হিসাববিজ্ঞান-পরিচিতি – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-1 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 9
81. ডা. আকিব হাসানের ক্লিনিকের হিসাব সঠিকভাবে সংরক্ষণ করলে সহায়ক হবে –
- বিক্রয় বৃদ্ধিতে
- মূল্যবোধ সৃষ্টিতে
- কর নির্ধারণে
B,C
82. লুকা প্যাসিওলি ১৪৯৪ সালে তার বিখ্যাত ‘সুম্মা ডি এরিথমেটিকা জিওমেট্রিকা প্রপোরশনিয়েট প্রপোরশনালিটা’ গ্রন্থে হিসাববিজ্ঞানের মূলনীতিটি ব্যাখ্যা করেন। তার প্রদত্ত মূলনীতির ওপর ভিত্তি করে আধুনিক যুগে হিসাববিজ্ঞান এ বিস্তৃত রূপ লাভ করেছে।কোন শতাব্দীতে লুকা প্যাসিওলি হিসাববিজ্ঞানের মূলনীতি প্রদান করেন?
- চতুর্দশ
- পঞ্চদশ
- ষষ্ঠদশ
- সপ্তদশ
83. লুকা প্যাসিওলি প্রদত্ত হিসাববিজ্ঞানের মূলনীতি হলো –
- দুতরফা দাখিলা পদ্ধতি
- ডেটর-ক্রেডিটর নিরূপণ
- হিসাব সমীকরণ
A,B
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।