📣চলছে প্রো-অফার!!! ইশিখন.কম দিচ্ছে সকল অনলাইন-অফলাইন কোর্সে সর্বোচ্চ ৬০% পর্যন্ত ছাড়! বিস্তারিত

Pay with:

অনুবাদ চর্চা : The Daily Star সম্পাদকীয়র (পার্ট – 1 )

A highway to growth
উন্নয়নের মহাসড়ক
Proper maintenance crucial
যথাযথ রক্ষণাবেক্ষণ অত্যাবশ্যক
The expanded four-lane highways connecting Dhaka with Chittagong and Mymensingh would make travel faster and easier, and advance trade, export and import, contributing to the GDP.
ঢাকা – চট্টগ্রাম , ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক চার লেনে উন্নতিকরণ ভ্রমণকে আরো দ্রুততর ও সহজতর করবে এবং ব্যবসা-বাণিজ্য, আমাদানি- রপ্তানির উন্নয়ন ঘটাবে যেটি দেশের জিডিপিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
We congratulate the government for implementing the mega projects that will significantly benefit the business communities as well as ordinary people.
এই মেগা প্রকল্প দুটি বাস্তবায়ন করায় আমরা সরকারকে অভিনন্দন জানায় কেননা এগুলোর মাধ্যমে ব্যবসায়ীরা ও সাধারণ জনগণ ব্যাপকভাবে উপকৃত হবে।

About 95 percent of the exported and imported garment products are transported through the Dhaka-Chittagong highway.
পোশাক শিল্পের প্রায় ৯৫% পণ্যের আমদানি ও রপ্তানির জন্য ঢাকা -চট্টগ্রাম মহাসড়ক ব্যবহৃত হয় ।
Dubbed as the economic corridor of the country, the two lane highway, now expanded to four lanes, with a daily traffic of around 30,000, was notorious for traffic snarl ups, causing travel time between the capital and the commercial city to go as high as 15 hours during holidays, a trip that should not take more than 5 hours.
দেশের অর্থনৈতিক করিডর হিসেবে খ্যাত দুই লেনের মহাসড়কটি এখন ৪লেনে উন্নীত করা হয়েছে যেখানে প্রতিদিন প্রায় ৩০হাজার যানবহন যাতায়াত করে ফলে অসহ্যকর দীর্ঘ যানজট সৃষ্টি হয়। তাছাড়া ছুটির দিনগুলোতে রাজধানী থেকে বাণিজ্যিক নগরীতে যেতে ১৫ ঘণ্টার অধিক সময় লাগে যেটি ৫ ঘণ্টার বেশি লাগার কথা না।
Hopefully that’s going to change now.
আমরা আশা করছি এখন এই অবস্থার উন্নীত হবে।
Physical infrastructure such as these is a precondition for industrialisation and economic development.
শিল্পায়ন ও অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত অবকাঠামোর উন্নয়ন ।
However, a number of measures will have to be taken to reap the benefits of the new freeways such as barring slow moving vehicles, checking reckless driving, installing proper signage along the road and constructing adequate number of overpasses, flyovers and bridges which will take time.
যাহোক, সম্প্রসারিত নতুন মহাসড়কগুলো থেকে সুফল পেতে আমাদের বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে যেমন: ধীর গতির যানবহন নিষিদ্ধ করণ , বেপরোয়া গাড়ি চালোনা পর্যবেক্ষণ ও কমানো, রাস্তার পাশে যথাযথ সংকেত স্থাপন এবং পর্যাপ্ত পরিমাণ ওভারপাস , উড়ালসেতু, ও সেতু নিমার্ণ
করা যেটি করতে একটু সময় লাগবে।
Meanwhile, small, easy-to-enforce steps like banning illegal parking and bazaars on the roadside would make the new-built highways safer and more user-friendly.
উল্লেখ্য , ছোট কিন্তু সহজপ্রয়োগযোগ্য কিছু পদক্ষেপ যেমন অবৈধ পাকিং নিষিদ্ধকরণ ও রাস্তার পাশের বাজারগুলো উচ্ছেদ করলে নির্মিত নতুন মহাসড়কটি আরো নিরাপদ ও জনবান্ধব হবে।

   
   

0 responses on "অনুবাদ চর্চা : The Daily Star সম্পাদকীয়র (পার্ট - 1 )"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved