হিসাববিজ্ঞান-পরিচিতি – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-1 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 3
21. কোনটি ব্যবসায়িক লেনদেন –
- বিক্রয়ের উদ্দেশ্যে বাকিতে পণ্য ক্রয় ২ ০০০ টাকা
- পণ্য বিক্রয়ের ফরমায়েশ পাওয়া গেল ৫ ০০০ টাকা
- ৩ ০০০ টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ
- মাসিক ২ ০০০ টাকা ভাড়ায় অফিস নেওয়ার সিদ্ধান্ত
22. অগ্রিম আর্ন হিসাব হলো –
- অগ্রিম উপভাড়া
- অগ্রিম শিক্ষানবিস সেলামি
- অগ্রিম ভাড়া
A,B
23. হিসাবের মাধ্যমে কোনটি প্রকাশিত হয়?
- লেনদেনের শ্রেণিবদ্ধ ও সংক্ষিপ্ত বিবরণী
- ব্যবসায়ের দায়সমূহ
- ব্যবসায়ের সম্পদসমূহ
- ব্যবসায়ের আয়-ব্যয়সমূহ
24. লুকা প্যাসিওলি তাঁর ‘সুম্মা ডি এরিথমেটিকা জিওমেট্রিকা প্রপোরশনিয়েট প্রপোরশনালিটা’ গ্রন্থে কী ব্যাখ্যা করেন?
- একতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি
- দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি
- দুতরফা দাখিলা পদ্ধতির আদর্শ
- দুতরফা দাখিলা পদ্ধতির চিত্র
25. অদৃশ্য আর্থিক ঘটনাকে কী বলে?
- লেনদেন বহির্ভূত
- লেনদেন
- সম্ভাব্য লেনদেন
- হিসাব বহির্ভূত
26. ব্যয় বা ক্ষতির ফলে স্বত্বাধিকারের কী পরিবর্তন ঘটবে?
- বৃদ্ধি পাবে
- হ্রাস পাবে
- হ্রাস ও বৃদ্ধি উভয়ই
- অপরিবর্তিত থাকবে
27. হিসাব সমীকরণের ভিত্তিতে হিসাব খাতকে সাধারণত –
- তিন শ্রেণিতে ভাগ করা হয়
- দুই শ্রেণিতে ভাগ করা হয়
- পাঁচ শ্রেণিতে ভাগ করা হয়
- চার শ্রেণিতে ভাগ করা হয়
28. নিচের কোনটির কারণে মোট সম্পদ বৃদ্ধি পায়?
- নগদে পণ্য বিক্রয়
- ব্যাংকে জমাদান
- নগদ ক্রয়
- আসবাবপত্র বিক্রয়
29. জনাব লিটন ধারে পণ্য ক্রয় করার কারণে A – L + E এর কোন কোন উপাদানের পরিবর্তন ঘটবে?
- L ও E
- A ও L
- A ও E
- A L ও E
30. হিসাবের শ্রেণিবিভাগের ভিত্তি –
- চলমান ধারণা
- মিলকরণ
- বকেয়া ধারণা
- ক্রয়মূল্য ধারণা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।