৪০ তম লিখিত প্রস্তুতি -বাংলাদেশের শ্রমবাজার ও রেমিটেন্স
বাংলাদেশের শ্রমবাজার ও
————- রেমিটেন্স।
::প্রবাসী সংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান ৫ম।প্রবাসীদের পাঠানো রেমিটেন্স আহরণে বাংলাদেশ বর্তমান বিশ্বে ১০ম এবং দক্ষিণ এশিয়ার মাঝে ৩য় স্থানে রয়েছে।
উৎসঃ ফেক্টবুক ২০১৬, বিশ্বব্যাংক।
::সারাবিশ্বে প্রায় ১ কোটি বাংলাদেশী বৈধভাবে চাকরি নিয়ে বসবাস করছেন, যার প্রায় ৮০% ই আছেন মধ্যপ্রাচ্যে।
মধ্যপ্রাচ্যে বাংলাদেশের শ্রমশক্তি নিম্নরুপঃ
দেশ
————শতকরা হার
সৌদি আরব
——- ৩৬
সংযুক্ত আরব আমিরাত——–৩০
মালয়েশিয়া
———২০
সিঙ্গাপুর
—————১০
অন্যান্য
৪
উৎসঃ বোয়েসেল।
::২০১৫ সালে প্রায় ৫.৫৫ লাখ বাংলাদেশী নাগরিক কাজের সন্ধানে বিদেশে গমণ করেছে, যার মাঝে সবচেয়ে বেশি প্রায় ১২৯৮৫৯ জন নাগরিক ওমানে গমণ করেছেন।
উৎসঃ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
::দেশে কর্মক্ষম লোকের সংখ্যা ৬.১০ কোটি, যার মাঝে প্রায় ১ কোটি বাংলাদেশী বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত রয়েছে।যদি বৈদেশিক কর্মসংস্থান না হতো তাহলে দেশে বেকারত্বের হার ১৮-২০% বৃদ্ধি পেত।
উৎসঃ শ্রমশক্তি জড়িপ ২০১৩।
::বিভিন্ন অর্থবছরে রেমিটেন্স প্রাপ্তিঃ
অর্থবছর
—রেমিটেন্স
(বিলিয়ন ডলার)
২০১০-১১
—– ১১.৬৫
২০১১-১২
—–১২.৮৪
২০১২-১৩
—-১৪.৪৬
২০১৩-১৪
—-১৪.২৯
২০১৪-১৫
—–১৫.০০
উৎসঃ বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৫।
::বৈদেশিক মুদ্রার স্থিতিঃ
তারিখ
———– স্থিতি
(বিলিয়ন ডলার)
৩০.০৬.১২
১০.৩৬
৩০.০৬.১৩
১৫.৩২
৩০.০৪.১৪
— ২০.৩৭
৩০.০৪.১৫
— ২৪.০৭
উৎসঃ বাংলাদশে অর্থনৈতিক সমীক্ষা ২০১৫।
::২০১০ সালে বাংলাদশের রেমিটেন্স প্রাপ্তির পরিমাণ ছিল ১১ বিলিয়ন মার্কিন ডলার, ২০১৫ সালে তা দাড়ায় ১৫ বিলিয়ন মার্কিন ডলার।
উৎসঃ বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৫।
::২০১৪-১৫ অর্থবছরে দেশে আমদানীর পরিমাণ ছিল ৪৯.৬৮ বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ।একই সময়ে বাংলাদেশে বৈদেশিক মুদ্রা অর্জিত হয়েছিল ৪০ বিলিয়ন ডলারের মতো।এর মাঝে শুধু রেমিটেন্স বাবদ এসেছিল ১৫.৩১ বিলিয়ন মার্কিন ডলার।
উৎসঃ বাংলাদেশ ব্যাংক।
::বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৬ বিলিয়ন ডলার ছাড়িয়েছে আগস্ট ২০১৫ তেই।
উৎসঃ বাংলাদেশ ব্যাংক।
::বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ২৭ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।
উৎসঃ প্রধানমন্ত্রীর ভাষণ, ১২ জানুয়ারি ২০১৬।
::দেশের জিডিপিতে রেমিটেন্সের অবদান ১০% এরও বেশি।
উৎসঃ বাংলাদেশ ব্যাংক।
::দেশে প্রতিবছর রেমিটেন্স থেকে ২৫% টাকা বিনিয়োগ হচ্ছে।
উৎসঃ বিবিএস ২০১৪।
আরো পড়ুন:
0 responses on "৪০ তম লিখিত প্রস্তুতি -বাংলাদেশের শ্রমবাজার ও রেমিটেন্স"