এসএসসি পড়ালেখা || বাংলা ১মপত্র অধ্যায় – ৪: গদ্য – অভাগীর স্বর্গ

এসএসসি (ssc) বা মাধ্যমিকি || বাংলা ১মপত্র
অধ্যায় – ৪: গদ্য – অভাগীর স্বর্গ
১.

‘এইখানে বসিয়াই তাহাকে খেলাধুলার সাধ মিটাইতে হইয়াছে’ – এখানে কাঙালীর কোথায় বসে খেলাধুলার সাধ মেটানোর কথা বলা হয়েছে?

Ο ক)

ঘরের মেঝেতে

Ο খ)

মায়ের কোলে

Ο গ)

বাড়ির উঠানে

Ο ঘ)

বিছানার উপরে

সঠিক উত্তর: (খ)

২.

কুটির প্রাঙ্গণে বেলগাছটা কে লাগিয়েছিল?

Ο ক)

দারোয়ান

Ο খ)

জমিদার

Ο গ)

কাঙালীর মা

Ο ঘ)

কাঙালী

সঠিক উত্তর: (গ)

৩.

কাঙালীর মা কাঙালীকে কাজে না পাঠিয়ে কী শোনালেন?

Ο ক)

ছড়া

Ο খ)

নীতিবাক্য

Ο গ)

রূপকথা

Ο ঘ)

জীবন কাহিনী

সঠিক উত্তর: (গ)

৪.

অসুস্থ অভাগী কাকে ডেকে আনতে কাঙালীকে বলেছিল?

Ο ক)

বিন্দির মাকে

Ο খ)

নাপতে বৌদিকে

Ο গ)

রসিক দুলেকে

Ο ঘ)

রাখালের মাকে

সঠিক উত্তর: (গ)

৫.

মুখুয্যের স্ত্রীর স্বর্গারোহণ দেখে কাঙালীর মার অবস্থা কেমন হলো?

Ο ক)

তার কান্না পেল

Ο খ)

আনন্দে আত্মহারা হলো

Ο গ)

দেখেই জ্ঞান হারাল

Ο ঘ)

বুক ফুলে উঠতে লাগল

সঠিক উত্তর: (ঘ)

৬.

‘অভাগীর স্বর্গ’ গল্পে ঠাকুরদাস মুখুয্যের বর্ষীয়সী স্ত্রী মারা গিয়েছিল কোন রোগে?

Ο ক)

খেতে না পেয়ে

Ο খ)

জ্বরে

Ο গ)

কলেরায়

Ο ঘ)

বসন্তে

সঠিক উত্তর: (খ)

৭.

‘সব ব্যাটারাই এখন বামুন-কায়েত হতে চায়।’ এ কথায় প্রকাশিত হয়েছে –

Ο ক)

বিরক্তি

Ο খ)

বিদ্রূপ

Ο গ)

ক্রোধ

Ο ঘ)

ঘৃণা

সঠিক উত্তর: (খ)

৮.

লেখক ‘অভাগীর স্বর্গ’ গল্পে কোনটিকে বিস্ময়ের বস্তু বলেছেন?

Ο ক)

রসিক দুলের আচরণকে

Ο খ)

অভাগীর স্বপ্ন দেখাকে

Ο গ)

অভাগীর কাঙালীর মা হয়ে বেঁচে থাকাকে

Ο ঘ)

অধর রায়ের আচরণকে

সঠিক উত্তর: (গ)

৯.

কাঙালী কী বাঁধা দিয়ে কবিরাজকে এক টাকা প্রণামী দিল?

Ο ক)

ঘটি

Ο খ)

বাটি

Ο গ)

পিতলের কাঁসি

Ο ঘ)

খাবারের থালা

সঠিক উত্তর: (ক)

১০.

‘দাও বাবা, দাও একটু পায়ের ধুলো’ – কে বলেছিল?

Ο ক)

রাখালের মা

Ο খ)

নাপতে বৌদি

Ο গ)

বিন্দির পিসী

Ο ঘ)

কাঙালী

সঠিক উত্তর: (গ)

১১.

মৃত্যুপথযাত্রী অভাগী তার অবশ বাহু শয্যার বাইরে বাড়িয়ে হাত পাতল কেন?

Ο ক)

স্বামীর পায়ের ধুলো নিতে

Ο খ)

পানির গ্লাস হাতে নিতে

Ο গ)

ঔষধ হাতে নেবার জন্যে

Ο ঘ)

স্বামীর হাত ধরার জন্য

সঠিক উত্তর: (ক)

১২.

প্রসন্ন শব্দের বিপরীত শব্দ কোনটি?

Ο ক)

বিষণ্ন

Ο খ)

খুশি

Ο গ)

মালিন্য

Ο ঘ)

উচ্ছ্বাস

সঠিক উত্তর: (ক)

১৩.

নিচের যে বক্তব্যে কাঙালীর ‘মাতৃভক্তি’ প্রকাশ পায় তা হলো –

i. মা বলে গেছে তেনাকে আগুন দিতে

ii. বাবা এসেছে! পায়ের ধুলো নেবে যে –

iii. তুই বড়ি ত খেলি নে মা, উনুনে ফেলে দিলি

নিচের কোনটি সঠিক?

Ο ক)

i ও ii

Ο খ)

ii ও iii

Ο গ)

i ও iii

Ο ঘ)

i, ii ও iii

সঠিক উত্তর: (গ)

১৪.

বামুন-মা কোথায় যাচ্ছে?

Ο ক)

শ্বশুর বাড়ি

Ο খ)

স্বর্গে

Ο গ)

নরকে

Ο ঘ)

বাবার বাড়ি

সঠিক উত্তর: (খ)

১৫.

নিস্তব্ধ শব্দের সমার্থক শব্দ কোনটি?

Ο ক)

নিশ্চল

Ο খ)

কোলাহল

Ο গ)

বাচাল

Ο ঘ)

সবাক

সঠিক উত্তর: (ক)

১৬.

শরৎচন্দ্র কত সাল থেকে নিয়মিতভাবে সাহিত্যসাধনা করতে থাকেন?

Ο ক)

১৯১৬

Ο খ)

১৯০৩

Ο গ)

১৯৩৬

Ο ঘ)

১৯২০

সঠিক উত্তর: (ক)

১৭.

‘অভাগীর স্বর্গ’ গল্পে নাপতে বৌদির কাছ থেকে কাঙালীকে অভাগী কী নিয়ে আসতে বলল?

Ο ক)

আলতা

Ο খ)

শাড়ি

Ο গ)

চাল

Ο ঘ)

নুন

সঠিক উত্তর: (ক)

১৮.

অভাগীর শবদাহের জন্যে রসিক বেলগাছ কাটতে গেলে দারোয়ান বাঁধা দিল কেন?

Ο ক)

দুলের মৃতদেহ পোড়ানোর নিয়ম নেই বলে

Ο খ)

শাস্ত্রমতে বেলগাছ কাটা পাপ বলে

Ο গ)

রসিকের খাজনা বাকি ছিল বলে

Ο ঘ)

গাছটা জমিদারের ছিল বলে

সঠিক উত্তর: (ক)

১৯.

কাঙালীর মা কাঙালীকে কি বলতে চাইল?

Ο ক)

রূপকথা

Ο খ)

উপন্যাস

Ο গ)

ছোটগল্প

Ο ঘ)

নিজের কথা

সঠিক উত্তর: (ক)

২০.

‘শ্রাদ্ধ’ আনুষ্ঠানিক কোন ধর্মের সাথে সংগতিপূর্ণ?

Ο ক)

ইসলাম ধর্ম

Ο খ)

খ্রিস্টান ধর্ম

Ο গ)

হিন্দু ধর্ম

Ο ঘ)

বৌদ্ধ ধর্ম

সঠিক উত্তর: (গ)

২১.

সকলের অবধারিত দিক কোনটি?

Ο ক)

ইহলোক

Ο খ)

পরলোক

Ο গ)

স্বর্গলোক

Ο ঘ)

ভূলোক

সঠিক উত্তর: (গ)

২২.

কাঙালী খেলাধুলার সাধ কীভাবে মিটাত?

Ο ক)

মাঠে

Ο খ)

পিতৃক্রোড়ে

Ο গ)

মাতৃক্রোড়ে

Ο ঘ)

সঙ্গীদের সাথে

সঠিক উত্তর: (গ)

২৩.

কাঙালরি মা চোখের জল মুছতে মুছতে কোথায় গিয়ে উপস্থিত হলো?

Ο ক)

শ্মশানে

Ο খ)

বাজারে

Ο গ)

বাড়িতে

Ο ঘ)

মন্দিরে

সঠিক উত্তর: (ক)

২৪.

শরচৎচন্দ্র চট্টোপাধ্যায় ভারতের কোন রাজ্যে জন্মগ্রহণ করেন?

Ο ক)

পশ্চিমবঙ্গে

Ο খ)

উত্তরবঙ্গে

Ο গ)

দক্ষিণবঙ্গে

Ο ঘ)

পূর্ববঙ্গে

সঠিক উত্তর: (ক)

২৫.

‘দুলের মড়ার কাঠ কি হবে শুনি?’ – অধরের এ উক্তিতে প্রকাশ পেয়েছে –

i. অবজ্ঞা

ii. অহংকার

iii. জাতিভেদে বিশ্বাস

নিচের কোনটি সঠিক?

Ο ক)

i ও ii

Ο খ)

ii ও iii

Ο গ)

i ও iii

Ο ঘ)

i, ii ও iii

সঠিক উত্তর: (গ)

২৬.

মৃত ব্যক্তির অন্ত্যেষ্টিক্রিয়ার উপকরণসমূহ –

i. কাঠ ও চন্দনের টুকরা

ii. ঘৃত, মধু ও আলতা

iii. ধূপ, ধুনা ও সিঁদুর

নিচের কোনটি সঠিক?

Ο ক)

i ও ii

Ο খ)

ii ও iii

Ο গ)

i ও iii

Ο ঘ)

i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

২৭.

‘অভাগীর স্বর্গ’ গল্পে সদ্য-প্রজ্বলিত চিতার অজস্র ধোঁয়া কী রঙের ছায়া ফেলে ঘুরে ঘুরে আকাশে উঠছিল?

Ο ক)

লাল রং

Ο খ)

হলুদ রং

Ο গ)

নীল রং

Ο ঘ)

সবুজ রং

সঠিক উত্তর: (গ)

২৮.

সমাজের জাতপাতের বিভাজনের জন্য দায়ী কারা?

Ο ক)

উঁচু শ্রেণির লোক

Ο খ)

নীচু শ্রেণির লোক

Ο গ)

উঁচু-নীচু সবাই

Ο ঘ)

মধ্যবিত্ত শ্রেণি

সঠিক উত্তর: (ক)

২৯.

কাঙালী প্রথমবারের মতো অপটু হাতে কী করতে প্রবৃত্ত হয়েছিল?

Ο ক)

কাপড় ধুতে

Ο খ)

ভাত রাঁধতে

Ο গ)

চুলা জ্বালাতে

Ο ঘ)

ঘর ঝাড়ু দিতে

সঠিক উত্তর: (খ)

৩০.

‘অভাগীর স্বর্গ’ গল্পে কে স্থানীয় লোক নয়?

Ο ক)

রসিক দুলে

Ο খ)

ঠাকুরদাস মুখুয্যে

Ο গ)

বিন্দির মা

Ο ঘ)

জমিদার

সঠিক উত্তর: (ঘ)

৩১.

১৫ সেপ্টেম্বর ও ১৬ জানুয়ারির সাথে শরৎচন্দ্রের সাদৃশ্য রয়েছে –

Ο ক)

জন্ম ও মৃত্যুতে

Ο খ)

জন্ম ও বিবাহে

Ο গ)

বিবাহ ও মৃত্যুতে

Ο ঘ)

মৃত্যু ও বার্মায় গমনে

সঠিক উত্তর: (ক)

৩২.

পেয়াদাদের সম্পর্কে কোন কথা কর্তার গোচর করতে পারলে তার প্রতিবিধান হবে বলে কাঙালীর বিশ্বাস?

Ο ক)

অত্যাচারের কথা

Ο খ)

ঘুষ নেয়ার কথা

Ο গ)

খাজনা চুরির কথা

Ο ঘ)

কাজকর্মে ফাঁকি দেয়ার কথা

সঠিক উত্তর: (খ)

৩৩.

মড়া-পোড়ানো বললে কী হয়?

Ο ক)

পুণ্য

Ο খ)

ব্যাধি

Ο গ)

পাপ

Ο ঘ)

অমঙ্গল

সঠিক উত্তর: (গ)

৩৪.

কাঙালীর মা কখন মারা যায়?

Ο ক)

ভোরে

Ο খ)

দুপুরে

Ο গ)

বিকেলে

Ο ঘ)

রাতে

সঠিক উত্তর: (ঘ)

৩৫.

‘বিন্দুর ছেলে’ গ্রন্থের লেখক কে?

Ο ক)

মানিক বন্দ্যোপাধ্যায়

Ο খ)

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

Ο গ)

রবীন্দ্রনাথ ঠাকুর

Ο ঘ)

হুমায়ুন আহমেদ

সঠিক উত্তর: (খ)

৩৬.

কোন কথা কাঙালীর বুকে তীরের মতো বিঁধল?

Ο ক)

কাঙালীর হাতের আগুনের লোভে ও যেন প্রাণটা দিল

Ο খ)

শালা, একি তোর বাপের গাছ যে কাটতে লেগেছিস?

Ο গ)

দুলে! দুলের মড়ার কাঠ কি হবে শুনি?

Ο ঘ)

মাকে নিয়ে নদীর চড়ায় পুঁতে ফেলগে যা

সঠিক উত্তর: (ক)

৩৭.

ঠাকুরদাস মুখোপাধ্যায় তৎকালীন সমাজে কাদের প্রতিনিধিত্ব করে?

Ο ক)

ধনিক শ্রেণির

Ο খ)

বণিক শ্রেণির

Ο গ)

ভোগবাদী শ্রেণির

Ο ঘ)

সামন্ত শ্রেণির

সঠিক উত্তর: (ঘ)

৩৮.

‘অভাগীর স্বর্গ’ গল্পটির রচয়িতা কে?

Ο ক)

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

Ο খ)

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

Ο গ)

বিভূতিভূষণ চট্টোপাধ্যায়

Ο ঘ)

মানিক চট্টোপাধ্যায়

সঠিক উত্তর: (ক)

৩৯.

‘অভাগীর স্বর্গ’ গল্পে কাঙালীর খিদে পেয়েছিল কখন?

Ο ক)

দুপুরে

Ο খ)

রাতে

Ο গ)

সকালে

Ο ঘ)

সন্ধ্যায়

সঠিক উত্তর: (ক)

৪০.

‘অভাগী তাহার অভাগ্য ও শিশুপুত্র কাঙালীকে লইয়া গ্রামেই পড়িয়া রইল’ – কেন?

Ο ক)

স্বামী পরিত্যক্তা হওয়ায়

Ο খ)

স্বামী মারা যাওয়ায়

Ο গ)

কাঙালীর বায়নার কারণে

Ο ঘ)

স্বামীর কড়া নির্দেশে

সঠিক উত্তর: (ক)

৪১.

অভাগী ছেলের হাতের আগুনকে কিসের সাথে তুলনা করেছে?

Ο ক)

স্বর্গ

Ο খ)

রথ

Ο গ)

হরি

Ο ঘ)

অমৃত

সঠিক উত্তর: (গ)

৪২.

প্রতিবেশীরা অভাগীর চিকিৎসার ব্যাপারে যে যে নিয়ম বলেছিল –

i. গাছের শিকড় মধু মিশিয়ে খাওয়ায়

ii. হরিণের শিঙ-ঘষা জল খাওয়ায়

iii. গেঁটে-কড়ি পুড়ে মধু মিশিয়ে চাটা

নিচের কোনটি সঠিক?

Ο ক)

i ও ii

Ο খ)

ii ও iii

Ο গ)

i ও iii

Ο ঘ)

i, ii ও iii

সঠিক উত্তর: (খ)

৪৩.

কাঙালীর মা কোনটিকে স্বর্গের রথ ভেবেছিল?

Ο ক)

আগুনকে

Ο খ)

আলতাকে

Ο গ)

চিতার কাঠকে

Ο ঘ)

ধোঁয়াকে

সঠিক উত্তর: (ঘ)

৪৪.

কাঙালী কিছু ছুঁয়ে ফেলেছে কিনা এজন্য অধর রায় কী ছড়িয়ে দিতে বললেন?

Ο ক)

গোবর জল

Ο খ)

পুকুরের জল

Ο গ)

গোলাপের জল

Ο ঘ)

নলকূপের জল

সঠিক উত্তর: (ক)

৪৫.

‘যারা নদীতে মাছ ধরে’ তাদের কী বলা হয়?

Ο ক)

কামার

Ο খ)

কৈবর্ত

Ο গ)

কুমার

Ο ঘ)

নরসুন্দর

সঠিক উত্তর: (খ)

৪৬.

রোমাঞ্চ শব্দের অর্থ প্রকাশিত হয়েছে নিচের কোনটিতে?

Ο ক)

শিহরণ

Ο খ)

ব্যথা

Ο গ)

কল্পনা

Ο ঘ)

অলীক ভাবনা

সঠিক উত্তর: (ক)

৪৭.

কাঙালীর মা অন্য গ্রাম থেকে ফিরবার পথে কাঙালীকে কার কাছে যেতে বলেছিল?

Ο ক)

বিন্দির মার

Ο খ)

রাখালের মার

Ο গ)

নাপতে বৌদির

Ο ঘ)

বামুনের মার

সঠিক উত্তর: (গ)

* উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ৩টি প্রশ্নের উত্তর দাও:

শিহাবের বাবা নেই। মা স্কুলে চাকরি করেন। সারাদিন স্কুলে পড়িয়ে ক্লান্ত হয়ে বাড়ি ফেরেন। তারপর তিনি শিহাবের কাছে ঠান্ডা পানি খেতে চান। শিহাব অনেক দূরে বরফ কল থেকে বরফ এনে মাকে ঠান্ডা পানি খাওয়ার ব্যবস্থা করে দেয়।

৪৮.

উদ্দীপকের সাথে তোমার পড়া কোন রচনার মিল আছে?

Ο ক)

আম আাঁটির ভেঁপু

Ο খ)

নিমগাছ

Ο গ)

অভাগীর স্বর্গ

Ο ঘ)

ফুলের বিবাহ

সঠিক উত্তর: (গ)

৪৯.

উদ্দীপকের শিহাব চরিত্রটি উক্ত গল্পের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে?

Ο ক)

রসিক দুলে

Ο খ)

জমিদার

Ο গ)

বিন্দির পিসি

Ο ঘ)

কাঙালী

সঠিক উত্তর: (ঘ)

৫০.

উক্ত গল্পের যে এটি উদ্দীপকে ফুটে উঠেছে –

i. মায়ের প্রতি সন্তানের ভালোবাসা

ii. মায়ের প্রতি সন্তানের কর্তব্যবোধ

iii. মায়ের ঋণ পরিশোধ

নিচের কোনটি সঠিক?

Ο ক)

i

Ο খ)

ii

Ο গ)

iii

Ο ঘ)

ii ও iii

সঠিক উত্তর: (ক)

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline