
সিএসএস – ওয়েব-ডিজাইন – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1
1. সিএসএস কেন ব্যবহৃত হয়?
- স্টাইল করতে
- মার্কআপ করতে
- ফর্ম বানাতে
- ওয়েব পেইজে ছবি সাজাতে
2. কোন পেইজের বডির প্রস্থ সর্বনিম্ন ৩০০ পিক্সেল দিতে হলে কি লিখতে হবে?
- body{min-width:300px}
- .body{width:300px}
- body{width:300px}
- .body{min-width:300px}
3. ফর্মের ফিল্ডের ব্যাকগ্রাউন্ট লাল বর্ণের করতে কোন কোডটি লিখতে হয়?
- form{background:red}
- input{background:red}
- input:focus{background:#F00}
- input{background:#F00}
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।