১ কেন মৌলিক সংখ্যা নয়। কারন যে কোন সংখ্যাকে মৌলিক সংখ্যা বলা যাবে যদি ঐ সংখ্যার শুধু ও শুধুমাত্র দুইটি উত্পাদক থাকে । দুটির বেশী উত্পাদক থাকলেও মৌলিক সংখ্যা হবে না আবার দুটির কম উত্পাদক থাকলেও মৌলিক সংখ্যা হবে না ।অর্থ্যাত্ দুটি উত্পাদক থাকতেই হবে ।
কিন্তু ১ এর মাত্র একটি উত্পাদক । তাই ১ মৌলিক সংখ্যা নয় ।
আরও পড়ুনঃ
আজকের টিপস: ১ থেকে ১০০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে?
১০ থেকে ৬০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক ৯ তাদের সমষ্টি কত?
3 responses on "১ কেন মৌলিক সংখ্যা নয় ?"