হিসাবের-বইসমূহ – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 31
301. খতিয়ানের আধুনিক ছককে চারঘরা খতিয়ান ছক বলার কারণ কী?
- এতে চারটি কলাম থাকে
- এতে চারটির বেশি লেনদেন লেখা হয় না
- এতে চারটি টাকার ঘর থাকে
- এতে চারটি উদ্দেশ্য সাধিত হয়
302. করিমকে প্রদত্ত ৫,০০০ টাকার চেক প্রত্যাখ্যাত হয়ে ফেরত আসলো। দুঘরা নগদান বইতে কোথায় লিপিবদ্ধ হবে?
- ডেবিট দিকে ব্যাংকের ঘরে
- ডেবিট দিকে নগদ ঘরে
- ক্রেডিট দিকে নগদ ঘরে
- ক্রেডিট দিকে ব্যাংক ঘরে
303. B/F বলতে কী বোঝ?
- সম্মুখে নীত
- উপর থেকে আনীত
- পেছন থেকে আনীত
- নিচে নীত
304. ক্রেডিট ব্যালেন্স সাধারণত নির্দেশ করে –
- সম্পদ ও খরচ
- আয় ও ব্যয়
- আয় ও দায়
- সম্পদ ও দায়
305. বাকিতে পণ্য বিক্রয় ২০,০০০ টাকা এবং যন্ত্রপাতি ক্রয় ৫০,০০০ টাকা। এক্ষেত্রে খতিয়ান বইতে কোন কোন হিসাব খুলতে হবে?
- বিক্রয় হিসাব যন্ত্রপাতি হিসাব পাওনাদার হিসাব ও নগদান হিসাব
- পণ্য বিক্রয় হিসাব ও দেনাদার হিসাব
- বিক্রয় হিসাব যন্ত্রপাতি হিসাব দেনাদার হিসাব ও নগদান হিসাব
- যন্ত্রপাতি হিসাব বিক্রয় হিসাব ও দেনাদার হিসাব
306. স্বত্বাধিকার হ্রাস পায় কখন?
- উত্তোলন এবং নগদ কমে গেলে
- খরচ ও দায় বেড়ে গেলে
- উত্তোলন ও খরচ বেড়ে গেলে
- খরচ ও দায় কমে গেলে
307. রাজশাহীর সান সন্স এর নিকট থেকে প্রতি কেজি ৮.৫০ টাকা দরে ৫০ কুইন্টাল গম ক্রয় করেন। এতে গাড়ি ভাড়া বাবদ ব্যয় হয় ৫০০ টাকা। এক্ষেত্রে কারবারি বাট্টা ৫%।উক্ত তথ্যের ভিত্তিতে গমের ক্রয়মূল্য কত?
- ৪২ ৫০০ টাকা
- ৪৩ ০০০ টাকা
- ৪০ ৯০০ টাকা
- ৪০ ৮৭৫ টাকা
308. উক্ত তথ্যের ভিত্তিতে কারবারি বাট্টা কত?
- ২ ১২৫ টাকা
- ২ ১৫০ টাকা
- ২ ০০০ টাকা
- ২ ১০০ টাকা
309. হিসাবযন্ত্রের সাহায্যে সুন্দর ও দ্রুততার সাথে লেখা সম্ভব কোন ধরনের খতিয়ান বইয়ের মাধ্যমে?
- আলগাপাতা খতিয়ান বই
- বাধাইকৃত খতিয়ান বই
- কার্ড খতিয়ান বই
- আলগাপত্র ও কার্ড খতিয়ান বই
310. সি/ডি দ্বারা কী বোঝায়?
- সম্মুখে আনীত
- নিচে আনীত
- উপরে আনীত
- পেছনে আনীত
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।