হিসাবের-বইসমূহ – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 32
311. হিমেল ট্রেডার্স ২০১৩ সালের ১ জানুয়ারি তারিখে ১,০০,০০০ টাকার পণ্য ১০% কারবারি বাট্টায় ক্রয় করেন। দশ দিন পর উক্ত মালের মূল্যের অর্ধেক ১০% নগদ বাট্টায় পরিশোধ করেন।হিমেল ট্রেডার্সের হিসাবভুক্ত বাট্টার পরিমাণ কত?
- ৪ ৫০০ টাকা
- ৯ ৫০০ টাকা
- ১০ ০০০ টাকা
- ২০ ০০০ টাকা
312. অবশিষ্ট অর্ধেক যদি বাট্টায় পরিশোধ করা না যায় তাহলে –
- প্রত্যক্ষ পরিচালনা আর্ন কমবে
- পরোক্ষ পরিচালনা আর্ন কমবে
- সম্ভাব্য সম্পত্তির পরিমাণ কমবে
B,C
313. ‘দেনাদার’ কোন শ্রেণির হিসাব?
- সম্পদ
- দায়
- মালিকানাস্বত্ব
- আয়
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।