হিসাবের-বইসমূহ – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 24
231. খুচরা নগদান বইয়ের সমাপনী উদ্বৃত্ত কী নির্দেশ করে?
- দেনা
- পাওনা
- হাতের খুচরা নগদ
- ধারে ক্রয়
232. কোন ধারণার উপর ভিত্তি করে সমন্বয় জাবেদা প্রস্তুত করা হয়?
- হিসাবকাল ও বকেয়া ধারণা
- হিসাবকাল ও আয়-ব্যয় সংযোগ ধারণা
- চলমান ধারণা ও হিসাবকাল ধারণা
- বকেয়া ধারনা ও আয়-ব্যয় সংযোগ ধারণা
233. কার্যপত্র হিসাবচক্রের কোন ধরনের ধাপ?
- আবশ্যিক
- ঐচ্ছিক
- পরিত্যাজ্য
- অপ্রয়োজনীয়
234. প্রকৃত জাবেদায় অন্তর্ভুক্ত হয় –
- দেনাদারের কু-ঋণ
- পাওনাদারের বাট্টা
- কোম্পানির শেয়ার ইস্যু
A,B,C
235. গ্রাহকদের ব্যক্তিগত হিসাবসমূহ পাওয়া যায় –
- সাধারণ খতিয়ানে
- সহকারী খতিয়ানে
- প্রাপ্য হিসাব খতিয়ানে
B,C
236. ব্যবসায়ের কোনো পণ্য চুরি বা নষ্ট হয়ে গেলে ডেবিট হবে –
- বিবিধ ক্ষতি হিসাব
- বিবিধ পণ্য হিসাব
- ক্রয় হিসাব
- নগদান হিসাব
237. কোনটি থেকে সহকারী খতিয়ান প্রস্তুত করা হয়?
- ক্রয় ও পাওনাদার
- ক্রয় ও দেনাদার
- ক্রয় ও বিক্রয়
- দেনাদার ও পাওনাদার
238. Value Added Tax – এর বাংলা পরিভাষা কী?
- পরোক্ষ কর
- টার্ণওভার কর
- মূল্য সংযোজন কর
- সম্পূরক কর
239. অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই সংরক্ষণ করলে –
- তহবিল অলস পড়ে থাকে না
- খুচরা ক্যাশিয়ারকে নিয়ন্ত্রণ সহজ হয়
- নিরক্ষীয় সুবিধা হয়
A,B,C
240. হিসাবের জের টানা হয় –
- জাবেদায়
- খতিয়ানে
- ক্রয় হিসাবে বিক্রয় হিসাবের
B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।