হিসাববিজ্ঞানের-নীতিমালা – এইচএসসি-হিসাববিজ্ঞান ১মপত্র-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 53

হিসাববিজ্ঞানের-নীতিমালা – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 53

521. দেশের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক অবস্থার ভিত্তিতে গড়ে ওঠা নিয়মকানুন যেটি হিসাববিজ্ঞানে অনুসরণ করা হয়, তাকে বলা হয় –

  1. হিসাববিজ্ঞানের বৈশিষ্ট্য
  2. হিসাববিজ্ঞানের নীতি
  3. হিসাববিজ্ঞানের প্রথা
  4. হিসাববিজ্ঞানের অনুমান

522. মিলকরণ নীতির ব্যতিক্রম হলো-

  1. সম্পদ বিক্রয়লব্ধ অর্থ আর্ন বিবরণীতে রাজস্ব আয়স্বরূপে আসে না
  2. সম্পদের বিক্রয়জনিত ক্ষতি আর্ন বিবরণীতে ডেবিট হয়
  3. প্রত্যক্ষ বা পরোক্ষ কোন আয়ের সাথেই এগুলোর সংযোগসূত্র নেই

523. 1nternat1onal Account1ng Standard Comm1ttee (1ASC) কোনটি প্রচলন করে?

  1. 1AS
  2. GAAP
  3. 1FA
  4. 1RS

524. পৃথক সত্তার ধারণার সৃষ্টি হয়েছে-

  1. হিসাব সমীকরণ
  2. A=L+OE
  3. দায়সমূহ+মালিকানাস্বত্ব=সম্পত্তিসমূহ

525. চলমান প্রতিষ্ঠান ধারনা অনুযায়ী-

  1. মনে করা হয় প্রতিষ্ঠান অদূর ভবিষ্যতে বিলুপ্ত হবে না
  2. স্থায়ী সম্পত্তি বাজারমূল্যে লেখা হয় না
  3. সম্পদ ও দায়কে চলতি স্থায়ী এ দুই ভাগে ভাগ করা হয়

526. হিসাববিজ্ঞান নীতিমালার বৈশিষ্ট্য হচ্ছে –

  1. এর আন্তর্জাতিক স্বীকৃতি আছে
  2. পৃথিবীর সকল দেশেই ব্যবহৃত হয় বলে এর ব্যবহার বিস্তৃত
  3. এর ভিত্তিতে হিসাবসংক্রান্ত আইন প্রণয়ন করা হয়

527. ব্যবসায় প্রতিষ্ঠানকে এর মালিক থেকে সম্পূর্ণ পৃথক বিবেচনা করা হয় কোন নীতির ভিত্তিতে?

  1. দ্বৈতসত্তার নীতি
  2. ব্যবসায়িক সত্তা নীতি
  3. চলমান প্রতিষ্ঠান নীতি
  4. রক্ষণশীলতার নীতি

528. ব্যবসায় ও মালিককে একই স্বত্বা হিসাবে গণ্য কোনটির সাথে অসামঞ্জস্য?

  1. আয় শনাক্তকরণ নীতি
  2. অর্থনৈতিক ধারণা
  3. সমন্বয় নীতি
  4. ব্যবসায়িক স্বত্বা ধারণা

529. GAAP – এর পূর্ণরূপ কী?

  1. General Account1ng Accepted Pr1nc1ples
  2. General Account1ng Account1ng Pr1nc1ples
  3. Generally Accepted Account1ng Pol1cy
  4. Generally Accepted Account1ng Pr1nc1pal

530. ১ তারিখের ঘটনাটি কোন ধরনের লেনদেন?

  1. মুনাফা জাতীয় প্রাপ্তি
  2. মুনাফা জাতীয় আয়
  3. মূলধন জাতীয় প্রাপ্তি
  4. মূলধন জাতীয় আয়

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline