হিসাববিজ্ঞান-পরিচিতি – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-1 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1
1. দৃশ্যমান ও অদৃশ্যমান উভয়ই হতে পারে –
- হিসাব
- লেনদেন
- মোট ক্ষতি
- নিট লাভ
2. দুরতফা দাখিলা পদ্ধতির উৎপত্তিকাল হলো –
- ১৯৯৪ সাল
- ১৪৯৪ সাল
- ১৮৯৪ সাল
- ১৫৯৪ সাল
3. লুকা প্যাসিওলি কোন বিষয়ের ওপর তাঁর বহুল আলোচিত গ্রন্থখানি লিখেছেন?
- হিসাববিজ্ঞানের ওপর
- দুতরফা দাখিলার ওপর
- গণিতশাস্ত্রের ওপর
- দর্শনশাস্ত্রের ওপর
4. অর্থ সম্পর্কীয় ঘটনা থেকে উৎপত্তি –
- হিসাবের
- লেনদেনের
- ব্যবসায়ের
- উপরের সবকটি
5. কোন দায়ের মাধ্যমে প্রদেয় হিসাব সৃষ্টি হয়?
- অন্তঃদায়
- বহিঃদায়
- চলতি দায়
- মালিকের নিকট দায়
6. হিসাববিজ্ঞান প্রয়োগের মাধ্যমে সঠিক সময়ে ঋণ পরিশোধ একজন ব্যক্তির কোন বৈশিষ্ট্যটি প্রকাশ করে?
- জবাবদিহিতা
- সামাজিক মূল্যবোধ
- ঋণ পরিশোধ সচেতনতা
- নিয়মানুবর্তিতা
7. হিসাববিজ্ঞানের মৌলিক সমীকরণ কোনটি?
- A – L = OE
- A – OE = L
- A = L + C + 1 – E
- A = L + OE
8. হিসাববিজ্ঞানের উন্নতিতে অবদান রাখে –
- বিজ্ঞানের অগ্রগতি
- প্রযুক্তির অগ্রগতি
- ব্যবসা-বাণিজ্যের অগ্রগতি
A,B,C
9. প্রচলিত পদ্ধতিতে ‘বকেয়া বেতন হিসাব’ কোন ধরনের হিসাব?
- সম্পত্তিবাচক হিসাব
- ব্যক্তিবাচক হিসাব
- দায়বাচক হিসাব
- ব্যয়বাচক হিসাব
10. চালানে কী কী বিষয় থাকে?
- পণ্যের পরিমাণ ও দর
- মূল্য পরিশোধের শর্ত
- ক্রেতা ও বিক্রেতার নাম
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "হিসাববিজ্ঞান-পরিচিতি - এইচএসসি-হিসাববিজ্ঞান ১মপত্র-1 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1"