হিসাবের-বইসমূহ – এইচএসসি-হিসাববিজ্ঞান ১মপত্র-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 24

 

হিসাবের-বইসমূহ – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 24

231. খুচরা নগদান বইয়ের সমাপনী উদ্বৃত্ত কী নির্দেশ করে?

  1. দেনা
  2. পাওনা
  3. হাতের খুচরা নগদ
  4. ধারে ক্রয়

232. কোন ধারণার উপর ভিত্তি করে সমন্বয় জাবেদা প্রস্তুত করা হয়?

  1. হিসাবকাল ও বকেয়া ধারণা
  2. হিসাবকাল ও আয়-ব্যয় সংযোগ ধারণা
  3. চলমান ধারণা ও হিসাবকাল ধারণা
  4. বকেয়া ধারনা ও আয়-ব্যয় সংযোগ ধারণা

233. কার্যপত্র হিসাবচক্রের কোন ধরনের ধাপ?

  1. আবশ্যিক
  2. ঐচ্ছিক
  3. পরিত্যাজ্য
  4. অপ্রয়োজনীয়

234. প্রকৃত জাবেদায় অন্তর্ভুক্ত হয় –

  1. দেনাদারের কু-ঋণ
  2. পাওনাদারের বাট্টা
  3. কোম্পানির শেয়ার ইস্যু

235. গ্রাহকদের ব্যক্তিগত হিসাবসমূহ পাওয়া যায় –

  1. সাধারণ খতিয়ানে
  2. সহকারী খতিয়ানে
  3. প্রাপ্য হিসাব খতিয়ানে

236. ব্যবসায়ের কোনো পণ্য চুরি বা নষ্ট হয়ে গেলে ডেবিট হবে –

  1. বিবিধ ক্ষতি হিসাব
  2. বিবিধ পণ্য হিসাব
  3. ক্রয় হিসাব
  4. নগদান হিসাব

237. কোনটি থেকে সহকারী খতিয়ান প্রস্তুত করা হয়?

  1. ক্রয় ও পাওনাদার
  2. ক্রয় ও দেনাদার
  3. ক্রয় ও বিক্রয়
  4. দেনাদার ও পাওনাদার

238. Value Added Tax – এর বাংলা পরিভাষা কী?

  1. পরোক্ষ কর
  2. টার্ণওভার কর
  3. মূল্য সংযোজন কর
  4. সম্পূরক কর

239. অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই সংরক্ষণ করলে –

  1. তহবিল অলস পড়ে থাকে না
  2. খুচরা ক্যাশিয়ারকে নিয়ন্ত্রণ সহজ হয়
  3. নিরক্ষীয় সুবিধা হয়

240. হিসাবের জের টানা হয় –

  1. জাবেদায়
  2. খতিয়ানে
  3. ক্রয় হিসাবে বিক্রয় হিসাবের

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline