সৌরজগৎ-ও-ভূমন্ডল – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 215
2141. সূর্য চন্দ্র অপেক্ষা কত গুণ বড়?
- ১.৫০ কোটি
- ২.৫০ কোটি
- ২.৬০ কোটি
- ৩.৬০ কোটি
2142. ইন্দোনেশিয়া দক্ষিণ গোলার্ধে অবস্থিত একটি দেশ। ২১ শে জুন তারিখে ইন্দোনেশিয়াতে –
- শীতকাল থাকবে
- ভূপৃষ্ঠ বেশি উত্তপ্ত থাকবে
- দিন ছোট থাকবে
A,C
2143. শিক্ষক আমানউল্লাহ সাহেব একটি ভূগোলক হাতে শ্রেণিকক্ষে প্রবেশ করলেন। অতঃপর কক্ষে অন্ধকার আবহ তৈরি করে গোলকের উপর টর্চের আলো ফেলে পৃথিবীর এক ধরনের গতি সম্পর্কে বাস্তব ধারণা দিলেন।আমানউল্লাহ সাহেব ছাত্রদেরকে পৃথিবীর কোন গতি সম্পর্কে ধারণা দিচ্ছিলেন?
- বার্ষিক গতি
- ধীর গতি
- ঘূর্ণন গতি
- দৈনিক গতি
2144. উক্ত গতির প্রভাবে –
- জোয়ার হয়
- ভাটা হয়
- সমুদ্র স্রোত হয়
A,B,C
2145. পৃথিবী থেকে মঙ্গলের গড় দূরত্ব কত কোটি কিলোমিটার?
- 5.8
- 7.8
- 7.9
- 9.7
2146. কোনো স্থানের সময় বেলা ২ টা বাজলে তার ১ ডিগ্রি পূর্বের স্থানের সময় কী হবে?
- ২ টা ৪ মিনিট
- ১২ টা ৫২ মিনিট
- ১ টা ৫৬ মিনিট
- ২ টা ৫৬ মিনিট
2147. সমু্দ্রের পানিরাশি অনেক উঁচু নিচু হয় কোন অংশে?
- উপরিভাগে
- মধ্যভাগে
- অভ্যন্তরভাগে
- উপকূলের নিকটে
2148. সৌরবছর গণনা করা হয় কত দিনে?
- ৩৬৪ দিনে
- ৩৬৫ দিনে
- ৩৬৬ দিনে
- ৩৬৭ দিনে
2149. চন্দ্র ও সূর্য অবিরাম আকর্ষণ করে ভূপৃষ্ঠের –
- বায়ুমন্ডলকে
- জলভাগকে
- স্থলভাগকে
B,C
2150. মহাকর্ষণ শক্তির ফলে –
- পৃথিবী চন্দ্রের চারদিকে ঘুরছে
- চন্দ্র পৃথিবীর চারদিকে ঘুরছে
- সূর্য পৃথিবীর চারদিকে ঘুরছে
A,B
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "সৌরজগৎ-ও-ভূমন্ডল - এসএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-4 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 215"