📣চলছে প্রো-অফার!!! ইশিখন.কম দিচ্ছে সকল অনলাইন-অফলাইন কোর্সে সর্বোচ্চ ৬০% পর্যন্ত ছাড়! বিস্তারিত

Pay with:

প্রথম আলো সম্পাদকীয় (২২/০৩/২০১৬)

অতীতের ভুল থেকে শিক্ষা নিয়েই এগোতে হবে
Have to proceed taking lesson from the past
নতুন গভর্নরের চ্যালেঞ্জ
Challenge for New Governor

===

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ফজলে কবির যথার্থভাবেই রিজার্ভ থেকে চুরি হওয়া ৮ কোটি ১০ লাখ ডলার ফেরত আনাকে তাঁর এক নম্বর অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করেছেন।
Fazle Kabir, new governor of Bangladesh Bank, has appropriately branded recovering the stolen currency of 8 crore 10 lac dollars as the topmost priority.

গত রোববার দায়িত্ব নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। কিন্তু কীভাবে একে বাস্তবে রূপ দেওয়া যাবে, সেটাই এখন বড় প্রশ্ন।
After assuming office on Sunday last, in a press briefing, he told so but how it can be implemented remains the prime concern.

এ ক্ষেত্রে প্রথমেই যে কাজটি করতে হবে, তা হলো কেন্দ্রীয় ব্যাংকের অর্থ চুরির সঙ্গে জড়িত দেশি ও বিদেশি চক্রকে চিহ্নিত করা।
In this case, the first drive should be identifying native and foreign culprits involved in this theft incidence.

ব্যাংক থেকে পাচার হওয়া অর্থ ফিলিপাইনের কোন ব্যাংকের কোন কোন হিসাবে স্থানান্তরিত এবং সেখান থেকে কীভাবে সেই অর্থ দেশীয় মুদ্রায় রূপান্তরিত হয়েছে, সেসব ফিলিপাইন সরকারের তদন্তে এসেছে।
How the stolen fund was transferred in different accounts, banks of Philippine and in what way the capital turned into native currency have come to the probe report of Philippine Government.

অনেকে সেখানে সন্দেহভাজনদের তালিকায় এসেছেন।
Many of them have been enlisted as suspects.

কিন্তু বাংলাদেশ থেকে কীভাবে উল্লিখিত অর্থ চুরি হলো, কিংবা সেই চুরির সঙ্গে কারা জড়িত, তা এখনো অনুদ্ঘাটিত।
But, how the currency was stolen from Bangladesh or who the people are involved in this burglary is yet to be revealed.

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনের নেতৃত্বে গঠিত তিন সদস্যের কমিটি ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।
Meanwhile, the three members committee headed by former Bank governor Farsah Uddin ,has already launched investigation.

মোহাম্মদ ফরাসউদ্দিন কাজটিকে দুরূহ বললেও দেশের স্বার্থে সেই দায়িত্ব নিজেদের কাঁধে নিয়েছেন বলে মন্তব্য করেছেন।
Despite mentioning it to be Achilles-hills, Mohammad Farsah Uddin has taken the charge for the sake of the country.

তাঁর এই বক্তব্য আশাব্যঞ্জক।
His briefing is optimistic.

এ ছাড়া সিআইডি আলাদা তদন্ত করছে এবং প্রয়োজনে বিদেশি সংস্থার সহায়তা নেওয়ার কথা বলেছে।
Moreover, CID is performing separate investigation and has called for aid of the foreign organizations in need.

প্রত্যাশা থাকবে, সংশ্লিষ্ট কমিটি ও সংগঠন নির্ধারিত সময়ে তদন্তকাজ শেষ করবে এবং সত্য উদ্ঘাটিত হবে।
Expect that the concerned committee and organizations will terminate probe on time and the truth will come to light.

এ ছাড়া গভর্নর ফজলে কবির ভবিষ্যতে চুরি বন্ধ এবং কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের মনোবল ফিরিয়ে আনার ওপর জোর দিয়েছেন।
Further Fazle Kabir has emphasized on the halt to the future larceny and to keep hold of the will-power of Bangladesh Bank officials.

চুরি বন্ধ করার ক্ষেত্রে দুটি বিষয়ে গুরুত্ব দেওয়া প্রয়োজন।
Two issues should catch topmost importance to stop larceny.

ব্যাংকিং ব্যবস্থার প্রযুক্তিগত ত্রুটি বা দুর্বলতাগুলো অবিলম্বে কাটিয়ে ওঠা এবং সেই প্রযুক্তি ব্যবহারের জন্য দক্ষ ও অভিজ্ঞ জনবল তৈরি করা।
To get rid from the technological blunder or weak points in no time and to fabricate skilled and experienced man power.

বাংলাদেশ ব্যাংকে গভর্নর বর্ণিত ‘ওয়েক আপ কল’ তখনই সার্থক হবে, যখন দেশের ব্যাংকিং ব্যবস্থায় নিশ্ছিদ্র নিরাপত্তা গড়ে তোলা যাবে।
The wake-up call described by Bangladesh Bank governor will be successful when indissoluble safety shield can be formed.

অতীতের ভুল থেকে শিক্ষা নিয়েই এগোতে হবে।
We have to proceed on taking lessons from the past.

   
   

0 responses on "প্রথম আলো সম্পাদকীয় (২২/০৩/২০১৬)"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved