স্প্রেডশিটের-ব্যবহার – জেএসসি-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 515
5141. ওয়ার্কবুকের সমস্ত ওয়ার্কশিট দেখা যায় কোনটিতে?
- স্ট্যাটাস বারে
- শিট ট্যাবে
- এ্যাড্রেস বারে
- টাইটেল বারে
5142. শিট ট্যাবের বাম দিকে অ্যারো বাটনগুলোকে কী বলা হয়?
- অফিস বাটন
- ট্যাব স্ক্রুলিং বাটন
- শিট ট্যাব
- স্ক্রুলবার
5143. স্প্রেডশিট প্রোগ্রাম দিয়ে মূলত কী করা যায়?
- লেখালেখির কাজ
- হিসাব-নিকাশের কাজ
- গ্রাফিক্সের কাজ
- ডাটাবেজের কাজ
5144. ওয়ার্কবুক সংরক্ষণ করা যায় কোন বাটনের মাধ্যমে?
- স্ট্যাটাস বার
- টাইটেল বার
- অফিস বাটন
- হেল্প বাটন
5145. নিচের কোন প্রোগ্রামের সাহায্যে যোগ-বিয়োগ করা যায়?
- স্প্রেডশিট প্রোগ্রাম
- ওয়ার্ড প্রোগ্রাম
- কমান্ড প্রোমট
- মাইক্রোসফট আউটলুক
5146. সেলের বিষয়বস্তু দেকানো হয় কোথায়?
- ফর্মুলা বারে
- টাইটেল বারে
- স্ট্যাটাস বারে
- রিবনে
5147. জুম করার স্ক্রোল কোথায় থাকে?
- স্ট্যাটাস বারের ডান দিকে
- স্ট্যাটাস বারের বাম দিকে
- েএ্যাড্রেস বারের ডান দিকে
- েএ্যাড্রেস বারের বাম দিকে
5148. ভাগ করার জন্য ফর্মুলাবারে প্রথমেই কোনটি টাইপ করতে হয়?
- #ERROR!
5149. এক্সেল হলো-
- বর্ণভিত্তিক স্প্রেডশিট প্রোগ্রাম
- চিত্রভিত্তিক স্প্রেডশিট প্রোগ্রাম
- গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসভিত্তিক স্প্রেডশিট প্রোগ্রাম
B,C
5150. স্প্রেডশিট প্রোগ্রামের সাহায্যে হিসাবের কাজ-
- দ্রুত করা যায়
- নির্ভুলভাবে করা যায়
- স্বয়ংক্রিয়ভাবে করা যায়
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "স্প্রেডশিটের-ব্যবহার - জেএসসি-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-4 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 515"