হিসাববিজ্ঞান-পরিচিতি – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-1 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 6
51. উত্তোলন কোন জাতীয় হিসাব?
- দায় হিসাব
- মূলধন হিসাব
- মালিকানাস্বত্ব হিসাব
- আয় হিসাব
52. যে সকল হিসাবখাত সর্বদা ক্রেডিট ব্যালেন্স প্রদর্শন করে সেগুলো হলো –
- সম্পদ
- আয়
- দায়
B,C
53. হিসাব সচেতনতা মানুষকে গড়ে তুলতে সাহায্য করে –
- তথ্য পরিবেশক হিসেবে
- ঋণ খেলাপী হিসেবে
- আত্মবিশ্বাসী হিসেবে
- ব্যয় নিয়ন্ত্রণকারী হিসেবে
54. লেনদেন সংক্রান্ত ঘটনা –
- সর্বদা দৃশ্যমান
- দৃশ্যমান এবং অদৃশ্যমান উভয়ই হতে পারে
- কখনই দৃশ্যমান নয়
55. প্রস্তুর যুগে মানুষ হিসাব রাখত –
- প্রাচীরের গায়ে দাগ কেটে
- রশিতে গিঁট দিয়ে
- পাথর খন্ডে আঁচর কেটে
A,C
56. হিসাব তথ্যের বহিঃস্থ ব্যবহারকারী হলো –
- কর কর্তৃপক্ষ
- ব্যবস্থাপনা
- ঋণদাতা
A,C
57. কোনটি হিসাব সমীকরণের বর্ধিত রূপ?
- A = L + (C+R-E-D)
- A = L – (C+R-E-D)
- A = L + (C-R+E-D)
- A = L + (C+R-E+D)
58. বাকিতে পণ্য ক্রয়ের মাধ্যমে সৃষ্টি হয় –
- দেনাদার
- প্রদেয় হিসাব
- সম্পদ
- কোনোটিই না
59. হিসাববিজ্ঞান সুনির্দিষ্ট নীতিমালা অনুসরণ করে লেনদেন লিপিবদ্ধকরণের পর আর্থিক বিবরণী প্রস্তুতের পর প্রয়োজনীয় তথ্যসমূহ সংশ্লিষ্ট পক্ষকে সরবরাহ করে। পাওনাদার প্রতিষ্ঠানের হিসাব তথ্য ব্যবহার করেন কেন?
- ধারে ক্রয়ের পূর্বে প্রতিষ্ঠানের পণ্যের মান যাচাইয়ের জন্য
- প্রতিষ্ঠানের ব্যবসায়িক দক্ষতা যাচাইয়ের জন্য
- ধারে বিক্রয়ের পূর্বে প্রতিষ্ঠানের দায় পরিশোধ ক্ষমতা যাচাইয়ের জন্য
- প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানার জন্য
60. প্রতিটি লেনদেন কীভাবে হিসাব সমীকরণকে প্রভাবিত করে?
- সম্পদের হ্রাস-বৃদ্ধি ঘটিয়ে
- দায়ের হ্রাস-বৃদ্ধি ঘটিয়ে
- দেনা-পাওনার নিষ্পত্তি ঘটিয়ে
- সম্পদ দায় ও মালিকানাস্বত্বের হ্রাস-বৃদ্ধি ঘটিয়ে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।