হিসাববিজ্ঞানের-নীতিমালা – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 54
531. মি. আজাদের মালিকানাস্বত্বের পরিমাণ কত?
- ১৩০০০০ টাকা
- ১৫০০০০ টাকা
- ১৭০০০০ টাকা
- ২২০০০০ টাকা
532. প্রত্যেক হিসাবকাল শেষে আর্থিক বিবরণী তৈরি করলে –
- হিসাবকাল শেষে প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল জানা যায়
- হিসাবকাল শেষে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানা যায়
- হিসাবকালের সাথে অন্য হিসাবকালের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থার তুলনা করা যায়
A,B,C
533. কোন নীতির আলোকে আয়ব্যয়কে মূলধন ও মুনাফাজাতীয় শ্রেণিতে বিভক্ত করা হয়?
- চলমান প্রতিষ্ঠান নীতি
- ব্যবসায়িক সত্তা নীতি
- দ্বৈতসত্তার নীতি
- রক্ষণশীলতার নীতি
534. কোন নীতি অনুযায়ী সম্ভাব্য দায় আর্থিক বিবরণীতে ‘Font Notes’ আকারে দেখানো হয়?
- ক্রয়মূল্য নীতি
- রক্ষণশীল নীতি
- মিলকরণ নীতি
- পূর্ণ প্রকাশ নীতি
535. চূড়ান্ত বা প্রকৃত নীট আয়-ব্যয় নির্ণয় সম্ভব-
- জীবনকালের ভিত্তিতে হিসাব করলে
- ব্যবসায়ের অবসায়ন কালে হিসাব করলে
- যখন সমস্ত সম্পদ বিক্রি করে সমস্ত দায় পরিশোধ করা হবে
A,B,C
536. 1AS এর বর্তমান নাম কী?
- 1FRS
- FASB
- 1FAC
- 1FBC
537. FASB-এর মতে হিসাব সংক্রান্ত ধারণাকে কী বলা হয়?
- অনুমান
- প্রথা
- নীতি
- সীমাবদ্ধতা
538. হিসাববিজ্ঞান নীতির বৈশিষ্ট্য হলো-
- সর্বজনস্বীকৃত
- একটি দেশেই স্বীকৃত
- স্বত্বঃসিদ্ধ
B,C
539. হিসাববিজ্ঞানের কোন নীতি বা ধারণা স্বীকার করলে অব্যবহৃত সম্পত্তিকে আর্থিক অবস্থার বিবরণী দেখানো যায়?
- হিসাবকাল ধারণা
- চলমান ব্যবসায় প্রতিষ্ঠান ধারণা
- ক্রয়মূল্য নীতি
- পূর্ণ প্রকাশের নীতি
540. বিক্রয়যোগ্য সিকিউরিটিজ কোন মূল্যে আর্থিক অবস্থার বিবরণীতে দেখাতে হয়?
- ক্রয়মূল্যে
- বাজারমূল্যে
- ক্রয়মূল্য অথবা বাজারমূল্যে যেদি বেশি
- ক্রয়মূল্য অথবা বাজারমূল্য যেটি কম
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "হিসাববিজ্ঞানের-নীতিমালা - এইচএসসি-হিসাববিজ্ঞান ১মপত্র-5 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 54"