৩৯তম প্রিলি প্রস্তুতি মনে রাখার টেকনিক: ভৌগলিক উপনামের সমাহার

৩৯তম প্রিলি প্রস্তুতি:

মনে রাখার টেকনিক

#ভৌগলিক উপনামের সমাহার:
______________________________
.
#ইতালির রোম শহরের উপনাম গুলো এভাবে মনে রাখুন:-
.
ইতালির পোপেরা রাজপ্রাসাদ ছেড়ে পায়ে বুট পড়ে রোমের সাত পাহাড়ে নিরবে শান্তিতে ঘুরে বেড়ায়।
..
এবার মিলিয়ে নিন:-
.
#পোপের শহর রোম।
#রাজপ্রাসাদের শহর রোম।
#বুটের শহর রোম।
#সাত পাহারের দেশ।
#নীরব শহর রোম।
#চির শান্তির শহর রোম।

..
#নিউইয়র্ককে বিশ্বের রাজধানী বলা হয় কেন?
নিচে এই প্রশ্নটির উত্তর লক্ষ্য কর তাহলে নিউইয়র্কের সব উপনাম গুলো পেয়ে যাবেন :-
.
নিউইয়র্কের অট্টালিকাগুলো স্কাই থেকে দেখতে বিগ অাপেলের মত লাগে এবং খুব জাঁকজমকপূর্ণ মনে হয় তাই নিউইয়র্কে বিশ্বের রাজধানী বলা হয়।

এখানে, অট্টালিকার শহর নিউইয়র্ক, স্কাই স্ক্রাপার্সের শহর নিউইয়র্ক, বিগ অাপলে বলা হয় নিউইয়র্ককে, জাঁকজমকের শহর নিউইয়র্ক, বিশ্বের রাজধানী নিউইয়র্ক।
.
#শিকাগোর উপনাম গুলো এভাবে মনে রাখুন:-
.
#শিকাগোর উদ্যানে সাই সাই করে বাতাস বহে।
.
#উদ্যান – উদ্যানের শহর শিকাগো
#সাই সাই=কসাই= পৃথিবীর কসাইখানা শিকাগো
#বাতাস=বাতাসের শহর শিকাগো।
.

#মিশরের উপনাম গুলো এভাবে মনে রাখুন:-
.
রাতে, মিশরের কায়রোর বাজার থেকে নীলনদে পিরামিডের ছায়া দেখা যায়।
.
এবার মিলেই নিন :-
.
#রাতে =রাতের নগরী মিশর
#কায়রোর বাজার= বাজারের নগরী কায়রো।
#নীলনদ= নীলনদের দেশ মিশর।
#পিরামিড = পিরামিডের দেশ মিশর।

.

#অাফ্রিকার উপনাম গুলো এভাবে মনে রাখুন:-
.
অন্ধকারে অাফ্রিকার মরুভূমি চিড়িয়াখানার মত লাগে।
.
#অন্ধকারাচ্ছন্ন মহাদেশ অাফ্রিকা।
#মরুভূমির দেশ অাফ্রিকা।
#বৃহদাকার চিড়িয়াখানা অাফ্রিকা।

.

#কানাডা:- কানাডাকে বলা হয় লিলি ফুলের দেশ, ম্যাপল পাতার দেশ ও কাগজে শহর বলা হয় কানাডার রাজধানী অটোয়াকে।
.
এদের এভাবে মনে রাখুন:- লিলি কাগজে ম্যাপল পাতা অাঁকে।
.
#অস্ট্রেলিয়ার দ্বীপে পশমহীন ক্যাঙ্গারু দেখা যায়।

এবার লক্ষ্য কর:-
.
#দ্বীপের মহাদেশ বলা হয় অস্ট্রেলিয়াকে।
#ক্যাঙ্গারুের দেশ অস্ট্রেলিয়া।
#পশমের দেশ অস্ট্রেলিয়া।
.
#কোরিয়াকে এভাবে মনে রাখুন:-
.
রিয়া সকালে শান্ত থাকে।
.
#রিয়া= কোরিয়া।
#সকাল=সকালবেলার প্রশান্তি বলা হয় কোরিয়াকে।
#শান্ত=শান্ত সকালের দেশ কোরিয়া।
.
#হোয়াংহো নদীর উপনাম গুলো এভাবে মনে রাখুন:-
হোয়াংহো নদী হলুদ হয়ে পীত অাকার ধারণ করলে চীনের দুংখ বেড়ে যায়।
.
#হলদে নদী হোয়াংহো
#পীত নদীর দেশ হোয়াংহো
#চীনের দুংখ হোয়াংহো
.
#ভেনিসকে এভাবে মনে রাখুন:-
.
অাঁদ্রিয়াটিকের রাণী দ্বীপের নগরীর এত সুন্দর রাজপ্রাসাদ ফেলে ভেনিসের চুপচাপ শান্ত সড়কে ঘুরে বেড়ায়।

এবার মিলিয়ে নিন:-
.
#অাঁদ্রিয়াটিকের রাণী – ভেনিস
#দ্বীপের নগরী- ভেনিস
#রাজপ্রাসাদের নগর- ভেনিস
#নিশ্চুপ সড়কের শহর – ভেনিস
#শান্ত সড়েকের শহর- ভেনিস।

.
#থাইল্যান্ডকে এভাবে মনে রাখুন:-
.
থাইল্যান্ডের মুক্তভূমিতে ঘুরে বেড়ালে সাদাও শ্যাম হয়ে যায়।
.
এবার লক্ষ্য কর:-
.
#মুক্তভূমির দেশ – থাইল্যান্ড
#সাদাহাতির দেশ -থাইল্যান্ড
#শ্যামদেশ – থাইল্যান্ড।

আরো পড়ুন:

সরকারি চাকরি নিয়োগ সাধারণ জ্ঞান (স্থাপনা ও ভাস্কর্য)

সোনালি ব্যাংকের সিনিয়র অফিসার পদের প্রশ্ন সমাধান-২০১৮

৩৮ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা প্রশ্ন ও সমাধান/উত্তর

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline