“☼ পঞ্চগড় বাংলাদেশ জাতীয় সংসদের
– ১নং আসন।
☼ এক মাইল সমান – ১.৬১ কিমি।
☼ বাংলাদেশের চট্টগ্রাম EPZ হল – ১ম
EPZ.
☼ মানুষের দর্শনাভূতির স্থায়িত্বকাল –
০.১সেকেন্ড।
☼ ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস – ১ জুলাই।
☼ দেশে মানসিক হাসপাতাল আছে –
১টি।
☼ বাংলাদেশের কৃষি দিবস – ১
অগ্রহায়ণ।
☼ ইরানের শিরিন ইবাদি শান্তিতে
নোবেল জয়ী – ১ম মুসলিম নারী।
☼ বাংলাদেশের সাথে ভারত ও
মিয়ানমারের সীমানা রয়েছে –
১টিজেলা ,রাঙ্গামাটি।
☼ G-8 (বর্তমানে G-7) ভূক্ত এশীয়দেশ –
১টি জাপান।
☼ ভারত থেকে বাংলাদেশে
আন্তর্জাতিক নদী প্রবেশ করেছে –
১টিগঙ্গা / পদ্মা।
☼ নরওয়ের ট্রিগভেলি ছিলেন
জাতিসংঘের – ১ম মহাসচিব।
☼ মহাশূন্যে ১ম কৃত্রিম উপগ্রহ পাঠানো হয়
– স্পুটনিক – ১। “
0 responses on "১ সংখ্যা দিয়ে কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান"