হিসাববিজ্ঞানের-নীতিমালা – এইচএসসি-হিসাববিজ্ঞান ১মপত্র-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 55

 

হিসাববিজ্ঞানের-নীতিমালা – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 55

541. মি. কাযেস বছরের শুরুতে ২,৫০,০০০ টাকার আসবাবপত্র ক্রয় করেন। ১০% হারে অবচয় ধরতে হবে। মি. কায়েসকে বছরের শেষে চলমান প্রতিষ্ঠান ধারণা অনুসারে মুনাফা জাতীয় খরচ হিসাবে কত টাকা দেখাতে হবে?

  1. ২২৫০০০ টাকা
  2. ২৫০০০ টাকা
  3. ২৭৫০০০ টাকা
  4. ২৫০০০০ টাকা

542. হিসাবসংরক্ষণ কাজে সকলের কাছে গ্রহণযোগ্য ও একই অর্থবোধক করতে কিছু সাধারণ নীতিমালা প্রয়োজন কেন?

  1. হিসাবরক্ষণ কাজের বিশৃঙ্কলা দূর করার জন্য
  2. বেশি মুনাফা করার জন্য
  3. অন্যকে বুঝতে না দেওয়ার জন্য
  4. তথ্য গোপন রাখার জন্য

543. কোন সংগঠন হিসাববিজ্ঞানের সমস্যা সমাধানে তত্ত্বগত বিষয়ে গবেষণা করেন?

  1. AAA
  2. A1CPA
  3. SEC
  4. FASB

544. মিলকরণ বা ম্যাচিং ধারণার কাজ হলো –

  1. আয়ের সাথে খরচের মিলকরণ
  2. সম্পদের সাথে দায়ের মিলকরণ
  3. সম্পদের সাথে মূলধনের মিলকরণ
  4. দায়ের সাথে মূলধনের মিলকরণ

545. হিসাববিজ্ঞান নীতির বৈশিষ্ট্য হলো –

  1. সর্বজনস্বীকৃত
  2. একটি দেশেই স্বীকৃত
  3. স্বতঃসিদ্ধ

546. একটি বড় কারবার প্রতিষ্ঠানে ছোটখাটো সম্পত্তি ক্রয় উদ্বৃত্তপত্রে দেখানো হয় না হিসাববিজ্ঞানের কোন নীতি অনুসারে?

  1. সামঞ্জস্যতা
  2. আপেক্ষিক গুরুত্ব
  3. চলমান প্রতিষ্ঠান
  4. মিলকরণ

547. ব্যবসায় প্রতিষ্ঠানের কোনো স্থায়ী সম্পত্তির মূল্য আর্থিক অবস্থার বিবরণীতে বর্তমান মূল্যে না লিখে ক্রয়মূল্যে লেখা হয় –

  1. ব্যবসায় সত্তা ধারণা
  2. আদায়করণ ধারণা
  3. ঐতিহাসিক মূল্য
  4. পূর্বের কোনটিই নয়

548. জনাব শহীদুল ইসলাম একদিন হিসাববিজ্ঞান ক্লাসে হিসাববিজ্ঞান নীতিমালা নিয়ে আলোচনা করলেন। তিনি বললেন GAAP প্রণীত হওয়ার পূর্বে হিসাবরক্ষণ কাজে নানা রকম সমস্যা হতো। তাই মানুষের প্রয়োজনেই এ নীতিমালা প্রবর্তিত হয়েছে। এসকল নীতি আমাদের জানা প্রয়োজন।GAAP প্রণয়ন করার পূর্বে যে অসুবিধাগুলোহতো-

  1. এক এক দেশে এক এক পদ্ধতিতে হিসাব রাখা হতো
  2. হিসাব তথ্যের নির্ভরযোগ্যতা ছিল না
  3. হিসাব তথ্যের মধ্যে সামঞ্জস্যতা চিল না

549. উদ্দীপকে উল্লিখিত হিসাববিজ্ঞান নীতি ও প্রথাসমূহ-

  1. মানুষের সৃষ্টি
  2. পদার্থ/রসায়ন বিদ্যার নীতির মত
  3. পরিবর্তনশীল

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline