:: দশমহাবিদ্যা
২. হুমায়ুন কবীর (১৯০৬ – ১৯৬৯)
:: রচিত তিনটি বইয়ের নাম |
ক) নদী ও নারী (উপন্যাস)
খ) স্বপ্নসাধ (কাব্য)
গ) সাথী (কাব্য)
ঘ) অষ্টাদশী (কাব্য)
:: সম্পাদিত পত্রিকার নাম কি?
উত্তরঃ চতুরঙ্গ |
৩. হাসান হাফিজুর রহমান (১৯৩২ – ১৯৮৩)
:: তাঁর সম্পাদনায় ১৯৫৩ সালে প্রকাশিত হয় ভাষা অান্দোলন ভিত্তিক প্রথম সাহিত্য সংকলন “”একুশে ফেব্রুয়ারি”” এবং তিনি সম্পাদনা করেন “”বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধঃ দলিলপত্র”” (১৯৮২-৮৩) | ১৫ খণ্ডে প্রকাশিত এ “”স্বাধীনতা যুদ্ধ: দলিলপত্র”” সম্পাদনার জন্য,তিনি সম্মরণীয় হয়ে অাছেন |
:: একুশে ফেব্রুয়ারিঃ ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারিতে বাংলা ভাষার জন্য ঢাকায় যে অাত্মদান করা হয় তার স্মরণে ১৯৫৩ সালের মার্চ মাসে হাসান হাফিজুর রহমান “” একুশে ফেব্রুয়ারি”” নামে একটি সাহিত্য সঙ্কলন সম্পাদনা করেন | এর প্রকাশক ছিলেন মোহাম্মদ সুলতান | এই সংকলনে কবিতা, প্রবন্ধ, গল্প, গান, নকশা, ইতিহাস শিরোনামে ৬ টি বিভাগে মোট ২২ জন লেখক লিখেছেন | ****এই সংকলনেই প্রথম প্রকাশিত হয় অাব্দুল গাফফার চৌধুরী রচিত “”অামার ভাইয়ের রক্তে রাঙ্গানো গানটি | প্রকাশের তিন সপ্তাহের মধ্যেই তৎকালীন পাকিস্তান সরকার সংকলনটি বাজেয়াপ্ত করেন |
:: রচিত তিনটি কাব্যগ্রন্থের নামঃ
ক) বিমুখ প্রান্তর (প্রথম কাব্যগ্রন্থ)
খ) অার্ত শব্দাবলী
গ) অন্তিম শরের মত
৪. হরপ্রসাদ শাস্ত্রী (১৮৫৩-১৯৩১)
:: চর্যাপদ উদ্ধার
:: উল্লেযোগ্য তিনটি গ্রন্থের নাম |
ক) হাজার বছরের পুরান বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা,
খ) কাঞ্চন মালা (উপন্যাস)
গ) বেণের মেয়ে (উপন্যাস)
৫. স্বর্ণকুমারী দেবীঃ (১৮৫৫ – ১৯৩২)
:: মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের কন্যার, রবী ঠাকুরের ভগ্নী |
:: অাধুনিক বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক |
:: সম্পাদিত পত্রিকার নাম – ভারতী |
::বিজ্ঞান বিষয়ক গ্রন্থ রচনার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয় হতে জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেন |
:: তিনটি গুরত্বপূর্ণ উপন্যাসের নাম |
ক) মেবার রাজ
খ) মালতী
গ) বিদ্রোহ
ঘ) মিলনরাত্রি
ঙ) বিচিত্রা
চ) স্বপ্রবাণী
৬. সোমেন চন্দ (১৯২০ – ১৯৪২)
:: পুরো নাম: সোমেন্দ্র কুমার চন্দ্র
:: ফ্যাসিবাদ সমর্থকদের হাতে/অাততায়ীর হাতে মারা যায় |
:: সোমেন চন্দের একটি উল্লেযোগ্য গল্পের নাম কি?
উত্তরঃ ইঁদুর |
:: ইঁদুরঃ জীবনের পরতে পরতে যে বাস্তবের অনুশীলন অামরা প্রতিনিয়ত চর্চা করে চলেছি, অামাদের শাণিত সংগ্রাম যেখানে অাটপৌরে সমাজব্যবস্থার কাছে অানত সেখানে ইঁদুরের সংগ্রাম সেই মানুষের বিরুদ্ধে | এ রকম পটভূমিকায় সোমেন চন্দের অসামাণ্য সৃষ্টি ইঁদুর | ঔপন্যাসিক হুমায়ুন অাহমেদ জানিয়েছেন- ইঁদুর পড়েই তিনি কথাসাহিত্য রচনার অনুপ্রেরণা লাভ করেন |
৭. সুনীতিকুমার চট্টপাধ্যায়ঃ
♪ বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ ভাষাবিজ্ঞানী |
♪ ODBL (১৯২৬) রচনা করেন
♪ রবীন্দ্রনাথ ঠাকুর সুনীতি বাবুর প্রশংসা কিভাবে করেন?
উত্তরঃ ‘শেষের কবিতা’ গ্রন্থে সুনীতিকুমারের স্বীকৃতি অাছে | তাছাড়া রবীন্দ্রনাথ তাঁকে ভাষাচার্য উপাধি দেন |
৮. সুধীন্দ্রনাথ দত্তঃ (১৯০১ – ১৯৬১)
:: বঙ্গদেশে অাধুনিক কবিতার প্রবীণ প্রবক্তা |
:: কবিতা গ্রন্থঃ সাত টি |
* তন্বী, অর্কেষ্ট্রা, ক্রন্দসী, উত্তর ফাল্গুনী, সংবর্ত, প্রতিদিন, দশমী |
:: ইউরোপিও বিভিন্ন কবিতার অনুবাদ গ্রন্থঃ প্রতিধ্বনি |
:: ১৯৩১ সালে তিনি “”পরিচয়”” পত্রিকার সম্পাদনা করেন | তিনি একাধারে ১২ বছর ধরে এ পত্রিকার সম্পাদক ছিলেন |
:: সুধীন্দ্রনাথ দত্ত কখনো উপন্যাস লেখেননি |
:: তাঁর তন্বী কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথকে উৎসর্গ করে লেখেন | তিনি বলেন- “”ঋণ শোধের জন্য নয়, ঋণ পরিশোধের জন্য |
৯. সুকুমার রায়ঃ (১৮৮৭ – ১৯২৩)
:: অনুপম গল্প, নাটক, কবিতা ও প্রবন্ধ লিখে তিনি শিশুদের মন জয় করেছেন |
:: শিশুদের জন্য লেখা সাহিত্যের নাম –
ক) অাবোল-তাবোল
খ) হ-য-ব-র-ল
গ) পাগলা দাশু
ঘ) বহুরূপী
ঙ) খাই খাই
১০. সুকান্ত ভট্টাচার্যঃ
:: কিশোর কবি বলা হয় |
:: শোষিত মানুষের জীবন-যন্ত্রণা, বিক্ষোভ ও বিদ্রোহের হুঙ্কার তার কবিতায় বলিষ্ঠভাবে প্রকাশ পায় |
:: রচিত কাব্যগ্রন্থের নাম |
ক) ছাড়পত্র
খ) ঘুম নেই
গ) পূর্বাভাস
ঘ) অভিযান
ঙ) হরতাল
চ) গীতিগুচ্ছ
:: পঞ্চাশের মন্বন্তর উপলক্ষ করে তাঁর রচিত সাহিত্য সংকলন ‘অাকাল’ | বিভিন্ন পত্রিকা থেকে সংকলন ও সম্পাদনা করে এই কবিতাগুচ্ছের একটি মূল্যবান ভূমিকা লিখেছিলেন – সুকান্ত ভট্টাচার্য | তার জীবদ্দশায় প্রকাশিত একমাত্র গ্রন্থ |
:: উল্লেখযোগ্য কবিতাগুচ্ছঃ
ক) দুর্মর –
খ) অাঠারো বছর বয়স – মাত্রাবৃত্ত ছন্দে রচিত | ৯ বার অাঠারো শব্দটি ব্যবহৃত হয়েছে |
গ) প্রার্থী
১১. সরদার জয়েন উদ্দীনঃ
:: উপন্যাস –
ক) অাদিগন্ত
খ) অনেক সূর্যের অাশা
গ) বেগম শেফালী মির্জা
ঘ) রোদের ঢেউ
:: ছোটগল্পঃ
ক) নয়ন ঢুলি
খ) বেলা ব্যানার্জির প্রেম
গ) খরস্রোত
১২. সমরেশ বসুঃ
:: কালকূট ছদ্মনামে লেখেন |
:: উপন্যাস
ক) গঙ্গা
খ) জগদ্দল
গ) বিবর
ঘ) অমৃত কুম্ভের সন্ধানে
ঙ) সাতকাহন
১৩. সত্যেন সেনঃ
:: “”উদীচী সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠা করেন |
:: উপন্যাসঃ
ক) অালবেরুনী
খ) পাপের সন্তান (বাইবেল অবলম্বনে রচিত)
গ) ভোরের বিহঙ্গী
ঘ) রুদ্ধদ্বার মুক্তপ্রাণ
ঙ) সাত নম্বর ওয়ার্ড
১৪. সত্যেন্দ্রনাথ দত্তঃ
:: ছন্দের যাদুকর |
:: বিখ্যাত কাব্যগুলোঃ
ক) সবিতা
খ) বেণু ও বীণা
গ) বেলা শেষের গান
ঘ) ছিন্নমুকুল
ঙ) বিদায় অারতি
:: তাঁর মৃত্যুর উপর রচিত ‘সত্যেন- প্রয়াণ’ কবিতা লেখেন নজরুল ইসলাম কাজী |
১৫. শাহ অাব্দুল করিমঃ
:: গান রচনা করেছেন এবং গেয়েছেন –
ক) অাগে কি সুন্দর দিন কাটাইতাম
খ) কেমনে ভুলিব অামি বাঁচি না তারে ছাড়া
গ) অামি কুলহারা কলঙ্কিজ
ঘ) গাড়ি চলে না, চলে না, চলে নারে
ঙ) বন্ধে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে
চ) গান গাই অামার মনরে বুঝাই মন অামার পাগলপারা
ছ) অাসি বলে গেল বন্ধু অাইল না
জ) অামি তোমার কলের গাড়ি, তুমি অামার ড্রাইভার
ঝ) মন কান্দে, প্রাণ কান্দে রে কান্দে অামার হিয়া
ঞ) বসন্ত বাতাসে সই গো বসন্ত বাতাসে
=
৩৪ তম তে রশিদ করীমের তিনটি উপন্যাসের নাম লিখতে বলা হয়েছিল | MP3 বইটা সেসময় ছিল খুব জনপ্রিয় | সেসময়ের MP3 বইটাতে রশীদ কারীমের ১টি ( উত্তম পুরুষ) উপন্যাসের নাম দেয়া ছিল | অনেকেই, অন্য প্রশ্ন কমন না পাওয়ায়, একটি নামই লিখে হল ত্যাগ করেছিলেন | তাই অামার পরামর্শ হল, কম গুরুত্বপূর্ণ লেখকের অন্ততঃ তিনটি করে বইয়ের নাম (নাটক, কাব্যগ্রন্থ, উপন্যাস) জেনে যান, শেষ পর্যন্ত মুখে হাসি থাকবে |
১৬. শহীদ কাদরীঃ
:: স্বাধীন বাংলাদেশের কবিদের মধ্যে অন্যতম
::তাঁর রচিত কাব্যগ্রন্থঃ
ক) উত্তরাধিকার
খ) তোমাকে অভিবাদন প্রিয়তমা
গ) কোথাও কোন ক্রন্দন নেই
ঘ) অামার চুম্বনগুলো পৌছে দাও
১৭. শওকত অালীঃ
:: উল্লেখযোগ্য উপন্যাসঃ
ক) ওয়ারিশ
খ) যাত্রা (মুক্তিযুদ্ধভিত্তিক)
গ) পিঙ্গল অাকাশ
ঘ) উত্তরের খেপ
ঙ) বাসর মধুচন্দ্রিমা
চ) প্রদোষে প্রাকৃতজন ( রাজা লক্ষণ সেনের সময়ের সমাজ ও মানুষের দ্বন্দ্ব তুলে ধরা হয়েছে)
১৮. লালন শাহঃ ( ১৭৭২-১৮৯০)
:: জন্মঃ হরিশপুর গ্রাম, ঝিনাইদহ মতান্তরে ভাঁড়রা গ্রাম, কুমারখালী, কুষ্টিয়া |
:: সিরাজ শাহের কাছে লালিত-পালিত হওয়ার কারণে শাহ নামের সাথে যুক্ত হয় |
:: রবীন্দ্রনাথ ঠাকুর তার গান প্রথম সংগ্রহ করেন | ২৯৮ টি গান সংগ্রহ করেন |
:: লালনের প্রচলিত একমাত্র স্কেচটি অঙ্কন করেন – অবঅবনীন্দ্রনাথ ঠাকুর
:: বিবিসির জরিপে সর্বকালের সেরা বাঙ্গালীর জরিপে তার অবস্থান “”দ্বাদশ””
:: রচিত বাউল গান
ক) খাঁচার ভিতর অচিন পাখি
খ) বাড়ির কাছে অারশি নগর
গ) অামার ঘর খানায় কে বিরাজ করে
১৯. রোকনুজ্জামান খান
:: দাদা ভাই নামে পরিচিত
:: ছড়া – হাট্টিমাটিম
:: দৈনিক ইত্তোফাকের কচি-কাঁচার মেলার প্রতিষ্ঠা
২০. রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহঃ
:: সামরিক স্বৈরাচার ও অগণতান্ত্রিকতা বিরোধী কবিদের সংগঠন জাতীয় কবিতা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন |
:: প্রতিবাদী কবি হিসেবে খ্যাত |
:: তাঁর রচিত গান – ভাল অাছি ভাল থেক, অাকাশের ঠিকানায় চিঠি লিখো |
:: কাব্যগ্রন্থঃ
ক) উপদ্রুত উপকূল
খ) ফিরে চাই স্বর্ণগ্রাম
গ) মানুষের মানচিত্র
ঘ) দিয়েছিলে সকল অাকাশ
ঙ) মৌলিক মুখোশ
২১. রামরাম বসুঃ
:: কেরি সাহেবের মুন্সী
:: বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মৌলিক গ্রন্থ “”রাজা প্রজাপাদিত্য চরিত্রের”” রচয়িতা
:: বিখ্যাত গ্রন্থ – লিপিমালা
:: অামৃত্যু তিনি ফোর্ট উইলিয়াম কলেজের সাথে জড়িত ছিলেন |
২৩. রশীদ করীমঃ
::উপন্যাসঃ
ক) উত্তম পুরুষ
খ) প্রসন্ন পাষাণ
গ) অামার যত গ্লানি
ঘ) সোনার পাথর বাটি
ঘ) লান্সবাক্স
উত্তম পুরুষঃ উপন্যাসের প্রধান চরিত্র শাকেরকে ঘিরে সেলিনা, অনিমা, শেখর, মুশতাক, সলিল, চন্দ্রা, নিহার ভাবি, শিশির এ রকম অসংখ্য চরিত্র অাবর্তিত হয়েছে | এদের মনস্তাত্বিক জটিলতায় কোথাও কোথাও শ্বাসরুদ্ধকর পরিস্থিতির উদ্ভব ঘটেছে | অাধুনিক মননশীলতা, পরিশীলতা, অাঙ্গিক, অভিজ্ঞতার নির্লিপ্ত বর্ণনায় পাঠকের তৃষ্ণা নিবারণ হয় |
২৪. যতীন্দ্রমোহন বাগচীঃ
:: তাঁর সম্পাদিত পত্রিকাগুলোর নাম – মানসী, পূর্বাচল, যমুনা |
:: কাজলা দিদি তাঁর অনবদ্য সৃষ্টি |
:: কাব্যগ্রন্থসমূহঃ
ক) লেখা
খ) রেখা
গ) অপরাজিতা
ঘ) নীহারিকা
ঙ) মহাভারতী
২৫. মোহিতলাল মজুমদারঃ
:: সত্যসুন্দর দাস ছদ্মনামে তিনি লিখতেন |
:: তিনি তার রচনায় প্রচুর অারবি, পার্সি প্রয়োগ করতে সক্ষম হন |
:: তাঁর কাব্যের বিষয়ঃ প্রেম দেহাশ্রয়ী, কামকে স্বীকার করেই প্রেমের স্বীকৃতি দিয়েছেন | প্রথমে তার কবিতায় রবীন্দ্র প্রতিভার অনুপস্থিতি দেখা গেলেও পরে রবীন্দ্র অনুসারী ভাব ধরা পড়ে |
:: কাব্যগ্রন্থঃ
ক) স্বপন পসারী
খ) বিস্মরণী
গ) স্মরগরল
ঘ) হেমন্ত গোধূলি
২৭) মোহাম্মদ লুৎফর রহমান
:: সমাজ পরিত্যক্ত নারীদের নিয়ে তিনি কলকাতায়কলকাতায় প্রতিষ্ঠা করেন – নারীশিল্প বিদ্যালয় এবং নারীতীর্থ নামে দুটি সংগঠন | এ দুটোর সভাপতি করা হয় বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন কে |
:: সম্পাদনা করেন – বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা, নারীশক্তি নামক তিনটি পত্রিকার |
:: প্রবন্ধগ্রন্থঃ
ক) উচ্চজীবন
খ) মহৎজীবন
গ) উন্নতজীবন
ঘ) মানবজীবন
ঙ) মানবজীবন
::উপন্যাসঃ
ক) পথহারা
খ) রায়হান
গ) প্রীতি উপহার
২৮. মোহাম্মদ মনিরুজ্জামানঃ
:: অামার দেশের মাটির গন্ধে এবং অশ্রু দিয়ে লেখা তাঁর দুটো জনপ্রিয় গানের পঙ্কতি -|
:: কবিতাঃ
ক) দুর্লভ দিন
খ) শঙ্কিত অালোক
গ) প্রতনু প্রত্যাশা
ঘ) শহীদ সম্মরণে
২৯.
:: মুক্তিযুদ্ধ ভিত্তিক তিনটি গল্পের নাম ও গল্পকারের নাম লিখুন ।
ক, হাসান আজিজুল হক >>> নামহীন গোত্রহীন
খ. শওকত ওসমান >>> জন্ম যদি তব বঙ্গ
গ. শাহরিয়ার কবীর >> একাত্তরের যীশু
.
:: ভাষা আন্দোলনের উপর রচিত দুইটি উপন্যাস ও ঔপন্যাসিকের নাম লিখুন।
ক. আরেক ফাল্গুন >> জহির রায়হান
খ. আর্তনাদ >> শওকত ওসমান
.
:: মুক্তিযুদ্ধ ভিত্তিক ৫টি কবিতার নাম লিখুন।
ক. স্বাধীনতা তুমি >>> শামসুর রাহমান
খ. শহীদ স্মরণে >> মুহাম্মদ মনিরুজ্জামান
গ. দগ্ধগ্রাম ও মুক্তিযুদ্ধ >> জসীমউদ্দীন
ঘ. চিঠি >> আবু জাফর ওবায়দুল্লাহ
ঙ. সভ্যতার মনিবন্ধে >> সৈয়দ শামসুল হক
.
:: মুক্তিযুদ্ধ ভিত্তিক ৩টি চলচ্চিত্র ও চিত্রকারের নাম লিখুন।
ক.. ওরা এগারো জন >> চাষী নজরুল ইসলাম
খ. আবার তোরা মানুষ হ >> খান আতাউর রহমান
গ. আলোর মিছিল >>> নারায়ণ ঘোষ মিতা
:: ভাষা আন্দোলন ভিত্তিক ৫টি কবিতার নাম লিখুন ।
ক. কাঁদতে আসিনি , ফাঁসির দাবি নিয়ে এসেছি >>> মাহবুব উল আলম চৌধুরী
খ. আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফ্রেবুয়ারী >>> গাফফার চৌধূরী
গ. স্মৃতিস্তম্ভ >> আলাউদ্দিন আল আজাদ
ঘ. কোন এক মাকে >>> সিকান্দর আবু জাফর
ঙ. বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা >>> শামসুর রাহমান |
:: মুক্তিযুদ্ধভিত্তিক পাঁচটি উপন্যাস হলো:
১. হাঙর নদী গ্রেনেড – সেলিনা হোসেন
২. নেকড়ে অরণ্য – শওকত ওসমান
৩. নিষিদ্ধ লোবান – সৈয়দ শামসুল হক
৪. ফেরারী সূর্য – রাবেয়া খাতুন
৫. রাইফেল রোটি আওরাত – আনোয়ার পাশা |
আরো পড়ুন:
বাংলা সাহিত্যের ইতিহাস
বাংলা ভাষা ও সাহিত্য পদ প্রকরণ
ভাষা ও সাহিত্য প্রকৃতি ও প্রত্যয়