হিসাববিজ্ঞান-পরিচিতি – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-1 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 4
31. পাওনাদারের পাওনা ৫,০০০ টাকা পরিশোধ করা হলে হিসাব সমীকরণে পরিবর্তন হবে –
- A উপাদানের
- E উপাদানের
- L উপাদানের
A,C
32. প্রতিটি লেনদেনে জড়িত থাকে –
- অনেক পক্ষ
- দুটি পক্ষ
- তিনটি পক্ষ
- কোনো পক্ষই নয়
33. কোনো ঘটনা দ্বারা ব্যবসায়ের সম্পত্তি, দায় ও স্বত্বাধিকারের কোনো পরিবর্তন ঘটলে তাকে বলা হয় –
- লেনদেন
- আর্থিক লেনদেন
- কারবারি লেনদেন
- লেনদেনের প্রকৃতি
34. কোনটি ব্যবসায়ের জন্য শুধু একটি ঘটনা?
- জামালের নিকট হতে ধারে পণ্য ক্রয় ২ ০০০ টাকা
- করিমের নিকট ৬ ০০০ টাকা পণ্য বিক্রয়
- ফারিয়ার নিকট ২ ০০০ টাকা পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান
- রহিম ২ ৫০০ টাকার পণ্য ফেরত দিল
35. ঋণ হিসাব একটি –
- ব্যয় হিসাব
- দায় হিসাব
- সম্পদ হিসাব
- আয় হিসাব
36. কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের লেনদেনগুলোর প্রত্যেকটি –
- স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র
- পরস্পর সম্পর্কযুক্ত
- কখনো কখনো নির্ভরশীল ও স্বতন্ত্র
- সর্বদা দৃশ্যমান
37. জনাব মামুন জুন মাসের বিজ্ঞাপন খরচ ১,০০,০০০ টাকা চলতি বছরের জানুয়ারি মাসেই পরিশোধ করলেন। এখানে বিজ্ঞাপন খরচটি কোন প্রকার হিসাব?
- ব্যয় হিসাব
- মালিকানাস্বত্ব হিসাব
- সম্পদ হিসাব
- দায়সংক্রান্ত হিসাব
38. কোনটি প্রকৃত হিসাব সমীকরণ?
- সম্পদ = দায় + মালিকানাস্বত্ব
- সম্পদ = দায় – মালিকানাস্বত্ব
- মালিকানাস্বত্ব = সম্পদ – দায়
- মালিকানাস্বত্ব = দায়
39. অগ্রিম বিমা হিসাব –
- সম্পদ হিসাব
- আয় হিসাব
- ব্যয় হিসাব
- দায় হিসাব
40. হিসাব সমীকরণ হলো –
- দায় = সম্পত্তি + স্বত্বাধিকার
- মূলধন = সম্পত্তি + দায়
- সম্পত্তি = দায় + স্বত্বাধিকার
- ডেবিট = ক্রেডিট
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "হিসাববিজ্ঞান-পরিচিতি - এইচএসসি-হিসাববিজ্ঞান ১মপত্র-1 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 4"