৩৮ তম বিসিএস প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা প্রস্তুতি , পার্ট – ১১

. বিজ্ঞানের অনেক কেন’র উত্তর পাবেন এখানে
১.কোন বস্তু পানিতে ভাসে বা ডুবে যায় কেন?
.
উত্তর: দুইটি পরস্পর বিরুদ্ধ শক্তির ক্রিয়ায় অর্থাত্ বস্তুটির নিজের ওজনের প্রভাব(যা বস্তুকে পানির নিচে নিতে চায় ) এবং বস্তু কর্তৃক অপসারিত পানির উধ্বমুখী চাপের প্রভা্বেই বস্তু পানিতে ভাসে বা ডুবে যায়। বস্তুর ওজন পানির চাপের সমান বা কম হলে তা ভাসে;অন্যথায় তা ডুবে যাবে।
.
২. গ্রীষ্মকালে ফ্যানের বাতাস অধিক ঠান্ডা অনুভব হয় কেন?
.
ত্বকের অজস্র ছিদ্র বেরিয়ে আসা ঘামের বাষ্পীভবন( প্রযোজনীয় উত্তাপ ঘাম থেকে সরবরাহ করে তাপ হারানোর ঘামের উষ্ণতা কমে যাওয়ার মা্ধ্যমে ) ঘটে বলে।
.
৩. পাহাড়ে বা উঁচু স্থানে ওঠা কষ্ট,কিন্তু নামা সহজ কেন?
.
উত্তর: উপরে উঠতে মাধ্যাকর্ষণ বলের বিপরীতে নিজেদের শরীরের তার তুলতে হয়, শরীরের পেশীসমূহকে বেশি কাজ করতে হয় এবং হৃদপিন্ড থেকে কার্বন-ডাই-অক্সাইড বের করে অক্সিজেন পূরণের জন্য ফুসফুসকেও বেশি পরিশ্রম করতে হয় বলে তা বেশ কষ্টসাধ্য ।কিন্তু নামার ক্ষেত্রে বিপরীত অবস্থার কারণে তা সহজ।
.
৩.””ফল পাকলে খেতে মিষ্টি হয় কেন…..?””

.
কাচা ফলে শ্বেতসার, জৈব অম্ল ও ভিটামিন থাকে । ফল পাকতে শুরু করলে
শ্বেতসার ধীরে ধীরে ভেঙ্গে যায় এবং সবশেষে নানা ধরনের শর্করায় পরিনত হয় । ফল
পাকার সাথে সাথে শ্বেতসার কমতে থাকে এবং শর্করার পরিমাণ বাড়তে শুরু
করে । কাচা ফলের জৈব অম্লও ধীরে ধীরে শর্করায় পরিবর্তিত হয় । পাকা ফলে তাই অম্লের পরিমাণ কমে গিয়ে শর্করার পরিমাণ বেড়ে উঠে । সে কারণে ফল পাকলে খেতে মিষ্টি লাগে ।
.
৪। আকাশ নীল দেখায় কেন?
আমরা জানি সূর্যের সাদা আলো সাত রংয়ের সমন্বয়ে গঠিত । এর মধে্য লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশী ফলে বিক্ষেপন কম । আবার বেগুনী আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম কিন্তু বিক্ষেপন সবচেয়ে বেশী । ফলে যখন সূর্যের রশ্মি বায়ুমন্ডলের সুক্ষ্ম ধুলিকণা ও বিভিন্ন গ্যাস অনুতে বিশ্লিষ্ট হয় তখন বেগুনি, নীল ও আসমানি আলোর বিক্ষেপন বেশী হয় । যেহেতু নীল আলোর বিক্ষেপন মাঝামাঝি হিসেবে বিক্ষেপিত হয় ফলে আকাশে নীল আলোর প্রাচুর্য থাকে বেশী । ফলে আকাশ নীল দেখায়।
.
৫: সূর্যদয় ও সূর্যাস্তের সময় সূর্য লাল দেখা যায় কেন?
সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সূর্য দিগন্তরেখার কাছে থাকে । ফলে সূর্যরশ্মি পুরু বায়ুস্তর ভেদ করে আমাদের চোখে আসে ।আর এসময় বেগুণী,নীল ও আসমানি আলোর বিক্ষেপন বেশী হওয়ায় তা আমাদের চোখে পৌছে না । কিন্তু লাল আলোর বিক্ষেপন কম হওয়ায় তা বায়ুস্তর ভেদ করে আমাদের চোখে পৌছায় । ফলে সূর্যদয় ও সূর্যাস্তের সময় সূর্য লাল দেখায় ।
.
৬ : চাঁদের আলোতে গাছের সবুজ পাতা কেমন দেখায়?
চাদের আলো সাধারনত হলুদ হয় । আবার গাছের পাতা সবুজ হয় । গাছের সবুজ পাতা সবুজ বর্ণ বাদ দিয়ে অন্য যে কোন বর্ণকে শোষন করবে । ফলে যখন চাদের হলুদ আলো গাছের পাতায় পড়ে তখন গাছের সবুজ পাতা চাদের হলুদ আলোকে শোষন করে।ফলে কোন আলো প্রতিফলিত হয় না ।ফলে চাদের হলুদ আলোতে গাছের পাতা কালো দেখায় ।
উল্লেখ্য যে এক বর্ণ আলো অন্য বর্ণকে শোষন করে । ফলে এক বর্ণর বস্তু অন্য বর্ণের মাঝে কালো দেখায় । যেমন লাল আলো লাল ব্যতীত অন্য যে কোন আলোকে শোষন করবে । ফলে লাল বর্ণের মাঝে অন্য যে কোন বর্ণের বস্তু কালো দেখাবে ।
কোন বস্তু যখন সকল আলো প্রতিফলন করে তখন সেটি সাদা দেখায় আর যখন সকল আলো শোষন করে তখন সেটি কালো দেখায় ।
যেহেতু সাদা আলো সাত বর্ণের সমন্বয়ে গঠিত , অতএব সাদা আলো মৌলিক নয় যৌগিক ।
গাছের পাতায় থাকা ক্লোরোফিল সবুজ বর্ণের হওয়ায় এটি সবুজ ব্যতীত অন্য আলোকে শোষন করে ।ফলে গাছের পাতা সবুজ দেখায় ।

Leave a Reply

Need Help? Send a WhatsApp message now

Click one of our representatives below

Jannatul Ferdous
Jannatul Ferdous

Course Counsellor

I am online

I am offline

Md. Shamim Sweet
Md. Shamim Sweet

Course Counsellor

I am online

I am offline

Mehedi Hasan
Mehedi Hasan

Technical Support

I am online

I am offline

Rezaul Hasan Sarker
Rezaul Hasan Sarker

Course Counsellor

I am online

I am offline

Ariful Islam Aquib
Ariful Islam Aquib

Course Counsellor

I am online

I am offline

Syeda Nusrat
Syeda Nusrat

Course Counsellor

I am online

I am offline