হিসাববিজ্ঞান-পরিচিতি – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-1 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 5
41. কোনটি আসবাবপত্র হিসাবে লেখা হবে?
- শো-কেজ ক্রয়
- মেশিন ক্রয়
- মেশিন সংস্থাপন ব্যয়
- ফাইল কভার ক্রয়
42. আধুনিক হিসাববিজ্ঞানের উৎপত্তি –
- ইংল্যান্ডে
- ভারতবর্ষে
- ইতালিতে
- আমেরিকায়
43. পেশাজীবীদের (ডাক্তার, উকিল প্রভৃতি) হিসাব রাখার প্রয়োজন –
- আয়কর নির্ধারণের জন্য
- লাভ-লোকসান নির্ণয়ের জন্য
- আর্থিক বিবরণী প্রস্তুতের জন্য
- আর্থিক বিবরণী বিশ্লেষণের জন্য
44. লুকা প্যাসিওলি পেশায় কী ছিলেন?
- হিসাববিজ্ঞানী ও দার্শনিক
- দার্শনিক ও চিকিৎসক
- দার্শনিক ও গণিত শাস্ত্রবিদ
- হিসাববিজ্ঞানী ও গণিতশাস্ত্রবিদ
45. প্রদেয় হিসাব কোন হিসাবের অন্তর্ভুক্ত?
- সম্পদ হিসাব
- দায় হিসাব
- আয় হিসাব
- মালিকানাস্বত্ব হিসাব
46. সম্পত্তির ওপর মালিকের দাবি বা অধিকারকে বলা হয় –
- সম্পত্তি
- মালিকানাস্বত্ব
- দায়
- মূলধন
47. লেনদেন দৃশ্যমান বা অদৃশ্যমান উভয়ই হতে পারে। অদৃশ্যমান লেনদেন হলো –
- ধারে ক্রয় ৫ ০০০ টাকা
- সুনামের অবলোপন ৬ ০০০ টাকা
- ৮ ০০০ টাকার যন্ত্রপাতির ওপর ২০% অবচয়
B,C
48. মি. শফিক ১লা জুলাই ১,০০,০০০ টাকা ব্যাংক জমা নিয়ে ব্যবসায় শুরু করেন। ৫ তারিখে রাজিবকে ৫,০০০ টাকা একটি বিলে স্বীকৃতি দেন। ১০ তারিখে পণ্যের মূল্য এবং কর হার বৃদ্ধি পায়। ১৫ তারিখে ৫০,০০০ টাকার ঋণ গ্রহণের জন্য ব্যাংকে আবেদন করেন।১ তারিখের ঘটনাটি হিসাব সমীকরণে কী প্রভাব ফেলে?
- A বৃদ্ধি পায় ও E হ্রাস পায়
- A হ্রাস পায় ও E বৃদ্ধি পায়
- A হ্রাস পায় ও L বৃদ্ধি পায়
- A ও E বৃদ্ধি পায়
49. পণ্যের মূল্য বৃদ্ধি ও কর হার বৃদ্ধি হিসাব সমীকরণে কী পরিবর্তন আনে?
- A ও E বৃদ্ধি পায়
- A ও E হ্রাস পায়
- A বৃদ্ধি ও E হ্রাস পায়
- কোন প্রভাব ফেলে না
50. হিসাববিজ্ঞান তথ্যের বাহ্যিক ব্যবহারকারী হলো –
- মালিক
- কর্মচারী
- ঋণ প্রদানকারী
- অভ্যন্তরীণ নিরীক্ষক
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "হিসাববিজ্ঞান-পরিচিতি - এইচএসসি-হিসাববিজ্ঞান ১মপত্র-1 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 5"