স্থির-তড়িৎ – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-পদার্থবিজ্ঞান ২য়পত্র-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1398
13971. তড়িৎক্ষেত্রের কোন বিন্দুর প্রাবল্যের মান-
- চার্জের সমান
- বিভব পরিবর্তনের হারের সমান
- বিন্দু দুটির দূরত্বের সমান
13972. কুলম্বের সূত্র প্রযোজ্য-
- স্থির চার্জের ক্ষেত্রে
- গতিশীল চার্জের ক্ষেত্রে
- আবদ্ধ চার্জের ক্ষেত্রে
- বিস্তৃত আহিত বস্তুর ক্ষেত্রে
13973. তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক আধান স্থাপন করলে সেটি যে বল অনুভব করে তাকে কী বল?
- তড়িৎ প্রভাব
- তড়িৎ প্রবাল্য
- তড়িৎ বল
- তড়িৎ বিভব
13974. তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে স্থাপিত কোনো আধানের উপর ক্রিয়াশীল বল হচ্ছে-
- তড়িৎ বল
- তড়িৎ ফ্লাক্স
- তড়িৎ বিভব
- তড়িৎ প্রাবল্য
13975. শূন্য মাধ্যমে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কত?
- 1
- 2
- 3
- 4
13976. ধনাত্মক চার্জ-
- আকর্ষণ ধর্মী
- উচ্চ বিভব
- ধনাত্মক বিভব
13977. স্থিরমান ধারকে ধাতব পাতের কাজ করে
- লোহার পাত
- তামার পাত
- জিংকের পাত
- টিনের পাত
13978. অপরিবাহী পদার্থের উদাহরণ হলো-
- তামা
- লোহা
- মানবদেহ
- কাঠ
13979. 500V থেকে 1500V পর্যন্ত ব্যবহার করা যায় কোন ধারকে?
- অভ্র ধারক
- কাগজ ধারক
- ইলেট্রনিক ধারক
- পরিবর্তনশীল ধারক
13980. তড়িৎ ক্ষেত্রে দূরত্বের সাপেক্ষে বিভবের অন্তরক সহগকে কি বলে?
- বিভব পার্থক্য
- ধারকত্ব
- তলঘনত্ব
- তড়িৎপ্রাবল্য
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "স্থির-তড়িৎ - এইচএসসি-পদার্থবিজ্ঞান ২য়পত্র-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1398"