স্প্রেডশিটের-ব্যবহার – জেএসসি-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 512
5111. সেল অ্যাড্রেস কোনটি?
- A10
- 10A
- A
- 9
5112. ওয়ার্কশিট প্রোগ্রামে print অপশনটি কোথায় থাকে?
- মেনুবারে
- শিট বাটনে
- অফিস বাটনে
- কুইক একসেস টুলবারে
5113. গ্রাফ বা চার্ট তৈরি করার পর কোনো ডাটা পরিবর্তন করলে কী ঘটে?
- গ্রাফ নিজে পরিবর্তন হয়
- গ্রাফ পরিবর্তন হয় না
- গ্রাফ মুছে যায়
- গ্রাফ পরিবর্তন করে দিতে হয়
5114. অ্যাবাকাস কী?
- এক ধরনের লেখার উপায়
- এক ধরনের গণনার যন্ত্র
- এক ধরনের কথা বলার যন্ত্র
- এক ধরনের গান শোনার যন্ত্র
5115. অ্যাড্রেস বারের অবস্থান কোথায়?
- ওয়ার্কশিটের ডানে
- ওয়ার্কশিটৈর বামে
- ওয়ার্কশিটৈর নিচে
- ওয়ার্কশিটের উপরে
5116. এক্সেলে প্রতিটি মেনুর অধীনে কি থাকে?
- কমান্ডঅপশন
- ফাইল
- ওয়ার্কশিট
- শিরোনাম
5117. ওয়ার্কশিটে E10 এর 10 দিয়ে কী বোঝানো হয়?
- কলাম
- শিট
- সারি
- সেল
5118. আর্থিক হিসাব সংরক্ষণের জন্য কোনটি ব্যবহার করা হয়?
- একসেস প্রোগ্রাম
- ইন্টারনেট
- আউটলুক
- স্প্রেডশিট
5119. কোনটি সেলের অবস্থান ও সেলের বিষয়বস্তু দেকানোর বার?
- ফরমুলা বার
- শিট ট্যাব
- টাইটেল বার
- অফিস বাটন
5120. স্প্রেডশিট প্রোগ্রাম ওপেন করলে ছোট ছোট ঘরবিশিষ্ট যে পাতাটি দেখা যায় তাকে কী বলে?
- সেল
- সারি
- কলাম
- ওয়ার্কশিট
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "স্প্রেডশিটের-ব্যবহার - জেএসসি-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-4 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 512"