হিসাবের-বইসমূহ – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 23
228. নগদান বই অসম্পূর্ণ রাখা যায় না। এর কারণ কী?
- এটা অসম্পূর্ণ রাখলে হিসাবে জটিলতা দেখা দেয়
- নগদান বই অসম্পূর্ণ রাখা আইনত নিষেধ
- নগদান বইয়ের জেরের সাথে নগদান তহবিল মিলানো হয়
- নগদান বই হিসাবের পাকা বই
229. বহুঘরা অগ্রদত্ত নগদান বইয়ের প্রধান বৈশিষ্ট্য কী?
- নির্দিষ্ট পরিমাণ টাকা আগাম প্রদান
- নির্দিষ্ট খাতে খরচ
- নির্দিষ্ট খাত থেকে তহবিল সংরক্ষণ
- নির্দিষ্ট হিসাব খাত
230. বিপরীত দাখিলা কেন দেয়া হয়?
- পূর্ববর্তী বকেয়া ও অগ্রিম আয়-ব্যয় নতুন বছরের আয়-ব্যয় হিসাবের সাথে সমন্বয় করার জন্য
- পূর্ববর্তী আয়-ব্যয় নতুন বছরের আয়-ব্যয় হিসাবের সাথে সমন্বয় করার জন্য
- সম্পদ ও দায় চলতি বছরের আয়-ব্যয়ের সাথে সমন্বয় করার জন্য
- পূর্ববর্তী আয়-ব্যয় হিসাব চলতি বছরের সম্পদ ও দায়ের সাথে সমন্বয় করার জন্য
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।