হিসাববিজ্ঞানের-নীতিমালা – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 49
486. মিলকরণ নীতির ব্যতিক্রম হলো-
- সম্পদ বিক্রয়লব্ধ অর্থ আর্ন বিবরণীতে রাজস্ব আয়স্বরূপে আসে না
- সম্পদের বিক্রয়জনিত ক্ষতি আর্ন বিবরণীতে ডেবিট হয়
- প্রত্যক্ষ বা পরোক্ষ কোন আয়ের সাথেই এগুলোর সংযোগসূত্র নেই
A,B,C
487. সমাপনী মজুদ পণ্যের মূল্য নির্ধারণে হিসাববিজ্ঞানের রক্ষণশীলতা নীতি অনুসরণ করার কারণ –
- আয় কম দেখানোর মাধ্যমে কর ফাঁকি দেওয়ার জন্য
- গোপন সঞ্চিতি সৃষ্টি করা
- ব্যবসায়ের প্রকৃত লাভকে গোপন করা
- ভবিষ্যতে মজুদ পণ্যের প্রকৃত বিক্রয়মূল্য অজানা থাকায়
488. সত্বামূলক ধাণার মূল ভিত্তি হলো-
- ব্যবসায়ে সম্পদের উপর মালিক পক্ষের অধিকার
- ব্যবসায়ের সম্পদের উপর তৃতীয় পক্ষের অধিকার
- ব্যবসায় ও মালিক এক নয়
489. সমন্বয় জাবেদা তৈরির সাথে সংশ্লিষ্ট হিসাববিজ্ঞানের ধারণা হলো –
- চলমান প্রতিষ্ঠান ধারণা
- মিলকরণ ধারণা
- ক্রয়মূল্য ধারণা
A,B
490. মি. আইয়ুব ব্যবসায় প্রয়োজনে নগদে ৬০,০০০ টাকা এবং ধারে ১,২৫,০০০ টাকার পণ্য বিক্রয় করল। রাজস্ব স্বীকৃতি অনুসারে আর্ন হিসাবে কত টাকা দেকাতে হবে?
- ১৮৫০০০ টাকা
- ১২০০০০ টাকা
- ৬৫০০০ টাকা
- ৬০০০০ টাকা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।