হিসাববিজ্ঞানের-নীতিমালা – এইচএসসি-হিসাববিজ্ঞান ১মপত্র-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 54

হিসাববিজ্ঞানের-নীতিমালা – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 54

531. মি. আজাদের মালিকানাস্বত্বের পরিমাণ কত?

  1. ১৩০০০০ টাকা
  2. ১৫০০০০ টাকা
  3. ১৭০০০০ টাকা
  4. ২২০০০০ টাকা

532. প্রত্যেক হিসাবকাল শেষে আর্থিক বিবরণী তৈরি করলে –

  1. হিসাবকাল শেষে প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল জানা যায়
  2. হিসাবকাল শেষে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানা যায়
  3. হিসাবকালের সাথে অন্য হিসাবকালের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থার তুলনা করা যায়

533. কোন নীতির আলোকে আয়ব্যয়কে মূলধন ও মুনাফাজাতীয় শ্রেণিতে বিভক্ত করা হয়?

  1. চলমান প্রতিষ্ঠান নীতি
  2. ব্যবসায়িক সত্তা নীতি
  3. দ্বৈতসত্তার নীতি
  4. রক্ষণশীলতার নীতি

534. কোন নীতি অনুযায়ী সম্ভাব্য দায় আর্থিক বিবরণীতে ‘Font Notes’ আকারে দেখানো হয়?

  1. ক্রয়মূল্য নীতি
  2. রক্ষণশীল নীতি
  3. মিলকরণ নীতি
  4. পূর্ণ প্রকাশ নীতি

535. চূড়ান্ত বা প্রকৃত নীট আয়-ব্যয় নির্ণয় সম্ভব-

  1. জীবনকালের ভিত্তিতে হিসাব করলে
  2. ব্যবসায়ের অবসায়ন কালে হিসাব করলে
  3. যখন সমস্ত সম্পদ বিক্রি করে সমস্ত দায় পরিশোধ করা হবে

536. 1AS এর বর্তমান নাম কী?

  1. 1FRS
  2. FASB
  3. 1FAC
  4. 1FBC

537. FASB-এর মতে হিসাব সংক্রান্ত ধারণাকে কী বলা হয়?

  1. অনুমান
  2. প্রথা
  3. নীতি
  4. সীমাবদ্ধতা

538. হিসাববিজ্ঞান নীতির বৈশিষ্ট্য হলো-

  1. সর্বজনস্বীকৃত
  2. একটি দেশেই স্বীকৃত
  3. স্বত্বঃসিদ্ধ

539. হিসাববিজ্ঞানের কোন নীতি বা ধারণা স্বীকার করলে অব্যবহৃত সম্পত্তিকে আর্থিক অবস্থার বিবরণী দেখানো যায়?

  1. হিসাবকাল ধারণা
  2. চলমান ব্যবসায় প্রতিষ্ঠান ধারণা
  3. ক্রয়মূল্য নীতি
  4. পূর্ণ প্রকাশের নীতি

540. বিক্রয়যোগ্য সিকিউরিটিজ কোন মূল্যে আর্থিক অবস্থার বিবরণীতে দেখাতে হয়?

  1. ক্রয়মূল্যে
  2. বাজারমূল্যে
  3. ক্রয়মূল্য অথবা বাজারমূল্যে যেদি বেশি
  4. ক্রয়মূল্য অথবা বাজারমূল্য যেটি কম

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline