সৌরজগৎ-ও-ভূমন্ডল – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 214
2131. ইউরেনাসের ওজন পৃথিবী থেকে কত গুণ বেশি?
- 12
- 13
- 14
- 4
2132. নেপচুন গ্রহটি কোন বর্ণের?
- কালো
- গোলাপি
- লালচে
- নীলাভ
2133. বাংলাদেশের প্রমাণ সময় ধরা হয় কোন দ্রাঘিমার স্থানীয় সময়কে?
- ৯০ ডিগ্রি পূর্ব
- ৯০ ডিগ্রি পশ্চিম
- ১৮০ ডিগ্রি পূর্ব
- ১৮০ ডিগ্রি পশ্চিম
2134. মঙ্গল গ্রহের মোট কয়টি উপগ্রহ রয়েছে?
- একটি
- দুইটি
- পাঁচটি
- ষোলটি
2135. এক ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য কত?
- ১ মিনিট
- ৪ মিনিট
- ৪ ঘন্টা
- ২৪ ঘন্টা
2136. শনি গ্রহটি পৃথিবী অপেক্ষা কত গুণ বড়?
- প্রায় ৮ গুণ
- প্রায় ৯ গুণ
- প্রায় ১০ গুণ
- প্রায় ১১ গুণ
2137. পৃথিবী তার অক্ষ থেকে চারদিকে দ্রুতবেগে ঘোরায় তার পৃষ্ঠ থেকে পানিরাশির চতুর্দিকে ছিটকে যাওয়ার প্রবণতাকে কী বলে?
- জোয়ার
- অভিকর্ষ শক্তি
- মহাকর্ষণ শক্তি
- কেন্দ্রাতিগ শক্তি
2138. শনির উপগ্রহ কয়টি?
- ২১টি
- ২২টি
- ২৩টি
- ২৪টি
2139. শুক্র গ্রহ সন্ধ্যায় পশ্চিমাকাশে কী নামে পরিচিত?
- শুকতারা
- সন্ধ্যাতারা
- ধ্রুবতারা
- নীহারিকা
2140. প্রবল বান দেখা যায় –
- মেঘনা নদীতে
- সুরমা নদীতে
- ভাগীরথী নদীতে
A,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "সৌরজগৎ-ও-ভূমন্ডল - এসএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-4 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 214"