স্থির তড়িৎ । এইচএসসি পদার্থবিজ্ঞান ২য়পত্র । কুইজ মডেল টেস্ট অনুশীলন
13991. চার্জ সংরক্ষণের নীতি অনুসারে চার্জকে-
- সৃষ্টি করা যায় না
- স্থানান্তরিত করা যায় না
- ধ্বংস করা যায় না
13992. যেসব ভৌত রাশির মান নিরবচ্ছিন্নভাবে পরিবর্তিত হতে পারে না, ঐসব রাশিকে কী বলা হয়?
- কোয়ান্টারিত
- মেটালিক
- যৌগিক
- অবিচ্ছিন্ন
13993. তড়িৎ বিভবের একক কী?
- জুল
- ভোল্ট
- ফ্যারাডে
- হেনরি
13994. ধনাত্মক আধানে আহিত একটি বস্তুকে ভূমির সাথে সংযুক্ত করলে কী ঘটবে?
- বিভব হ্রাস পাবে
- বিভব বৃদ্ধি পাবে
- নিস্তড়িত হবে
- তড়িৎগ্রস্ত হবে
13995. তড়িৎ ক্ষেত্রের কোনো তলের ভেতর দিয়ে অভিলম্বভাবে নির্গত আবেশ বলরেখার সংক্যাকে বলা হয় সর্বমোট অভিলম্ব-
- তড়িৎ বলরেখা
- তড়িৎ আবেশ
- তড়িৎ বিভব
- তড়িৎ প্রাবল্য
13996. নিম্নের কোনটি ভেক্টর ক্ষেত্রের বৈশিষ্ট্য?
- তড়িৎ বিভব
- ঘনত্ব
- ফ্লাক্স
- শক্তি
13997. তড়িৎ পরিবাহীর পৃষ্ঠে বিভব পার্তক্য-
- অসীম
- 1 ভোল্ট
- খুব কম
- থাকে না
13998. নিচের কোনটকে তড়িৎ বিভবের একক বলা যায়?
- JC-1
- JC
- NC-1
- VC-1
13999. তড়িৎ ক্ষেত্রে একটি মুক্ত ধনাত্মক আধান স্থাপন করলে সেটি-
- স্থির থাকবে
- বল লাভ করবে
- নির্দিষ্ট পথে চলবে
14000. কোনো বস্তুতে ইলেকট্রনের সংখ্যা কমে গেলে সেটি কী ধরনের আধান আহিত হবে?
- ধনাত্মক
- ঋণাত্মক
- নিরপেক্ষ
- অপরিবর্তিত
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "স্থির তড়িৎ । এইচএসসি পদার্থবিজ্ঞান ২য়পত্র । কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1400"