ইশিখন.কম ব্লগ

৪০ তম বিসিএস প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা প্রস্তুতি

————–
বাংলায় যেখানে ভরসা- ।

———-
::::””পুঁথি সাহিত্য সম্পর্কে””::::
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
1. শায়ের কারা?
উঃ পুঁথি সাহিত্যের রচয়িতাদের শায়ের বলা হয়।
2. পুঁথি সাহিত্যের প্রথম সার্থক কবি/রচয়িতা কে?
উঃ ফকির গরীবুল্লাহ।
3. উল্লেখযোগ্য শায়েরের নাম কি?
উঃ ফকির গরীবুল্লাহ, সৈয়দ হামজা, মালে মুহম্মদ, আয়েজুদ্দিন, মুহম্মদ মুনশী,দানেশ প্রমুখ।
4. পুঁথি সাহিত্যে কোন কোন ভাষার সংমিশ্রন ঘটেছে?
উঃ আরবী, ফার্সি, বাংলা,হিন্দি, তুর্কি প্রভৃতি।

5. ‘কালুগাজী’ ও ‘চন্দ্রাবতী’ কোন ধরনের সাহিত্য?
উঃ পুঁথি সাহিত্য।
6. পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি কে ছিলেন?
উঃ ফকির গরিবুল্লাহ।
7. ফকির গরিবুল্লাহ। শ্রেষ্ঠ কবি প্রতিভা কোন গ্রন্থে বিধৃত?
উঃ ইউসুফ- জুলেখা।
8. প্রনোয়োপখ্যান জাতীয় উল্লেখযোগ্য পুঁথি সাহিত্য কি কি ?
উঃ ইউসুফ- জুলেখা, সয়ফুলমূলক- বদিউজ্জমান,লায়লী-মজনু, গুলে- বকাওলী ইত্যাদি।
9. যুদ্ধ সর্ম্পর্কিত উল্লেখযোগ্য পুঁথি সাহিত্য কি কি ?
উঃ জঙ্গনামা, আমীর হামজা,সোনাভান, কারবালার যুদ্ধ ইত্যাদি।
10. ‘পীর পাঁচালী’ বিষয়ক উল্লেখযোগ্য পুঁথি সাহিত্য কি কি ?
উঃ গাজী-কালু চম্পাবতী, সত্য পীরের পুঁথি ইত্যাদি।
১১. মৈমনসিংহ গীতিকা কতটি ভাষায় অনুদিত হয়?
=২৩টি।
১২.পুঁথি সাহিত্যের প্রাচীনতম
লেখক কে?
=ফকির গরিবুল্লাহ।

১৩. ‘মা’ শব্দটি কোন ভাষার?
=হিন্দি।

১৪. ‘পৌরসভা’ কোন তৎপরুষ সমাস?
=ষষ্ঠী।
১৫. চর্যাপদ কোন ছন্দে রচিত?
=মাত্রাবৃত্ত।
১৬. বাংলা ভাষায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণ কতটি?
=৩২টি, ৮টি ও ১০টি (যথাক্রমে)।

১৭. রীতি ভেদে বাংলা ভাষা কতো প্রকার?
=২প্রকার (সাধু রীতি ও চলিত রীতি)।

※চর্যাপদ কোন ছন্দে লেখা?
___মাত্রাবৃত্ত।
※কবি গানের প্রথম কবি কে?
___গোঁজলা পুট।
※’কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ
পথ’- উক্তিটির রুপকার কে?
___কৃষ্ণ চন্দ্র মজুমদার।
※কাজী নজরুল ইসলাম সম্পাদিত
পত্রিকা?
___লাঙ্গল,ধূমকেতু, নবযুগ।
※কল্লোল কত সালে প্রথম প্রকাশিত হয়?
___১৯২৩সালে।
※গীতাঞ্জলি ইংরেজী অনুবাদ করেন?
___ড. বি. ইয়েটস।
※Origin and development of Bengali language-এর রচয়িতা কে?
___ড.সুনীতি কুমার।
※রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি উপাধি দেন কে?
___ব্রহ্মবান্ধব উপাধ্যায়।
※বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি উপাধি দেন কে?
___রবীন্দ্রনাথ ঠাকুর।
※. ‘সই কে শুনাইল শ্যাম নাম’ পদটির রচয়িতা কে?
উঃ চণ্ডীদাস
※. ‘জীবন স্মৃতি’ কার আত্মজীবনী?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর
※. আমি বিজয় দেখেছি’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ এম আর আখতার মুকুল
※. ‘সংখ্যালঘু’ শব্দটি কোন সমাস?
উঃ কর্মধারয় সমাস
※. কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয় কোন সনে?
উঃ ১৯৭২ সালের ২৪ মে
※. শওকত ওসমানের ‘কৃতদাসের হাসি’ উপন্যাসটি কোন ধরনের উপন্যাস?
উঃ প্রতীকাশ্রয়ী
※. ‘পাদ

টীকা’ গল্পটি কে লিখেছেন?
উঃ সৈয়দ মুজতবা আলী
※. ‘ঠাকুর’ পরিবারের আসল পদবী কি ছিল?
উঃ কুশারী
※. সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কি?
উঃ নীল লোহিত
※. ‘হুতোম প্যাঁচার নকশা’র রচয়িতা কে?
উঃ কালীপ্রসন্ন সিংহ
※. বাংলা সাহিত্যের প্রাচীনতম মুসলিম কবি কে?
উঃ শাহ মুহম্মদ সগীর
※. ‘রায়গুণাকর’ কার কাব্য উপাধি?
উঃ ভারতচন্দ্র
※. ‘চাঁদ সওদাগর’ বাংলা কোন কাব্যধারার চরিত্র?
উঃ মনসামঙ্গল
※. ‘চতুরঙ্গ’ পত্রিকার সম্পাদক কে?
উঃ হুমায়ূন কবির
※. বিধবাবিবাহ রহিত করণে কে কলম
যুদ্ধ করেন?
উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
※.মাইকেল মধুসূদন দত্তের প্রধান অবদান কোনটি?
উঃ মহাকাব্য রচনা
※. বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক কোনটি?
উঃ কৃষ্ণকুমারী
※. বাংলা ভাষায় প্রথম আর্থ সামাজিক
রাজনৈতিক বিষয়ে নাটক লেখেন কে?
উঃ দীনবন্ধু মিত্র
※ ‘নীলদর্পণ’ নাটকটি কোন শহর থেকে প্রকাশিত হয়েছিল?
উঃ ঢাকা
※. ‘ইন্দিরা’ গ্রন্থটি কার?
উঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
※. ‘রায় নন্দিনী’ কার রচনা?
উঃ সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
※. ‘বেলা অবেলা কালবেলা’ কার রচনা?
উঃ জীবনানন্দ দাশ

আরো পড়ুন:

বাংলা ভাষা ও সাহিত্য – বাংলা গান

বিসিএস প্রিলিমিনারি বাংলা ভাষা ও সাহিত্য অনুজ্ঞা

বিসিএস প্রিলিমিনারি বাংলা ভাষা ও সাহিত্য সমার্থক শব্দ

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline