হিসাববিজ্ঞান-পরিচিতি – এইচএসসি-হিসাববিজ্ঞান ১মপত্র-1 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1

হিসাববিজ্ঞান-পরিচিতি – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-1 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1

1. দৃশ্যমান ও অদৃশ্যমান উভয়ই হতে পারে –

  1. হিসাব
  2. লেনদেন
  3. মোট ক্ষতি
  4. নিট লাভ

2. দুরতফা দাখিলা পদ্ধতির উৎপত্তিকাল হলো –

  1. ১৯৯৪ সাল
  2. ১৪৯৪ সাল
  3. ১৮৯৪ সাল
  4. ১৫৯৪ সাল

3. লুকা প্যাসিওলি কোন বিষয়ের ওপর তাঁর বহুল আলোচিত গ্রন্থখানি লিখেছেন?

  1. হিসাববিজ্ঞানের ওপর
  2. দুতরফা দাখিলার ওপর
  3. গণিতশাস্ত্রের ওপর
  4. দর্শনশাস্ত্রের ওপর

4. অর্থ সম্পর্কীয় ঘটনা থেকে উৎপত্তি –

  1. হিসাবের
  2. লেনদেনের
  3. ব্যবসায়ের
  4. উপরের সবকটি

5. কোন দায়ের মাধ্যমে প্রদেয় হিসাব সৃষ্টি হয়?

  1. অন্তঃদায়
  2. বহিঃদায়
  3. চলতি দায়
  4. মালিকের নিকট দায়

6. হিসাববিজ্ঞান প্রয়োগের মাধ্যমে সঠিক সময়ে ঋণ পরিশোধ একজন ব্যক্তির কোন বৈশিষ্ট্যটি প্রকাশ করে?

  1. জবাবদিহিতা
  2. সামাজিক মূল্যবোধ
  3. ঋণ পরিশোধ সচেতনতা
  4. নিয়মানুবর্তিতা

7. হিসাববিজ্ঞানের মৌলিক সমীকরণ কোনটি?

  1. A – L = OE
  2. A – OE = L
  3. A = L + C + 1 – E
  4. A = L + OE

8. হিসাববিজ্ঞানের উন্নতিতে অবদান রাখে –

  1. বিজ্ঞানের অগ্রগতি
  2. প্রযুক্তির অগ্রগতি
  3. ব্যবসা-বাণিজ্যের অগ্রগতি

9. প্রচলিত পদ্ধতিতে ‘বকেয়া বেতন হিসাব’ কোন ধরনের হিসাব?

  1. সম্পত্তিবাচক হিসাব
  2. ব্যক্তিবাচক হিসাব
  3. দায়বাচক হিসাব
  4. ব্যয়বাচক হিসাব

10. চালানে কী কী বিষয় থাকে?

  1. পণ্যের পরিমাণ ও দর
  2. মূল্য পরিশোধের শর্ত
  3. ক্রেতা ও বিক্রেতার নাম

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline