স্প্রেডশিটের-ব্যবহার – জেএসসি-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 511
স্প্রেডশিটের ব্যবহার | 5101. পূর্বে সংরক্ষিত এক্সেল ওয়ার্কবুক খোলা যায় কোনটির সাহায্যে?
- টাইটেল বার
- স্ট্যাটাস বার
- অফিস বাটন
- শিট ট্যাব
5102. ম্যাক্সিমাইজ বাটন এক্সেল সফটওয়্যাবের কোন বারে থাকে?
- টুলবারে
- টাইটেলবারে
- স্ট্যাটাস বারে
- ফরমুলাবারে
5103. এক্সেলে যোগ করা যায় কতভাবে?
- 2
- 3
- 4
- 5
5104. এ. এস. এম. একাডেমি স্কুলে অনেক শিক্ষার্থী থাকায় ম্যানুয়ালি পরীক্ষার ফলাফল তৈরিতে দেরি হচ্ছিল। কম্পিউটার শিক্ষকের পরামর্শ অনুযায়ী স্কুল কর্তৃপক্ষকম্পিউটারের ব্যবহার শুরু করলেন। এতে অনেক কাজ সহজে করা সম্ভব হলো।
- $
- =
- <
- >
5105. স্কুলের কম্পিউটার অপারেটার প্রোগ্রামটি বন্ধ করার জন্য ব্যবহার করেন-
- Office Button . Exit Excel
- Alt + F4
- মেনুবারের ডানে অবস্থিত ক্রস সাইন (X) বা Close বাটন
5106. বর্তমানে সবচেয়ে জনপ্রিয় স্প্রেডশিট সফটওয়্যার কোনটি?
- একসেস
- ড্রিমওয়েভার
- নেটবিনস
- এক্সেল
5107. চার্ট তৈরির সহজ উপায় কোনটি?
- চার্ট উইজার্ড ব্যবহার করে
- কী-বোর্ড ব্যবহার করে
- মেনু কমান্ড ব্যবহার করে
- মাউস ব্যবহার করে
5108. েআইকনের মাধ্যমে কমান্ডগুলো সাজানো থাকে কীসের আওতায়?
- মেনুর আওতায়
- শিট ট্যাবের আওতায়
- ফর্মুলা বারের আওতায়
- টাইটেল বারের আওতায়
5109. উপাত্তের চিত্ররূপ দেওয়া যায় কোন সফটওয়্যারের মাধ্যমে?
- একসেস
- স্প্রেডশিট সফটওয়্যার
- ওয়ার্ড
- আউটলুক
5110. স্প্রেডশিট প্রোগ্রামের বৈশিষ্ট্য হলো-
- ডাটা বিশ্লেষণ করা
- জটিল হিসাব করা
- গ্রাফ বা চিত্রের মাধ্যমে ডাটা উপস্থাপন করা
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আমাদের অন্যান্য সেবাঃ
ডোমেইন হোস্টিংঃ http://hostbelt.com
0 responses on "স্প্রেডশিটের ব্যবহার - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি"