স্থির-তড়িৎ – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-পদার্থবিজ্ঞান ২য়পত্র-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1397
13961. শ্রেণি সমবায়ে যুক্ত ধারকগুলোর মধ্যে কোনটি সমান থাকে?
- বিভব পার্থক্য
- আধানের পরিমাণ
- ধারকত্ব
- স্থিতিশক্তি
13962. পরিবাহীর কোন অংশে সঞ্চিত চার্জের পরিমাণ বেশি?
- সর্বত্রই সমান
- সমতল অংশে
- বক্র অংশে
- কৌণিক অংশে
13963. বেতার গ্রাহক যন্ত্রে নিম্নোক্ত কোন প্রকার ধারক ব্যবহৃত হয়?
- পরিবর্তনশীল ধারক
- স্থিরমান ধারক
- সিরামিক ধারক
- কাগজ ধারক
13964. আধানের পরিমাণ হ্রাস পেলে বলের কি পরিবর্তন হবে?
- হ্রাস পাবে
- বৃদ্ধি পাবে
- সর্বাধিক হবে
- স্থির থাকে
13965. দুটি আধানের মধ্যবর্তী আকর্ষণ বলের মান-
- আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক
- আধানদ্বয়ের যোগফলের সমানুপাতিক
- আধানদ্বয়ের মধ্যর্ত দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক
13966. যেকোনো পদার্থকে কয়টি উপায়ে চার্জিত করা যায়?
- 3টি
- 1টি
- 4টি
- 2টি
13967. তড়িৎ বিভব কী রাশি?
- ভেক্টর
- স্কেলার
- ধনাত্মক
- ঋণাত্মক
13968. কোনো পরিবাহীর বিভব এক পরিমাণ বাড়াতে যে পরিমাণ চার্জের প্রয়োজন হয় তাকে বলা হয়-
- বিভাবান্তর
- তড়িৎ বিভব
- ধারক
- ধারকত্ব
13969. কোনো তল বা পৃষ্ঠের ভেতর দিয়ে যতগুলো তড়িৎ বলরেখা অতিক্রম করে তাকে কী বলে?
- তড়িৎ প্রবাহ
- তড়িৎ ফ্লাক্স
- তড়িৎ প্রাবল্য
- তড়িৎ তীব্রতা
13970. দুটি আধানের মধ্যবর্তী দূরত্ব তিন গুণ করা হলে বল কত গুণ হবে?
- 42744
- 9
- 42738
- 3
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "স্থির-তড়িৎ - এইচএসসি-পদার্থবিজ্ঞান ২য়পত্র-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1397"