
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫ সালের অনার্স ১ম বর্ষ (বিশেষ) পরীক্ষা অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে উক্ত আবেদন ফরম পূরণ ০৪ মে ২০১৬ তারিখ থেকে শুরু হয়ে ১৯ মে ২০১৬ তারিখ পর্যন্ত চলবে।
আবেদন ফরম পূরণ ও সংশ্লিষ্ট কলেজ কর্তৃক আবেদন ফরম নিশ্চয়ন, বিবরণী ফরমপূরণ, জমাদানের তারিখ, আনুষঙ্গিক নিয়ম ও শর্তাবলী আপনাদের সুবিধার্থে নিচে তুলে দেওয়া হলোঃ
জাতীয় বিশ্ববিদ্যালয় ২০১৫ সালের অনার্স ১ম বর্ষ (অনিয়মিত) পরীক্ষার্থীরা ফরমপূরণ:
ফরম পূরণের আবেদন ফরম ডাউনলোড করতে এখানে ক্লিক কর
উল্লেখ্য, গত বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১৪ সালের অনার্স ১ম বর্ষের পরীক্ষার পর আর ২০০৯-১০ সেশনের সিলেবাস অনুযায়ী অনার্স ১ম বর্ষের পরীক্ষা নেওয়া হবেনা বলে জানানো হলেও এবারের পরীক্ষাও পুরাতন সিলেবাসেই অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। তবে কোন শিক্ষার্থীর রেগুলেশন অনুযায়ী গ্রেড উন্নয়ন পরীক্ষার সুযোগ থাকলে তাকে ২০১৩-১৪ সেশনের সংশোধিত সিলেবাস ও রেগুলেশন অনুযায়ী পরীক্ষা দিতে হবে।