হিসাববিজ্ঞান-পরিচিতি – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-1 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 8
71. প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা উপস্থাপনের জন্য কোনটি ব্যবহৃত হয়?
- আর্থিক বিবরণী
- ব্যবস্থাপনা
- বাজেট বা পরিকল্পনা
- গ্রাফ বা চার্ট
72. লুকা প্যাসিওলি ব্যাখ্যা করেন –
- একতরফা দাখিলা পদ্ধতি
- গণিত সম্পর্কে
- হিসাবরক্ষণের দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি
- কিছুই না
73. আনিস সাহেব একজন পাইকারি ব্যবসায়ী। তিনি এবং তার কর্মচারী মিলে প্রতিদিন নানা ধরনের পণ্য ক্রয়-বিক্রয় করে থাকেন। কিন্তু তিনি হিসাবরক্ষণে পারদর্শী নন। ফলে সকল লেনদেন হিসাবের খাতায় লিপিবদ্ধ করেন না। তাছাড়া বছর শেষে দোকানে তীব্র অর্থ সংকট দেখা দেয়।আনিস সাহেবকে তার ব্যবসায় চালিয়ে যেতে কোনটি বিবেচনা করা উচিত?
- দক্ষ হিসাবরক্ষক নিয়োগ
- অতিরিক্ত উত্তোলন কমানো
- অভিজ্ঞ অংশীদার গ্রহণ
- ব্যবসায় বন্ধ ঘোষণা
74. আনিস সাহেব সঠিকভাবে লেনদেন নিরূপণ করলে সহায়ক হবে –
- ব্যাংক হতে ঋণ গ্রহণে
- পণ্যের বিক্রয়মূল্য নির্ধারণে
- ভবিষ্যৎ কার্যক্রম নির্ধারণে
A,B,C
75. মালিক কর্তৃক উত্তোলন করা হলে হিসাব সমীকরণের ওপর কী প্রভাব পড়বে?
- সম্পদ হ্রাস স্বত্বাধিকার হ্রাস
- সম্পদ বৃদ্ধি স্বত্বাধিকার বৃদ্ধি
- সম্পদ বৃদ্ধি দায় বৃদ্ধি
- সম্পদ হ্রাস দায় হ্রাস
76. দ্রব্যসামগ্রী ও সেবাকর্ম বিনিময়ের মাধ্যমে কী সৃষ্টি হয়?
- ব্যবসায়িক সম্পর্ক
- ব্যবসায়িক লেনদেন
- ব্যবসায়িক সমৃদ্ধি
- ব্যবসায়িক পরিবর্তন
77. হিসাববিজ্ঞান সৃষ্টি করে –
- সামাজিক সচেতনতা
- মূল্যবোধ
- জবাবদিহিতা
A,B,C
78. মিস. আমিনার ব্যবসায়ে স্থায়ী সম্পদের পরিমাণ ছিল ১,০০,০০০ টাকা, যার উপর ১০% হারে অবচয় ধার্য করা হলো।উদ্দীপকের ঘটনাটি কোন ধরনের লেনদেন?
- নগদ
- অনগদ
- দৃশ্যমান
- বহিঃলেনদেন
79. উক্ত লেনদেনের ফলে হিসাব সমীকরণের –
- E বৃদ্ধি পাবে ১০ ০০০ টাকা
- A হ্রাস পাবে ১০ ০০০ টাকা এবং OE বৃদ্ধি পাবে ১০ ০০০ টাকা
- A এবং OE উভয়ই ১০ ০০০ টাকা হ্রাস পাবে
80. ডা. আকিব হাসান তার ক্লিনিকের আর্থিক লেনদেনের হিসাব যথাযথভাবে সংরক্ষণ করেন। বছর শেষে তার ব্যক্তিগত কর নির্ধারণ প্রক্রিয়া সহজ ও স্বল্প সময়ে সম্ভব হয়। ফলে আয়কর কর্তৃপক্ষতার হিসাব নিকাশ রাখার প্রক্রিয়ায় সন্তোষ প্রকাশ করেন।অর্থের আদান প্রদান সঠিকভাবে লিপিবদ্ধ করা কিসের উদ্দেশ্য?
- ব্যবসায়ের
- দেনা-পাওনার
- হিসাব লিপিবদ্ধকরণের
- হিসাববিজ্ঞানের
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।