৩৮ তম বিসিএস প্রিলি প্রস্তুতি , নদ নদী

৩৮ তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি

=== এই পোস্ট থেকে কমন থাকতে পারে ইনশাল্লাহ।
.
নদ-নদীর সংযোগ স্থল : এই টপিকস থেক প্রশ্ন আসে মাঝে মাঝে।

===
১. পদ্মা+যমুনা = গোয়ালন্দে (রাজবাড়ী) পদ্মা নাম ধারণ করেছে।
.
২.পদ্মা +মেঘনা = চাঁদপুরে মেঘনা নাম ধারণ করেছে।
.
৩.তিস্তা+ব্রক্ষপুত্র = গাইবান্ধায় ব্রহ্মপূত্র নামধারণ করেছে।
.
৪.ধলেশ্বরী+শীতলক্ষ্যা = নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নাম ধারণ করেছে।
.
৫.যুমনা+বাঙ্গালী = বগুড়ায় যমুনা নাম ধারণ করেছে।
.
৬.মেঘনা+পুরাতন ব্রহ্মপূত্র =কিশোরগঞ্জের ভৈরব বাজারে মেঘনা নাম ধারণ করেছে।
,
৭.সুরমা+কুশিয়ারা = মৌলভী বাজারের আজমিরিগঞ্জে মেঘনা নাম ধারণ । ভৈরব বাজারে
সুরমা ও কুশিয়ারার মিলিত স্রোতকে বলা হয় – কালনী।

/
) বাংলাদেশের অভ্যন্তরে উৎপত্তি ও সমাপ্তি নদী – হালদা ও সাঙ্গু – (হাসা)
.
) গঙ্গা ( পদ্মা) নদী প্রবাহিত হয়েছে – চীন,নেপাল,ভারত ও বাংলাদেশ।
.
) এশিয়ার সর্ববৃহৎ ‘ প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র’ – হালদা নদী(হালদার
উৎপত্তি- খাগড়াছড়ির বাদনাতলী পর্বতশৃঙ্গ)

¤¤¤বাংলাদেশের স্বীকৃতি¤¤¤

==
*প্রথম দেশ >>>ভারত
*প্রথম আরব দেশ >>>ইরাক
*প্রথম অনারব দেশ >>>মালয়েশিয়া
*প্রথম আফ্রিকান দেশ >>> সেনেগাল
*প্রথম ইউরোপীয় দেশ >>>পূর্ব জার্মানি,পোল্যান্ড
*প্রথম আমেরিকান দেশ >>>কানাডা
*প্রথম সমাজতান্ত্রিক দেশ >>> ,পোল্যান্ড

=

————
রাজা হর্ষবর্ধনের সময় বাংলাদেশ কতটি জনপদে বিভক্ত ছিল এবং জনপদগুলো কী কী?
উত্তর : পাঁচটি।
ক) বঙ্গ জনপদ : ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, বরিশাল, পটুয়াখালী ও ফরিদপুর জেলা অঞ্চলে গড়ে ওঠা জনপদ।
.
খ) সমতট : কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল।
.
গ) হরিকেল : সিলেট ও চট্টগ্রাম অঞ্চল।
.
ঘ) গৌড় : আধুনিক মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম এবং বর্ধমানের অংশবিশেষ নিয়ে গঠিত গৌড়।
.
ঙ) বরেন্দ্র : রংপুর, দিনাজপুর ও রাজশাহী জেলার বাকি অংশ।

*বাংলাদেশের সাথে কয়টি দেশের সীমান্ত সংযোগ রয়েছে?
-২ টি।
*বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা কতটি?
-৩২ টি?
*ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কতটি?
-৩০ টি।
*মায়ানমারের সাথে বাংলাদেশের কতটি জেলার সীমান্ত আছে?
-৩ টি (রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার)।
*বাংলাদেশের কোন জেলাটির সাথে ভারত ও মায়ানমারের সীমান্ত রয়েছে?
-রাঙামাটি জেলা।
*বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলাটির সাথে ভারতের সীমান্ত নেই?
-বান্দরবান ও কক্সবাজার।
*বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের সীমান্ত সংযোগ নেই?
-ঢাকা ও বরিশাল বিভাগ।
*শুধুমাত্র বাংলাদেশের কোন বিভাগের সাথে মায়ানমারের সীমান্ত রয়েছে?
-চট্টগ্রাম বিভাগ।
*বাংলাদেশের কতটি জেলার সাথে সরাসরি সমুদ্র উপকুলে সংযোগ রয়েছে?
-১২ টি।
*বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের জেলা কতটি?
-১৫ টি।৫টি রাজ্য
*ভারতের দখলকৃত ‘পাদুয়া’ নামক স্থানটি বাংলাদেশের কোন জেলা সীমান্তে অবস্থিত?
-সিলেট।

===
:: বাংলাদেশের ঐতিহাসিক স্থানের পূর্বের নাম সমূহ

===
:: ক্রমিক নং — বর্তমান নাম — পূর্বের নাম
১. — বাংলাদেশ — সুবে বাঙলা, বঙ্গ, বং, বাঙলা
২. — ঢাকা — জাহাঙ্গীরনগর, ঢাবেকা, ঢুক্কা
৩. — খুলনা — জাহানাবাদ
৪. — চট্টগ্রাম — ইসলামাবাদ, শাতিলগঞ্জ
৫. — বরিশাল — চন্দ্রদ্বীপ, বাকলা, ইসলামপুর
৬. — সিলেট — জালালাবাদ
৭. — কুষ্টিয়া — নদীয়া
৮. — মুন্সিগঞ্জ — বিক্রমপুর
৯. — ফেনী — শমশেরনগর
১০. — ময়নামতি — রোহিতগিরি
১১. — রাজবাড়ী — গোয়ালন্দ
১২. — গজারিয়া — দোয়ার
১৩. — গাইবান্ধা — ভাবানিগঞ্জ
১৪. — উত্তরবঙ্গ — বরেন্দ্রভুমি
১৫. — সাভার — সাভাউর
১৬. — রাঙামাটি — হরিকেল
১৭. — শরীয়তপুর — ইন্দ্রাকপুর পরগনা
১৮. — সাতক্ষীরা — সাতঘরিয়া
১৯. — বাগেরহাট — খলিফাতাবাদ
২০. — সোনারগাঁও — সুবর্ণগ্রাম
২১. — টঙ্গী — টুঙ্গী
২২. — মহাস্থানগড় — পুন্দবরধন
২৩. — গাজীপুর — জয়দেবপুর
২৪. — ফরিদপুর — ফতেহাবাদ
২৫. — কক্সবাজার — ফালকিং
২৬. — কুমিল্লা — ত্রিপুরা, পরগনা
২৭. — জামালপুর — সিংহজানী
২৮. — শাহবাগ — বাগ-ই- শাহেনশাহ
২৯. — নোয়াখালী — সুধারাম, ভুলুয়া
৩০. — ময়মনসিংহ — নাসিরাবাদ

এক নজরে বাংলাদেশে পরিচালিত অপারেশনসমূহ >>>

===
১. অপারেশন Jackpot – 1971 সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানী নৌ শক্তিকে ধ্বংস করার জন্য পরিচালিত অভিযান।
২. অপারেশন Search Light – 1971 সালের 25 March বাঙ্গালিদের ওপর পাকিস্তানের বর্বর ও নির্মম হামলা।
৩. অপারেশন Close Door – 1971 সালের মুক্তিযুদ্ধের পর অবৈধ অস্ত্র জমা নেওয়ার অভিযান।
৪. অপারেশন C ANGEL – 1991 সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ের সময় মার্কিন সেনাবাহিনী পরিচালিত ত্রাণ কার্যক্রম এর সাংকেতিক নাম।
৫. অপারেশন Manna – 1991 সালে উপকূলীয় ঘূর্ণিঝড় উপদ্রুত এলাকায় ব্রিটিশ রাজকীয় নৌবাহিনী কর্তৃক পরিচালিত ত্রাণ তৎপরতা।
৬. অপারেশন Striking Force – 2002 সালে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ নিওন্ত্রনের জন্য বিশেষ অভিযান।
৭. অপারেশন Clean Heart – 16 Oct, 2002 – 9 Jan, 2003 পর্যন্ত বাংলাদেশে সন্ত্রাসী ও অপরাধীদের গ্রেফতার এবং অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য যৌথবাহিনী কর্তৃক পরিচালিত অভিযান।
৮. অপারেশন C ANGEL-2 – 2007 সালের ভয়াবহ ঘূর্ণিঝড় সিডর এর সময় মার্কিন সেনাবাহিনী পরিচালিত ত্রাণ কার্যক্রম এর সাংকেতিক নাম।
৯. অপারেশন নবযাত্রা – 2007 সালে দেশব্যাপী ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র প্রণয়নের কর্মসূচি।
১০. অপারেশন মানুষের জন্য – ২০০৭ সালের ভয়াবহ ঘূর্ণিঝড় সিডর আক্রান্ত এলাকায় মানুষের সাহায্য ও পুনর্গঠনে বিডিআর কর্তৃক পরিচালিত অভিযান।
১১. অপারেশন রেবেল হান্ট – ২৫ ও ২৬ FEB, ২০০৯; বিডিআর সদর দপতর পিলখানায় হত্যাযজ্ঞে জড়িতদের গ্রেফতার পরিচালিত অভিযান।
১২. অপারেশন চ্যানেল রেইডার্স – বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত চুরাচালানবিরোধী বিশেষ অভিযান।
১৩. অপারেশন ডালভাত – নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য সহনীয় পর্যায়ে রাখতে বিডিআর কর্তৃক নির্দিষ্ট দামে পণ্য বিক্রি করার অভিযান।
১৪. অপারেশন নিত্যপণ্য – নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য সহনীয় পর্যায়ে রাখতে আনসার-বিডিপি কর্তৃক নির্দিষ্ট দামে পণ্য বিক্রি করার অভিযান।
.
১৫. অপারেশন জাটকা – 9 cm এর কম length এর ইলিশ নিধন বন্ধ করতে বাংলাদেশ Coast Guard কর্তৃক পরিচালিত অভিযান।
.
১৬. অপারেশন Spider Wave – চোরাচালান দমনে বাংলাদেশ Coast Guard কর্তৃক পরিচালিত অভিযান।
.
১৭. অপারেশন থান্ডার বোল্ড : ২ জুলাই, ২০১৬ সকালে গুলশানের আর্টিসান হলি রেস্তরায় জঙ্গীদের কাছ থেকে জিম্মিদের উদ্ধারের জন্য বাংলাদেশের সশস্ত্র কমাণ্ডো বাহিনীর পরিচালিত

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline