স্থির-তড়িৎ – এইচএসসি-পদার্থবিজ্ঞান ২য়পত্র-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1402

 

স্থির-তড়িৎ – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-পদার্থবিজ্ঞান ২য়পত্র-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1402

14011. প্রথিবীর বিভব শূন্য কারণ পৃথিবী-

  1. ঋণাত্মক আদানের বিশাল ভান্ডার
  2. ধনাত্মক আধানের বিশাল ভান্ডার
  3. আধান শূন্য
  4. ধনাত্মক ও ঋণাত্মক আধানের বিশাল ভান্ডার

14012. উদ্দীপকটি পড় এবং নিচের প্রশ্নর উত্তর দাও: 6 cm ব্যাসার্ধের কোনো পরিবাহী গোলককে 3 তড়িৎ মাধ্যমাঙ্কের কোনো মাধ্যমে রাখা হলো। আদি অবস্থায় গোলকটির বিভবের মান ছিল 4 V। ঐ গোলকটির ধারকত্ব কত?

  1. 150 nF
  2. 200 nF
  3. 250 nF
  4. 300 nF

14013. উদ্দীপকটি পড় এবং নিচের প্রশ্নর উত্তর দাও: 6 cm ব্যাসার্ধের কোনো পরিবাহী গোলককে 3 তড়িৎ মাধ্যমাঙ্কের কোনো মাধ্যমে রাখা হলো। আদি অবস্থায় গোলকটির বিভবের মান ছিল 4 V। গোলকটিতে 600 nC আধান প্রদান করা হলে এর বিভব কত হবে?

  1. 7 V
  2. 9 V
  3. 8 V
  4. 6 V

14014. উদ্দীপকটি পড় এবং নিচের প্রশ্নর উত্তর দাও: 6 cm ব্যাসার্ধের কোনো পরিবাহী গোলককে 3 তড়িৎ মাধ্যমাঙ্কের কোনো মাধ্যমে রাখা হলো। আদি অবস্থায় গোলকটির বিভবের মান ছিল 4 V। গোলকটিকে 220 V বিভব উৎসের সাথে যুক্ত করলে এত সঞ্চিত শক্তি হবে-

  1. 2.84 x 10-3 J
  2. 3.84 x 10-3 J
  3. 4.84 x 10-3 J
  4. 5.84 x 10-3 J

14015. দুটি আধানের মধ্যকার বল সংক্রান্ত সূত্রটি কে প্রদান করেন?

  1. কুলম্ব
  2. ওহম
  3. জুল
  4. ফ্যারাডে

14016. কোনো পরিবাহীর বিভব এক ভোল্ট বৃদ্ধি করতে যদি এক কুরম্ব আধানের প্রয়োজন হয় তাকে কী বলে?

  1. এক কুলম্ব
  2. এক ক্যালরি
  3. এক ভোল্ট
  4. এক ফ্যারাডে

14017. ঘনকোণের একক কী?

  1. ডিগ্রি
  2. রেডিয়ান
  3. স্টেরেডিয়ান
  4. ডিগ্রি সেলসিয়াস

14018. তড়িৎ বিশ্লেষক ধারকে-

  1. ধারকত্বের মান অনেক বেশি
  2. অপরিবর্তী প্রবাহে ব্যবহার করা যায়
  3. পরিবর্তী প্রবাহে ব্যবহার করা যায় না

14019. ধারকের সমান্তরাল সমবায়ে-

  1. ধারকগুলোর বিভব পার্থক্য সমান থাকে
  2. আধানের পরিমাণ সমান থাকে
  3. তুল্য ধারকত্বের মান সংযোগের যেকোনো ধারকের ধারকত্বের চেয়ে বেশি

14020. গ্যালভানোমিটারকে ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য-

  1. দু’প্রান্তে উচ্চমানের ভোল্টেজ প্রয়োগ করতে হয়
  2. সমান্তরাল সমবায়ে নিম্নমানের রোধ যুক্ত করতে হয়
  3. শান্ট ব্যবহার করতে হয়

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline