হিসাবের-বইসমূহ – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 30
291. ধারে মাল ক্রয়ের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ না থাকলে কোন হিসাব ক্রেডিট করতে হবে?
- প্রাপ্য হিসাব
- প্রদেয় হিসাব
- ক্রয়
- নগদান
292. ‘মোট ডেবিট সর্বদাই মোট ক্রেডিটের সমান’ – এটা দুতরফা দাখিলা পদ্ধতির কী?
- ভিত্তি
- সুবিধা
- বৈশিষ্ট্য
- অনুমিত শর্ত
293. কোনো নির্দিষ্ট সময় শেষে হিসাবের যে ব্যালেন্স পাওয়া যায় তাকে বলে –
- প্রারম্ভিক ব্যালেন্স
- সমাপ্তি ব্যালেন্স
- ডেবিট ব্যালেন্স
- ক্রেডিট ব্যালেন্স
294. খতিয়ানকে লেখা হয় –
- নগদান বইয়ের উপর ভিত্তি করে
- কোন কিছুর উপর ভিত্তি করে নয়
- রেওয়ামিলের উপর ভিত্তি করে
- জাবেদার উপর ভিত্তি করে
295. মালিকানাস্বত্বকে প্রভাব বিস্তারকারী অন্যতম উপাদান হচ্ছে –
- দায়
- আয়
- ব্যয়
B,C
296. আদায়কৃত ভ্যাট হতে প্রদত্ত ভ্যাটের পার্থক্যকে কী বলে?
- ক্রয় ভ্যাট
- বিক্রয় ভ্যাট
- নিট ভ্যাট
- প্রাপ্ত ভ্যাট
297. সিফাতের নিকট বছর শেষে কত টাকা পাওনা থাকবে?
- ১২ ০০০ টাকা
- ২০ ০০০ টাকা
- ৪৫ ০০০ টাকা
- ৭৫ ০০০ টাকা
298. বাকিতে ক্রয়ের ফলে হিসাব সমীকরণ –
- সম্পত্তি প্রভাবিত হবে
- মালিকানাস্বত্ব প্রভাবিত হবে
- দায় প্রভাবিত হবে
A,C
299. লেনদেনের মোট ডেবিট অংক সর্বদাই মোট ক্রেডিট অংকের সমান হবে কেন?
- মোট স্বত্বাধিকার = মোট দায়
- মোট আর্ন = মোট ব্যয়
- মোট সম্পত্তি = মোট লাভ
- মোট সম্পত্তি = মোট দায়
300. দাগকাটা চেকের মাধ্যমে শেয়ারের লভ্যাংশ আদায় হলে ক্রেডিট হবে কোন হিসাব?
- লভ্যাংশ আর্ন হিসাব
- নগদান হিসাব
- বিনিয়োগ হিসাব
- ব্যাংক হিসাব
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।