হিসাববিজ্ঞান-পরিচিতি – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-1 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 7
61. ব্যবসায়িক লেনদেনের দলিল –
- চালান
- বিল
- ক্যাশমেমো
A,B,C
62. আর্থিক ঘটনার ফলাফলের প্রভাব নিরূপণ পদ্ধতি ও কৌশল আলোচনা করে কোনটি?
- হিসাববিজ্ঞান
- হিসাব সমীকরণ
- মুদ্রানীতি
- মুদ্রা ব্যবস্থা
63. ‘ব্যক্তিগত প্রয়োজনে নগদ অর্থ উত্তোলন’ – হিসাব সমীকরণ –
- A উপাদান হ্রাস পাবে
- L উপাদান হ্রাস পাবে
- E উপাদান হ্রাস পাবে
64. লেনদেন সর্বদা কীসের পরিবর্তন ঘটায়?
- মোট সম্পত্তির
- মোট দায়ের
- মোট মুনাফার
- আর্থিক অবস্থার
65. হিসাবরক্ষণের মূলভিত্তি কোনটি?
- লেনদেন
- জাবেদাভুক্তকরণ
- খতিয়ানভুক্তকরণ
- আর্থিক বিবরণী প্রস্তুতকরণ
66. প্রতিষ্ঠানের দায় পরিশোধ ক্ষমতা যাচাই করে –
- বিনিয়োগকারী
- পাওনাদার
- ক্রেতা
A,B
67. হিসাববিজ্ঞানকে কী বলা হয়?
- ব্যবসায়ের চালিকাশক্তি
- ব্যবসায়ের পরিভাষা
- ব্যবসায়ের হাতিয়ার
- ব্যবসায়ের ভাষা
68. কর্মচারী ও কর্মকর্তা হিসাব তথ্যের কোন ধরনের ব্যবহারকারী?
- অভ্যন্তরীণ
- বাহ্যিক
- অভ্যন্তরীণ ও বাহ্যিক
- হিসাব তথ্য ব্যবহার করে না
69. হিসাববিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো –
- আর্থিক ফলাফল নির্ণয়
- ব্যয় নিয়ন্ত্রণ
- আর্থিক অবস্থা নির্ণয়
A,C
70. জনাব নাসিরের বছরের শুরুতে ১০,০০০ টাকা; মালিকানাস্বত্ব ৪,০০০ টাকা। তাহলে তার দায় কত হবে?
- ৪ ০০০ টাকা
- ৬ ০০০ টাকা
- ১০ ০০০ টাকা
- ১৪ ০০০ টাকা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "হিসাববিজ্ঞান-পরিচিতি - এইচএসসি-হিসাববিজ্ঞান ১মপত্র-1 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 7"