“১.পুলিশ শব্দের অর্থ কি?
— Police পর্তুগিজ শব্দ। শব্দটি Noun হলে এর অর্থ হয় শৃঙ্খলা, শান্তি ও আইন রক্ষা করার ব্যবস্থা। অথবা Police বলতে বুঝায় এমন একটি প্রতিস্থানের সদস্য,যাদের দায়িত্ব হচ্ছে দুর্নীতি দমন ও প্রতিহত করা এবং শৃঙ্খলা বজায় রাখা।শব্দটি Verb হলে তখন তার অর্থ দাড়ায় পুলিশ বা তৎসমতুল্য দ্বারা কোন স্থানে শৃঙ্খলা বজায় রাখা।
২.’যখন পুলিশ ছিলাম’ বইটি কার?
এটি একটি আত্মজীবনীমূলক গ্রন্থ লেখক ধীরাজ ভট্টাচার্য। ‘যখন পুলিশ ছিলাম’ গ্রন্থেই মাথিনের সাথে প্রেমের বিস্তারিত ঘটনাবলী বর্ণনা করা আছে। ধীরাজ ভট্টাচার্যের পৈত্রিক বাড়ি যশোরে। বসবাস করতেন কোলকাতায়। কাজ করতেন পুলিশের গোয়েন্দা বিভাগে। তার আরেকটি বই ‘যখন নায়ক ছিলাম’ খুবই বিখ্যাত।
৩. “ক্রিমিনলজি অ্যান্ড পুলিশ সায়েন্স” সাবজেক্টটি কোন বিশবিদ্যালয়ে পড়ান হয়?
উত্তরঃ বাংলাদেশে একমাত্র মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এ বিষয়ে পড়ার সুযোগ রয়েছে
৪. ১৪৪ ধারা কে জারি করতে পারেন?
উত্তরঃ মেট্রোপলিটন এলাকায় পুলিশ কমিশনার এবং অন্যান্য এলাকায় ম্যাজিস্ট্রেটে ১৪৪ ধারা জারি করতে পারেন।
৫.বাংলাদেশের প্রথম মডেল থানা কোনটি?
উত্তরঃ ময়মনসিংহের ভালুকা
৬. পুলিশ বাইবেল বলতে কি বুঝায়?
উত্তরঃ PRB = Police Regulation of Bengal কে পুলিশ বাইবেল হিসেবে অভিহিত করা হয়।
৭.উপমহাদেশে পুলিশ সার্ভিস ব্যবস্থা চালু করেন কে?
উত্তরঃ লর্ড ক্যানিং
৮. আন্তর্জাতিক পুলিশ সংগঠন থেকে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকার নাম কি?
উঃ International Criminal Police Review
৯. পুলিশের বিভাগীয় প্রধানকে কি বলে?
উঃ ডি আই জি
১০. কোন গ্রন্থের জন্য রিচার্ড ফ্লেনাগান ম্যান বুকার পুরস্কার লাভ করেন?
Ans: The Narrow Road to the Deep North
১১. ২০১৪ সালে ম্যান বুকার পুরস্কার লাভ করেনকে
উঃ রিচার্ড ফ্লেনাগান
১২. চীন দেশকে পিছনে ফেলে বিশ্ব অর্থনীতির পরাশক্তি হয়?
উঃ যুক্তরাষ্ট্র
১৩. সিনিয়র সিটিজেন কাকে বলে?
উঃ ২৭ নভেম্বর বিশ্ব প্রবীণ দিবসে দেশের ১ কোটি ৩০ লাখ ষাটোর্ধ প্রবীণ নাগরিককে সিনিয়র সিটিজেন ঘোষণা করলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।২৭ নভেম্বর বিশ্ব প্রবীণ দিবসে দেশের প্রবীণদের সিনিয়র সিটিজেন হিসাবে ঘোষণা দিতে সমাজকল্যাণ মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।
১৪. বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে যে কোন কোন যুবনেতা ‘চার খলিফা’ নামে সুপরিচিত ছিলেন?
উঃ স্বাধীনতার চার খলিফা (নিউক্লিয়াস বডি) যাদের বলা হয় । ১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের জন্য তিনি চার খলিফাদের অন্যতম হিসেবে খ্যাত হন।বঙ্গবন্ধুর সাথে চার খলিফা – আব্দুল কুদ্দুস মাখন, শাহজাহান সিরাজ, নূরে আলম সিদ্দিকী, আসম আব্দুর রব।
১৫. স্থায়ি সালিশি আদালত (PCA) এর বর্তমান সদস্য দেশ কতটি?
উঃ ১১৬ টি
১৬. IPU এর প্রথম বাংলাদেশি প্রেসিডেন্ট কে?
উঃ সাবের হোসেন চৌধুরী
১৭. কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (CPA) এর নির্বাহী কমিটির প্রথম বাংলাদেশি চেয়ারপার্সন কে?
উঃ ড.শিরিন শারমিন চৌধুরী
১৮. দেশে অনলাইনে জিডি(General Diary-GD) কার্যক্রম শুরু হয় :
উঃ ৫ মার্চ ২০১০।
১৯. ক্যাম্প ড্ডেভিট চুক্তি স্বাক্ষরিত হয় কাদের মধ্যে?
উঃ মিশর-ইসরায়েল
২০. বাংলাদেশের মুক্তিযুদ্ধে একজন ইতালির নাগরিক মৃত্যুবরণ করেন। তার নাম কি?
উত্তরঃ মাদার মারিও ভেরেনজি।
২১. মুক্তিযুদ্ধকালীন বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমান কে কোথায় বন্দী করে রাখা হয়েছিল?
উত্তরঃ পাকিস্তানের করাচি শহরের মিয়াউয়ালি কারাগারে।
২২. ভারত- বাংলাদেশ যৌথ বাহিনী কবে ঘটিত হয়?
উত্তরঃ ২১ নভেম্বর, ১৯৭১।
২৩. কোন জেলা প্রথম শত্রুমুক্তহয়?
উত্তরঃ যশোর; ৬ ডিসেম্বর ১৯৭১।
২৪. শেখ মুজিব কত তারিখে পাকিস্তান কারাগার থেকে মুক্তি পান?
উত্তরঃ ৮ জানুয়ারি, ১৯৭২।
২৫. বাংলাদেশে প্রথম রাষ্ট্রীয় অতিথি হিসেবে বঙ্গভবনে আসেন কে?
উত্তরঃ ইন্দিরা গান্ধী।বিসিএস প্রিলি এর ১,০০০ টি ফ্রি মডেল টেস্ট পাবেন ইশিখন.কম সাইটের এর মডেল টেস্ট সেকশনে।
সাথে আছে প্রতিটি বিভাগের আলাদা আলাদা মডেল টেস্ট দেওয়ারও সুযোগ।
শেষ সময়ে মডেল টেস্টগুলো দিয়ে নিজেদের যাচাই করে ভুল সংশোধন করে নিতে পারেন। ../bcs-pre/“