৩৮ তম বিসিএস প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা প্রস্তুতি
টীকা লিখুন :OIC
By >> Abdur Razzaque Abr
OIC- এর পূর্ণরূপ- Organization of Islamic Cooperation
উদ্দেশ্য: মুসলিম দেশগুলোর মধ্যে পারস্পারিক সহযোগিতা, ইসরাইল বিরোধি সংগঠন।
OIC এর আদিনাম- Organization of theIslamic Conference.
OIC প্রতিষ্ঠিত হয় ২৫ সেপ্টেম্বর,১৯৬৯ সালে।
প্রতিষ্ঠাকালীন সদস্য — ২৪।
OIC এর বর্তমান সদস্য- ৫৭ টি।
OIC এর সর্বশেষ সদস্য-আইভোরিকোস্ট (২০০১)।
OIC এর সদর দপ্তর- জেদ্দা, সৌদিআরব।
বাংলাদেশ OIC এর সদস্য পদ লাভকরে- ১৯৭৪ সালে।
OIC সম্মেলন ৩ বছর পর পর বসে।
OIC এর পর্যবেক্ষক দেশ হলো —
রাশিয়া, থাইল্যান্ড,সাইপ্রাস, বসনিয়া -হার্জেগভিনিয়া।
OIC এর প্রথম মহাসচিব টেংকুআব্দুর রহমান (মালয়েশিয়া) ।
বর্তমান মহাসচিব সৌদি আরবের ইয়াদ বিন আমিন মাদানি (২০১৪- বর্তমান)।
অমুসলিম রাষ্ট্র হয়েও OIC এর সদস্য
– উগান্ডা, ক্যামেরুন,বেনিন, সুরিনাম, গায়না ও মোজাম্বিক। ওআইসি ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘের স্থায়ী প্রতিনিধিত্বমূলক সংস্থা।
ওআইসির একটি জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি দল রয়েছে,
এবং বৃহত্তম রাষ্ট্রসংঘের বাইরে আন্তর্জাতিক সংগঠন।
.
ওআইসির অফিসিয়াল ভাষা আরবি, ইংরেজী, এবং ফরাসি।