” “”New beginnings at Banglabandh
বাংলাবান্ধা স্থলবন্দরের নতুন যাত্রা
=
The opening of the Banglabandh land port at Panchagarh for people to cross over to either side, is indeed good news for the people of Bangladesh and India.
পঞ্চগড় জেলার বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে মানুষ চলাচল শুরু হওয়া উভয় দেশের জনগণের জন্য যারপরনাই আনন্দদায়ক ঘটনা।
The people of Bangladesh’s northern districts have long been awaiting this and they were elated when the immigration procedures started on Thursday.
এই মুহূর্তটির জন্য বহুদিনের প্রতীক্ষা ছিল বিশেষত বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলোর মানুষের এবং বৃহস্পতিবার ইমিগ্রেশন চালু হওয়ায় জনসাধারণের মধ্যে ব্যাপক আনন্দ-উল্লাস লক্ষ করা গেছে।
On the Indian side the people celebrated too.
ভারতীয় অংশের জনগণও একই রকমের আনন্দ প্রকাশ করেছে।
It is the people-to-people contact that is most important in the connectivity required to expand economic cooperation between Bangladesh and India.
বাংলাদেশ ও ভারতের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের প্রসঙ্গে যে ‘কানেকটিভিটি’ বা সংযোগের প্রসঙ্গ উচ্চারিত হয়, আমরা সেটাতে মানুষে-মানুষে যোগাযোগের ওপর সবিশেষ গুরুত্ব দিতে চাই।
It is the interaction and exchange among the people of neighbouring countries that promotes friendship and amity.
সাধারণ মানুষের পর্যায়ে মেলামেশা ও আদান-প্রদানের মধ্য দিয়েই প্রতিবেশী দেশগুলোর মধ্যে মৈত্রী ও সৌহার্দ্য বৃদ্ধি পায়।
It is most important to open all facets to enhance this interaction between the people of the two countries in order to increase harmony and understanding.
সীমান্তের উভয় পাশের মানুষের মধ্যে আদান-প্রদান ও মেলামেশার সুযোগ সম্ভাব্য সব পন্থায় বাড়ানোর গুরুত্ব অপরিসীম।
However, it is also important to establish land connectivity with Nepal and Bhutan too, through Banglabandha.
তবে, এ ক্ষেত্রে বাড়তি গুরুত্ব হচ্ছে এই বাংলাবান্ধার মাধ্যমেই নেপাল ও ভুটানের সঙ্গেও স্থলপথে যোগাযোগ প্রতিষ্ঠা হওয়ার কথা।
We hope that the people of these four countries can benefit from this facility, adding a new dimension to connectivity.
আমরা আশা করব, চারটি দেশের নাগরিকেরা এই সুবিধা পুরোপুরি পাবেন। তাহলেই কানেকটিভিটি বা সংযোগ নতুন মাত্রা পাবে।
Along with trade and commerce, now the vista has widened for cooperation between the two countries in the sectors of education, health and tourism.
এখন দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যের আরও প্রসারের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও পর্যটন খাতের অগ্রগতির পথ খুলে গেল।
This will require further infrastructural development.
অবশ্য সে জন্য আমাদের কিছু অবকাঠামো সম্প্রসারণ করতে হবে।
The roads to commute from our northern districts to Banglabandh must be increased.
বিশেষত, আমাদের উত্তরের জেলাগুলো থেকে বাংলাবান্ধা যাওয়া-আসার সড়কপথ বাড়াতে হবে।
Up till now there is only one highway for all transport to commute through Panchagarh district.
পঞ্চগড় শহরের মধ্য দিয়ে একটি মাত্র মহাসড়ক দিয়েই এখন পর্যন্ত সব যানবাহন চলাচল করে।
Construction of a bypass is underway and the work on this must be accelerated.
বাইপাস সড়ক নির্মাণের কাজ প্রক্রিয়াধীন আছে, তা ত্বরান্বিত করা জরুরি।
The construction of a railroad from Panchagarh to Banglabandh must also be undertaken speedily.
পঞ্চগড় থেকে বাংলাবান্ধা পর্যন্ত রেলপথ নির্মাণের প্রক্রিয়াও ত্বরান্বিত করা প্রয়োজন।
Initiative must be taken at a government and private level for optimum utilisation of the vast possibilities opened for trade, commerce and the tourism industry.
ব্যবসা-বাণিজ্যের ব্যাপক প্রসার ও পর্যটনশিল্পের অভাবনীয় বিকাশের যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে, তা যথাযথভাবে কাজে লাগানোর জন্য সরকারি-বেসরকারি পর্যায়ে উদ্যোগ নিতে হবে।
The government must ensure infrastructural facilities and the private sector must come forward with investment initiatives.
অবকাঠামোগত সুবিধাগুলো নিশ্চিত করতে হবে সরকারকে; আর বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে বিনিয়োগের উদ্যোগ নিয়ে।
Due attention must be paid to use the Banglabandh land port immigration facilities to the best advantage possible.
বাংলাবান্ধা স্থলবন্দরের ইমিগ্রেশন সুবিধার সর্বোচ্চ সদ্ব্যবহারের প্রতি মনোযোগী হওয়া প্রয়োজন।
0 responses on "(২০/০২/২০১৬)আজ প্রথম আলোর সম্পাদকীয়"