হিসাববিজ্ঞানের-নীতিমালা – এইচএসসি-হিসাববিজ্ঞান ১মপত্র-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 50

 

হিসাববিজ্ঞানের-নীতিমালা – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 50

491. পূর্ণপ্রকাশ নীতি অনুযায়ী তথ্য হবে-

  1. প্রাসঙ্গিক বিশ্বাসযোগ্য
  2. তুলনাযোগ্য
  3. সামঞ্জস্যপূর্ণ

492. কোন নীতি অনুসারে শিল্পখাতে বিশেষ হিসাব অনুমোদন করা হয়?

  1. সত্তানীতি
  2. পূর্নপ্রকাশ
  3. রক্ষণশীলতা
  4. শিল্পনীতি

493. যে সংগঠন আন্তর্জাতিক হিসাব মান প্রণয়ন করে –

  1. FASB
  2. 1ASC
  3. GAAP
  4. 1FRS

494. হিসাববিজ্ঞানের কোন ধারণা অনুযায়ী একটি সম্পদ বাজারমূল্যে লিপিবদ্ধ না হয়ে ক্রয়ের মূল্যে লিপিবদ্ধ করার যৌক্তিকতা প্রদান করে?

  1. পূর্ণ প্রকাশ
  2. ঐতিহাসিক মূল্য
  3. রক্ষণশীলতা
  4. বস্তুনিষ্ঠতা

495. চলমান প্রতিষ্ঠান অনুমানের ভিত্তিতে খরচ ও আর্ন লিপিবদ্ধ হয়-

  1. ক্রয়-বিক্রয় হিসাবে
  2. বিশদ-আয় বিবরণীতে
  3. আর্থিক অবস্থার বিবরণীতে

496. আর্থিক অবস্থা নির্ণয়ের উপাদানগুলো হলো –

  1. সম্পদ
  2. দায়
  3. মালিকানাস্বত্ব

497. ব্যবসায় প্রতিষ্ঠানকে মালিক থেকে পৃথক করা হয় –

  1. হিসাবকাল ভিত্তিতে
  2. চলমান প্রতিষ্ঠান ভিত্তিতে
  3. ব্যবসায়িক সত্তার ভিত্তিতে
  4. আর্থিক একক ভিত্তিতে

498. বাড়িভাড়া ৫০০ টাকা অগ্রিম পাওয়া গেছে। এটি কোন নীতি অনুযায়ী প্রাপ্ত বাড়িভাড়া থেকে বাদ যাবে?

  1. বকেয়া ধারণা
  2. হিসাবকাল ধারণা
  3. চলমান প্রতিষ্ঠান
  4. সামঞ্জস্যতা

499. রক্ষণশীলতা মাত্রাতিরিক্ত হলে কোনটি হয়?

  1. নীতির যথাযথ প্রয়োগ হয়
  2. নীতি উপেক্ষিত হয়
  3. সাদারণ সঞ্চিতি সৃষ্টি হয়
  4. গোপন সঞ্চিতি সৃষ্টি হয়

500. রক্ষণশীল প্রথা অনুযায়ী –

  1. সম্ভব খরচ ও ক্ষতি সমন্বয় করা
  2. সম্ভব সম্পদ বা আর্ন সমন্বয় হয়
  3. সম্ভব দায় সমন্বয় হয়

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline