
সেট – জেএসসি-গণিত-7 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 679
জেএসসি-গণিত- কুইজ | 6781. জর্জ ক্যান্টর কোন দেশের গণিতবিদ ছিলেন?
- জার্মানি
- ইটালি
- যুক্তরাজ্য
- যুক্তরাষ্ট্র
6782. A = {m, n,l} হলে নিচের কোনটি A এর উপসেট?
- Ø
- {x, m, n}
- {x, m}
- {l, m}
6783. P = { x, y, z} হলে, নিচের কোনটি P-এর উপসেট নয়?
- {x,y}
- {x,w,z}
- {x,y}
6784. নিচের কোন শর্তটি পালন করলে A ও B দুইটি সেট নিশ্ছেদ হবে?
- A ∩ B = Ø
- A U B = Ø
- A ∩ B = A
- A ∩ B = B
6785. [N = { 1, 2, 3,… ….} সেটটি-
- স্বাভাবিক সংখ্যার সেট।
- একটি অসীম সেট।
- একটি সসীম সেট।
A,B
6786. x, A সেটের উপাদান। এর গাণিতিক প্রকাশ কোনটি?
- A ∈ x
- A ∉ x
- x ∉ A
- x ∈ A
6787. যদি দুইটি সেটের উপাদানগুলোর মধ্যে কোনো সাধারণ উপাদান না থাকে তবে তাকে কোন সেট বলে?
- ছেদ সেট
- নিশ্চেদ সেট
- সার্বিক সেট
- সংযোগ সেট
6788. {4,5,6,……..} সেটটি একটি?
- সসীম সেট
- অসীম সেট
- ছেদ সেট
- নিশ্চেদ সেট
6789. U = {2, 3, 4, 5} এবং A = {2, 4} হলে AC নিচের কোনটি হবে?
- {3, 5}
- {2,4, 5}
- {3,4}
6790. ‘ : ’ চিহ্ন দ্বারা নিচের কোনটি বোঝায়?
- অথবা
- এবং
- সুতরাং
- যেন
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।