হিসাববিজ্ঞান-পরিচিতি – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-1 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2
11. হিসাব তথ্য ব্যবহারকারী সম্পর্কে প্রযোজ্য তথ্য হলো –
- ব্যবস্থাপনা কর্তৃপক্ষঅভ্যন্তরীণ ব্যবহারকারী
- কর কর্তৃপক্ষবহিঃব্যবহারকারী
- বর্তমান পাওনাদারগণ বহিঃব্যবহারকারী
A,B,C
12. মালিকানাস্বত্বকে কয়টি উপাদান প্রভাবিত করে?
- ৩টি
- ৪টি
- ৫টি
- ৬টি
13. চলমান জের ছক অনুসরণ করে হিসাবের উদ্বৃত্ত নির্ণয় করা হয় কখন?
- প্রতি সপ্তাহ শেষে
- প্রতি মাস শেষে
- প্রতিটি লেনদেন লিপিবদ্ধের পর
- প্রতিদিনের শেষে
14. হিসাববিজ্ঞানের মূল্যবোধ সৃষ্টিতে সহায়তা করে –
- ধর্মীয় অনুশাসন পালন ও নৈতিক চরিত্র গঠনের মাধ্যমে
- সঠিক ও নির্ভুল হিসাবরক্ষণের মাধ্যমে
- মূল্য সংযোজন কর ও আয়কর প্রদানের মাধ্যমে
- সুষ্ঠু ব্যবস্থাপনা এবং পর্যবেক্ষণের মাধ্যমে
15. ব্যবসায় প্রতিষ্ঠান হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী হিসাবে তথ্য ব্যবহার করে কোনটি করে থাকেন?
- লাভ-ক্ষতি নির্ণয়
- ঋণ প্রদান
- ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা গ্রহণ
- বিনিয়োগ বৃদ্ধি
16. সুনির্দিষ্ট নীতিমালা অনুসরণ করে সঠিকভাবে ব্যবসায়ের লেনদেনসমূহের লিপিবদ্ধকরণের মাধ্যমে প্রতিষ্ঠানের ব্যয় নিয়ন্ত্রণ সম্ভব হয়। ব্যয় নিয়ন্ত্রণ হিসাববিজ্ঞানের কী?
- উদ্দেশ্য
- প্রয়োজনীয়তা
- গুরুত্ব
- সুবিধা
17. হিসাববিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয়। কারণ –
- এটি স্বার্থসংশ্লিষ্ট পক্ষকে প্রয়োজনীয় সকল তথ্য প্রকাশ করে
- অতীত কার্যাবলি বর্তমান কর্মকান্ড ও ভবিষ্যতের সম্ভাবনা প্রকাশ করে
- ব্যবসায়ের আর্থিক কার্যাবলির ফলাফল ও অবস্থা প্রকাশ করে
A,B,C
18. মানব সভ্যতার ক্রমবিবর্তনের ইতিহাসের মতোই হিসাববিজ্ঞানের ক্রমবিকাশের ইতিহাস অতি –
- প্রাচীন
- বৈচিত্র্যময়
- আধুনিক
- প্রাচীন ও বৈচিত্র্যময়
19. ট্রেডমার্ক হিসাব একটি –
- ব্যয় হিসাব
- সম্পদ হিসাব
- আয় হিসাব
- দায় হিসাব
20. কোন ঘটনাটি লেনদেন?
- কারবারে হিসাবরক্ষক নিয়োগ
- কর্মচারীদের বেতন প্রদান
- পণ্য বিক্রয়ের ফরমায়েশ গ্রহণ
- আয়করের চিঠি প্রাপ্তি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "হিসাববিজ্ঞান-পরিচিতি - এইচএসসি-হিসাববিজ্ঞান ১মপত্র-1 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2"