হিসাববিজ্ঞানের-নীতিমালা – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 51
501. চলতি সম্পত্তির মূল্যায়ন কোন নীতির ক্ষেত্রে প্রযোজ্য?
- ক্রয়মূল্য
- হিসাবকাল নীতি
- বস্তুনিষ্ঠতার নীতি
- রক্ষণশীল নীতি
502. সম্ভাব্য সকল প্রকার ক্ষতি ও ব্যয়কে হিসাবভুক্ত করা কিন্তু সম্ভাব্য আয়কে হিসাবভুক্ত না করা – এটা কোন নীতি?
- রক্ষণশীলতা নীতি
- ব্যবসায়িক সত্তা ধারণা
- চলমান প্রতিষ্ঠান ধারণা
- ম্যাচিং নতি
503. হিসাব তথ্য লিপিবদ্ধ করবার সময় তথ্যে কতটুকু প্রাসঙ্গিকতা হচ্ছে তা যাচাই করা হয়। – কোন প্রথা অনুসারে?
- রক্ষণশীলতা প্রথা
- সামঞ্জস্যশীলতা প্রথা
- বস্তুনিষ্ঠতার প্রথা
- ব্যয় সুবিধা সম্পর্ক প্রথা
504. মজুদ পণ্য মূল্যায়ন হিসাববিজ্ঞানের কোন নীতি অনুসারে করা হয়?
- চলমান
- পূর্ণ প্রকাশ
- রক্ষণশীলতা
- ব্যয়
505. কোন নীতির ওপর ভিত্তি করে স্থায়ী সম্পত্তির আয়ুষ্কাল বিবেচনা করা হয়?
- হিসাবকাল
- ক্রয়মূল্য
- চলমান প্রতিষ্ঠান
- হিসাব সত্তা
506. বছর শেষে বন্ধ করে দিতে হয় অস্থায়ী হিসাবসমূহকে কোনটি অনুযায়ী?
- মিলকরণ নীতি
- আয় স্বীকৃতি নীতি
- কালীন অনুমান
- পূর্ণপ্রকাশ নীতি
507. আর্ন কম এবং ব্যয় বেশি ধরা কোনটির মূল কথা?
- পূর্ণ প্রকাশ নীতির
- বস্তু নিষ্ঠার সীমাবদ্ধতার
- মিলকরণ নীতির
- রক্ষণশীলতার সীমাবদ্ধতার
508. FASB কোয়ায় অবস্থিত?
- USA
- UK
- Bangladesh
- 1nd1a
509. কোন ধারণার আলোকে আয়-ব্যয়কে মূলধনজাতীয় ও মুনাফাজাতীয় শ্রেণিতে বিভক্ত করা হয়?
- ব্যবসায়িক সত্তা ধারণা
- চলমান প্রতিষ্ঠান ধারণা
- আর্থিক একক ধারণা
- হিসাবকাল ধারণা
510. হিসাববিজ্ঞানের কোন নীতি অনুযায়ী স্থায়ী সম্পদ লিপিবদ্ধ করা হয়?
- পূর্ণ প্রকাশ
- ঐতিহাসিক মূল্য
- রক্ষণশীলতা
- সামঞ্জস্যতা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।