স্বাধীন-বাংলাদেশ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 201
2001. বিএনপি ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে কতটি আসন লাভ করে?
- ১৮০টি
- ১৯৭টি
- ২০৭টি
- ২২০টি
2002. ৭ মার্চের ভাষণ থেকে বাঙালিরা পায় –
- সান্ত্বনা ও সহনশীল হওয়ার উপদেশ
- ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা
- মুক্তিযুদ্ধের নির্দেশনা
B,C
2003. বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রচারসেল মুক্তিযুদ্ধের সময় নিচের কোনটি প্রকাশ করত?
- বই
- পুস্তিকা
- পত্রিকা
- কথিকা সংকলন
2004. বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন?
- কে এম শফিউল্লাহ
- এ কে খন্দকার
- এম এ জি ওসমানী
- মেজর জিয়াউর রহমান
2005. বাংলাদেশের পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান লক্ষ্য কী?
- শিল্পায়ন
- ব্যবসা-বাণিজ্য করা
- দারিদ্র্য বিমোচন
- আমদানি বৃদ্ধিকরণ
2006. বাঙালি জাতির সকল আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পারন করে কোন সমাজ?
- সাংবাদিক
- কৃষক
- শিক্ষক
- ছাত্র
2007. বঙ্গবন্ধু দেশের উন্নয়নে কী শুরু করেছিলেন?
- দ্বিতীয় বিপ্লব
- ভিশন-২০০০
- ভিশন বাংলাদেশ
- বাংলাদেশ-1
2008. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কোন প্রচার মাধ্যমটি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রভাব রাখে?
- বিবিসি
- ভোয়া
- নিউইয়র্ক টাইমস
- ইনডিপেনডেন্ট
2009. কর্ণেল তাহেরকে ফাঁসি দেওয়ার মূল উদ্দেশ্য কী ছিল?
- তাহের ১৫ আগস্টের হত্যার সাথে জড়িত ছিলেন
- জিয়াউর রহমানের ক্ষমতা সুসংহত করা
- কর্ণেল তাহের সেনাপ্রধান হতে চেয়েছিলেন
- তিনি বিশ্বাস ভঙ্গ করেছিলেন
2010. মুক্তিযুদ্ধের প্রতিটি সেক্টরেই ছিল –
- সেনা
- গেরিলা
- সাধারণ যোদ্ধা
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "স্বাধীন-বাংলাদেশ - এসএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 201"