স্থগিত হল হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা

স্থগিত হল হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা

 

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। ১৮ থেকে ২১ ডিসেম্বর এসব পরীক্ষা হওয়ার কথা ছিল। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ  জানান, ভর্তি পরীক্ষার সময়সূচি এবং প্রবেশপত্র ডাউনলোড শুরুর তারিখ পরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।
এবার ১হাজার ৯৫৫ আসনের বিপরীতে ৯৬ হাজার ৪১ জন শিক্ষার্থী বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য আবেদন করেছে। প্রতি আসনের বিপরীতে ৪৯ শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। ‘বি’ ইউনিটে প্রতি আসনের বিপরীতে প্রতিযোগিতা করবে ৮৬ জন, ‘ডি’ ইউনিটে প্রতি আসনের বিপরীতে ৭৩ জন এবং ‘ই’ ইউনিটে প্রতি আসনের বিপরীতে প্রতিযোগিতা করবে ৬৬ জন।
২০১৭ সেশনে আটটি অনুষদের অধীনে ২০টি বিষয়ে শিক্ষার্থী ভর্তি হতে পারবেন। মুক্তিযোদ্ধা কোটার জন্য মোট আসনের অতিরিক্ত ৫% আসন এবং বিদেশি শিক্ষার্থীদের জন্য ৮০টি আসন সংরক্ষিত থাকবে। এর বাইরে বিভিন্ন কোটায় শিক্ষার্থীদের ভর্তির সুযোগ রাখা হয়েছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।

মন্তব্য করুন