হিসাববিজ্ঞানের-নীতিমালা – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 55
541. মি. কাযেস বছরের শুরুতে ২,৫০,০০০ টাকার আসবাবপত্র ক্রয় করেন। ১০% হারে অবচয় ধরতে হবে। মি. কায়েসকে বছরের শেষে চলমান প্রতিষ্ঠান ধারণা অনুসারে মুনাফা জাতীয় খরচ হিসাবে কত টাকা দেখাতে হবে?
- ২২৫০০০ টাকা
- ২৫০০০ টাকা
- ২৭৫০০০ টাকা
- ২৫০০০০ টাকা
542. হিসাবসংরক্ষণ কাজে সকলের কাছে গ্রহণযোগ্য ও একই অর্থবোধক করতে কিছু সাধারণ নীতিমালা প্রয়োজন কেন?
- হিসাবরক্ষণ কাজের বিশৃঙ্কলা দূর করার জন্য
- বেশি মুনাফা করার জন্য
- অন্যকে বুঝতে না দেওয়ার জন্য
- তথ্য গোপন রাখার জন্য
543. কোন সংগঠন হিসাববিজ্ঞানের সমস্যা সমাধানে তত্ত্বগত বিষয়ে গবেষণা করেন?
- AAA
- A1CPA
- SEC
- FASB
544. মিলকরণ বা ম্যাচিং ধারণার কাজ হলো –
- আয়ের সাথে খরচের মিলকরণ
- সম্পদের সাথে দায়ের মিলকরণ
- সম্পদের সাথে মূলধনের মিলকরণ
- দায়ের সাথে মূলধনের মিলকরণ
545. হিসাববিজ্ঞান নীতির বৈশিষ্ট্য হলো –
- সর্বজনস্বীকৃত
- একটি দেশেই স্বীকৃত
- স্বতঃসিদ্ধ
A,C
546. একটি বড় কারবার প্রতিষ্ঠানে ছোটখাটো সম্পত্তি ক্রয় উদ্বৃত্তপত্রে দেখানো হয় না হিসাববিজ্ঞানের কোন নীতি অনুসারে?
- সামঞ্জস্যতা
- আপেক্ষিক গুরুত্ব
- চলমান প্রতিষ্ঠান
- মিলকরণ
547. ব্যবসায় প্রতিষ্ঠানের কোনো স্থায়ী সম্পত্তির মূল্য আর্থিক অবস্থার বিবরণীতে বর্তমান মূল্যে না লিখে ক্রয়মূল্যে লেখা হয় –
- ব্যবসায় সত্তা ধারণা
- আদায়করণ ধারণা
- ঐতিহাসিক মূল্য
- পূর্বের কোনটিই নয়
548. জনাব শহীদুল ইসলাম একদিন হিসাববিজ্ঞান ক্লাসে হিসাববিজ্ঞান নীতিমালা নিয়ে আলোচনা করলেন। তিনি বললেন GAAP প্রণীত হওয়ার পূর্বে হিসাবরক্ষণ কাজে নানা রকম সমস্যা হতো। তাই মানুষের প্রয়োজনেই এ নীতিমালা প্রবর্তিত হয়েছে। এসকল নীতি আমাদের জানা প্রয়োজন।GAAP প্রণয়ন করার পূর্বে যে অসুবিধাগুলোহতো-
- এক এক দেশে এক এক পদ্ধতিতে হিসাব রাখা হতো
- হিসাব তথ্যের নির্ভরযোগ্যতা ছিল না
- হিসাব তথ্যের মধ্যে সামঞ্জস্যতা চিল না
A,B,C
549. উদ্দীপকে উল্লিখিত হিসাববিজ্ঞান নীতি ও প্রথাসমূহ-
- মানুষের সৃষ্টি
- পদার্থ/রসায়ন বিদ্যার নীতির মত
- পরিবর্তনশীল
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।