হিসাববিজ্ঞানের-নীতিমালা – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 50
491. পূর্ণপ্রকাশ নীতি অনুযায়ী তথ্য হবে-
- প্রাসঙ্গিক বিশ্বাসযোগ্য
- তুলনাযোগ্য
- সামঞ্জস্যপূর্ণ
A,B,C
492. কোন নীতি অনুসারে শিল্পখাতে বিশেষ হিসাব অনুমোদন করা হয়?
- সত্তানীতি
- পূর্নপ্রকাশ
- রক্ষণশীলতা
- শিল্পনীতি
493. যে সংগঠন আন্তর্জাতিক হিসাব মান প্রণয়ন করে –
- FASB
- 1ASC
- GAAP
- 1FRS
494. হিসাববিজ্ঞানের কোন ধারণা অনুযায়ী একটি সম্পদ বাজারমূল্যে লিপিবদ্ধ না হয়ে ক্রয়ের মূল্যে লিপিবদ্ধ করার যৌক্তিকতা প্রদান করে?
- পূর্ণ প্রকাশ
- ঐতিহাসিক মূল্য
- রক্ষণশীলতা
- বস্তুনিষ্ঠতা
495. চলমান প্রতিষ্ঠান অনুমানের ভিত্তিতে খরচ ও আর্ন লিপিবদ্ধ হয়-
- ক্রয়-বিক্রয় হিসাবে
- বিশদ-আয় বিবরণীতে
- আর্থিক অবস্থার বিবরণীতে
B,C
496. আর্থিক অবস্থা নির্ণয়ের উপাদানগুলো হলো –
- সম্পদ
- দায়
- মালিকানাস্বত্ব
A,B,C
497. ব্যবসায় প্রতিষ্ঠানকে মালিক থেকে পৃথক করা হয় –
- হিসাবকাল ভিত্তিতে
- চলমান প্রতিষ্ঠান ভিত্তিতে
- ব্যবসায়িক সত্তার ভিত্তিতে
- আর্থিক একক ভিত্তিতে
498. বাড়িভাড়া ৫০০ টাকা অগ্রিম পাওয়া গেছে। এটি কোন নীতি অনুযায়ী প্রাপ্ত বাড়িভাড়া থেকে বাদ যাবে?
- বকেয়া ধারণা
- হিসাবকাল ধারণা
- চলমান প্রতিষ্ঠান
- সামঞ্জস্যতা
499. রক্ষণশীলতা মাত্রাতিরিক্ত হলে কোনটি হয়?
- নীতির যথাযথ প্রয়োগ হয়
- নীতি উপেক্ষিত হয়
- সাদারণ সঞ্চিতি সৃষ্টি হয়
- গোপন সঞ্চিতি সৃষ্টি হয়
500. রক্ষণশীল প্রথা অনুযায়ী –
- সম্ভব খরচ ও ক্ষতি সমন্বয় করা
- সম্ভব সম্পদ বা আর্ন সমন্বয় হয়
- সম্ভব দায় সমন্বয় হয়
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "হিসাববিজ্ঞানের-নীতিমালা - এইচএসসি-হিসাববিজ্ঞান ১মপত্র-5 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 50"